01/10/2022
মীন রাশি- কোন ভাল কাজে সাফল্য লাভ হতে পারে .ব্যবসায় উন্নতির যোগ রয়েছে. আজ আর্থিক সুবিধা পেতে পারেন .যারা বিদেশে পড়াশোনার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজ শুভ দিন.
02/10/2022
মীন রাশি- লেখকদের জন্য দিনটি ভালো. তাই অফিস কামাই করে, লেখালিখিতে মন দিতে পারেন. কারো কারো জন্য পুরস্কারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে .বিদেশে ব্যবসার রত ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষেত্র বাড়ানোর সুযোগ পাবেন।
03/10/2022
মীন রাশি- পারিবারিক ক্ষেত্রে ব্যয়বহুলতায় আর্থিক সমস্যায় উদ্বেগ বৃদ্ধি হলেও বিকল্প কর্ম লাভের চেষ্টার সাফল্যে সমস্যার সমাধান হতে পারে। পেশাগত ক্ষেত্রে সাফল্য ও প্রতিষ্ঠা লাভে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। চিত্রশিল্পী, অভিনয়, খেলাধুলা, রাজনীতি প্রভৃতি পেশাগত ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধিতে প্রসার লাভ হতে পারে। গৃহ সম্পত্তি ক্রয় বিক্রয় লাভজনক হতে পারে। সম্পত্তিগত বিষয় থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত সমস্যা, হরমোন সংক্রান্ত গোলযোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
04/10/2022
মীন রাশি- ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় অগ্রগতি আশা করা যেতে পারে. তবে প্রবাসীরা কর্মক্ষেত্রে কোন জটিলতার সম্মুখীন হতে পারেন. দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে . আজ কর্মসংস্থানে আপনার বদনাম হতে পারে. শরীরের কোন অংশে ব্যথা বৃদ্ধি ঘটতে পারে.
05/10/2022
মীন রাশি- বিপদে মাথা ঠান্ডা রাখুন. দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়. বাড়ি তৈরীর শুভ সময় দেখা যাচ্ছে. পেটের সমস্যা থাকবে .কিছু কেনা বেচা করার জন্য দিনটি শুভ. কম বয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন।
06/10/2022
মীন রাশি- আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে .সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা. বন্ধুদের সঙ্গে বিরোধ বাধতে পারে. আইনি কোন কাজের জন্য খরচ বৃদ্ধি. আর্থিক চাপ বাঁচতে পারে. বাড়ির বাইরে বিবাদ বাড়তে পারে. পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধুবান্ধব আপনার সব সামাজিক যোগাযোগের জায়গা গুলো এক্সপ্লোর করুন আজ থেকেই.
07/10/2022
মীন রাশি- নতুন কোন পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে নিয়ে ভাববেন. পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধুবান্ধব আপনার সব সামাজিক যোগাযোগের জায়গা গুলি এক্সপ্লোর করুন .মানুষের সাথে কথা বলুন. ভাগ্য কিন্তু আপনার উপর রীতিমতো প্রসন্ন.
08/10/2022
মীন রাশি- কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা কাজের জন্য ভ্রমণ করতে পারেন যা আনন্দদায়ক হবে. ব্যক্তিগত ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আপনাকে ব্যস্ত রাখবে .আপনার ভাই বোন সহায়ক নাও হতে পারে. কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার প্রবীনদের সাথে আলোচনা করে নেবেন. আর্থারাইটিস এবং কার্ডিয়াক সমস্যায় যারা ভুগছেন তাদের সাবধান হওয়া একান্ত প্রয়োজন.
09/10/2022
মীন রাশি- গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে. বাড়তি কাজের জন্য শরীর খারাপ হতে পারে. সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা হতে পারে. পুরনো কোন ব্যাধি আবার বাড়তে পারে. প্রেমের জন্য এই সপ্তাহ আপনার খুব একটা শুভ হবে না.
10/10/2022
মীন রাশি- পারিবারিক ক্ষেত্রে ব্যয়বহুলতায় আর্থিক সমস্যায় উদ্বেগ বৃদ্ধি হলেও বিকল্প কর্ম লাভের চেষ্টার সাফল্যে সমস্যার সমাধান হতে পারে। পেশাগত ক্ষেত্রে সাফল্য ও প্রতিষ্ঠা লাভে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। চিত্রশিল্পী, অভিনয়, খেলাধুলা, রাজনীতি প্রভৃতি পেশাগত ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধিতে প্রসার লাভ হতে পারে। গৃহ সম্পত্তি ক্রয় বিক্রয় লাভজনক হতে পারে। সম্পত্তিগত বিষয় থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত সমস্যা, হরমোন সংক্রান্ত গোলযোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
11/10/2022
মীন রাশি- পারিবারিক জীবনের সুখ এবং শান্তি থাকবে .আপনি যদি আপনার বাবা-মার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন থাকেন, তবে আজ আপনি একটি উদ্যেক থেকে মুক্তি পেতে পারেন .আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন ,তবে বড় আর্থিক সুবিধা পেতে পারেন. আপনি আয়ের নতুন দিক খুঁজে পাবেন .যদি আজ বড়রা আপনাকে কোন পরামর্শ দেন তবে সেটা অবশ্যই বিবেচনা করবেন.
12/10/2022
মীন রাশি- নিজস্ব চিন্তা ধারার পরিবর্তন ও পরিকল্পনার সুবাদে ব্যবসাক্ষেত্রে উন্নতি ও সুযোগ্য অংশীদারের সহযোগিতায় ব্যবসা সম্প্রসারণে সাফল্য অর্জন হতে পারে। শিক্ষাগত ক্ষেত্রে বহুমুখী প্রতিভার বিকাশ ও একাগ্রতায় সাফল্যের ক্ষেত্রে স্বীকৃতি লাভ হতে পারে। উচ্চ বিদ্যাশিক্ষায় সাফল্য বিদেশ গমনের সম্ভাবনা আছে। স্বনিযুক্তি প্রকল্পে অধিক বিনিয়োগ আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হরমোন সংক্রান্ত গোলযোগ, এপেন্ডিসাইটিস ও যকৃতের সমস্যায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
13/10/2022
মীন রাশি- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে .আগুন থেকে একটু সাবধান থাকুন .সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবেন. সমাজসেবা বা দানকার্যে মনোনয়ন হবে . সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে .গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে.
14/10/2022
মীন রাশি- কোন পুরনো বিনিয়োগ থেকে লাভজনক রিটার্ন মিলতে পারে. বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে.
15/10/2022
মীন রাশি- আত্মীয়দের সাথে যোগাযোগ অব্যাহত রাখুন. ব্যক্তিগত যোগাযোগের সুফল পাবেন. নতুন আত্মীয় লাভের যোগ আছে. কাজকর্মে উৎসাহ বোধ করবেন. প্রাপ্ত তথ্য ও ভালোভাবে যাচাই করে নিন.
2022 কেমন যাবে ?
বছরের প্রথম দিকে প্রত্যেক রাশির জাতক–জাতিকারা আশাতিত ফল লাভ করবেন, কারণ গত দু‘বছর ধরে আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক রাশির জাতক–জাতিকারা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবে এই বছরটা তাদের কেমন যাবে?
মীন রাশি-2022
সামগ্রিকভাবে গ্রহ গত অবস্থান বিচার করে বলা যায়, 2022 মীন রাশির জন্য মধ্যম মানের হবে. রাহু ,বৃহস্পতি ,শনি, কেতুর অশুভ অবস্থান জনিত কারণে, অর্থ ,শরীর ,স্বাস্থ্য ভাগ্যোন্নতি ,কর্ম প্রভৃতি ক্ষেত্রে বাধা – বিঘ্ন জটিলতা মধ্যেও ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে. তবে গ্রহ গুলির অবস্থান পরিবর্তনের কারণে, শুভ ফল প্রচুর পাবেন. সামগ্রিকভাবে বলা যেতে পারে, অশুভ ফল পাওয়ার সাথে সাথে ,শুভ ফল যথেষ্ট পাবেন.
অর্থ- যে সমস্ত জাতক-জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের সাফল্য অনিবার্য.
জানুয়ারি থেকে মার্চ এর প্রথম সপ্তাহ, চতুর্থ পতি এবং সপ্তম পতি বুধ একাদশে, অর্থাৎ ব্যবসাক্ষেত্রে বলা যেতে পারে, শনি যুক্ত হয়ে থাকার কারণে, বাণিজ্য অর্থাৎ আমদানি -রপ্তানি, শেয়ার মার্কেট এবং জমি-বাড়ি ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত লাভান্বিত হবে. ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত কাজ, ভালো হবে.
কোন কাজ করার জন্য, ঘুষ নেবেন না ,ঘুষ দেবেন না, এতে ভয়ংকর ক্ষতিগ্রস্ত হবেন.
যারা বিদেশে বাণিজ্যে প্রসারতা চাইছেন, তারা এবছর অত্যন্ত শুভ ফল পেতে পারেন. যারা নতুন বানিজ্য বিনিয়োগ করতে চান ,তারা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন. যৌথ ব্যবসার ক্ষেত্রে শুভ হতে পারে, অংশীদারদের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে. পূর্বের বকেয়া ,আটকে থাকা পাওনা পেয়ে যাবেন, এবং অর্থ আদায়ের প্রচেষ্টা সার্থক হতে পারে. ব্যাংক ঋণের আবেদন মঞ্জুর হতে পারে.
মীন রাশির ক্ষেত্রে বছরের প্রথম তিন মাস সময়, দশম পতি বৃহস্পতি, দ্বাদশ ভাবে অবস্থানের কারণে, কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, এক্ষেত্রে বর্তমানে নতুন কর্ম লাভ এর সমস্ত প্রচেষ্টা ,নষ্ট হতে পারে. সহকর্মীদের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে, এবং শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে. কর্ম ক্ষেত্রে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে কর্ম হানির সম্ভাবনা রয়েছে. বৃহস্পতির ভাবগত অবস্থান পরিবর্তনের কারণে অর্থাৎ দশম পতি বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করায় ,কর্মক্ষেত্র সমস্ত জটিলতার অবসান ঘটবে. যারা নতুন কর্মের সন্ধান করছেন ,কঠোর পরিশ্রমের ফল তারা অবশ্যই পাবেন. কর্মক্ষেত্রে পদোন্নতি ,মান মর্যাদা বৃদ্ধি ,ও আর্থিক উন্নতির সম্ভাবনা আছে. দক্ষতা এবং দূরদর্শীতায় সহকর্মীদের সমীহ আদায় সার্থক হতে পারে. উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি, এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকারের ক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে. কর্মক্ষেত্রের মোটামুটি শুভ হতে পারে.
শিক্ষা- চতুর্থ ভাবে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকায়, মীন রাশির ক্ষেত্রে 2022 সালে শিক্ষাক্ষেত্রে দিকটা মোটামুটি শুভ হবে. এ ক্ষেত্রে উপযুক্ত ,প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ,শিক্ষা লাভের সুযোগ আসতে পারে. উপযুক্ত শিক্ষা গুরু সান্নিধ্য লাভে উপকৃত হবেন, তবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে. যারা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোন কোর্স করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে. শিক্ষায় ঋণ প্রাপ্তি হতে পারে, উচ্চ বিদ্যা শিক্ষা লাভের জন্য ,বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে. গবেষণামূলক উদ্যোগ সফল হতে পারে. পরিশ্রম এবং একাগ্রতা অনুসারে, উপযুক্ত সম্মানজনক ফলাফল লাভ হতে পারে. শিক্ষামূলক বিষয় মোটামুটি শুভ ফল প্রাপ্ত হবে.
স্বাস্থ্য- আপনার পেশাগত জীবন এবং নিজস্ব জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, নয়তো কর্মজীবনের উদ্বেগ শরীর স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে. ঠান্ডা পানীয় এবং মাদকদ্রব্যের আসক্তি থেকে দূরে থাকবেন. জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত রক্তচাপ বৃদ্ধি অথবা কোন ভাইরাস সংক্রমণ আপনার শরীর স্বাস্থ্য ক্ষতি করতে পারে. ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নতুবা কোন বড় আঘাত এর শিকার হতে পারেন. বাহন চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকবেন.
পরিবার- বিবাহ– প্রেমের সম্পর্ক– সন্তান: মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে কোন অশুভ গ্রহের প্রভাব না থাকায়, পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহ পরিবেশে আনন্দ উৎসবের আয়োজন হতে পারে. সম্পত্তি বিষয়ক ক্ষেত্রে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে. সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকায়, দাম্পত্য জীবন সুখ ও শান্তিময় হয়ে উঠবে.
অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে. দূর যোগাযোগের মাধ্যমে অথবা অনলাইনে বিবাহের যোগাযোগ আসতে পারে, তবে বিবাহ ক্ষেত্রে ভালোমতো যাচাই করে নেবেন, নয়তো প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে.
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে, এই বছরটা মোটামুটি ভালই যাবে, কারণ পঞ্চম পতি চন্দ্র যখন যখন রাহু যুক্ত হবে ,তখন অবৈধ প্রেমের মাত্রা প্রবল আকার ধারণ করবে , অবৈধ বিবাহ হতে পারে এবং এতে মান সন্মান হানি হবে. প্রেম সম্পর্কে প্রস্তাব আসতে পারে, এবং প্রেমিক-প্রেমিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন.
পঞ্চম ভাবে কোন পাপ গ্রহের অবস্থান না থাকায়, সন্তান ক্ষেত্রে শুভ হবে. তবে এই বছরের প্রথম চার মাস, সন্তান স্থানে শনির দৃষ্টি থাকায়, সামান্য কিছু বাধা বিঘ্ন এবং অসুবিধা দেখা দিতে পারে. উচ্চশিক্ষার জন্য সন্তানের বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে, সামাজিক মান-সম্মান প্রতিপত্তি এবং যশ বৃদ্ধি পেতে পারে.
গৃহ- বাহন -সম্পত্তি: বছরের শুরুতে বুধ একাদশে অবস্থান করার জন্য, এবং শনি যুক্ত হয়ে থাকার কারণে, নতুন গৃহ অথবা পুরনো গৃহ ক্রয় করতে পারেন, এবং বাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে. তবে যে কোন কিছু ক্রয় করার পূর্বে ,একটু ভালো করে বিচার করে নেবেন. বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিছু ক্রয় করলে, সেটা আপনার জন্য শুভ হবে. এছাড়া এবছর আপনি বিলাসবহুল কিছু কিনতে পারেন, যা আপনার জন্য শুভ হবে.