01/10/2022
তুলা রাশি- পড়াশোনার ক্ষেত্রে আজ কোন সমস্যা হতে পারে .প্রিয়জনের সঙ্গে কাটানো সময় আপনাকে আনন্দ দিতে পারে .বাড়তি কোন খরচের জন্য পারিবারিক অশান্তি হতে পারে . রিয়েল এস্টেট এ যারা আছেন, তাদের লাভ হতে পারে.
02/10/2022
তুলা রাশি- কাজে অনেক অগ্রগতি হবে. নির্বাচন সংক্রান্ত কাজে এলাকায় যোগাযোগ রক্ষা করে চললে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে. আত্মীয়-স্বজনদের কেউ জমি-জামা সংক্রান্ত কাজের সাহায্য করতে পারে।
03/10/2022
তুলা রাশি- আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে শপিং করতে যেতে পারেন. আর্থিক দিক থেকে বিষয়গুলো স্বাভাবিক থাকবে .মায়ের স্বাস্থ্য উদ্যোগের বিষয় হবে .বাজার প্রতিযোগিতামূলক হওয়ায় ব্যবসায়ীদের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করা দরকার.
04/10/2022
তুলা রাশি- প্রিয়জনের সঙ্গে সংস্থার মনোমালিন্য মিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে. ঝামেলার সম্ভাবনা রয়েছে. ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে. কোন রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম বৃত্তি পাবে. যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে. বিপদের আশঙ্কা রয়েছে.
05/10/2022
তুলা রাশি- কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন .বাড়িতে কিছু চুরি যেতে পারে .উচ্চাসা থাকলে আজ সেটা সফল হতে পারে .মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো. শত্রুর ব্যাপারে সাবধান থাকবেন.
06/10/2022
তুলা রাশি- প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে. বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তি পারে. অতিরিক্ত কথা বলবার জন্য কর্মস্থানে বিবাদ. ব্যবসায় কারো সঙ্গে তর্ক। সন্তানের জন্য কোন চিন্তা থাকবে. প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে .পেটের কোন সমস্যা বাড়বে. ব্যবসার দিকে নতুন যোগাযোগ আসতে পারে.
07/10/2022
তুলা রাশি- কেউ আপনার ক্ষেত্রে আর্থিক সুবিধা নিতে পারবে না. জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না. চাকরি ক্ষেত্রে সুনাম অকুন্য থাকবে সে আর সংক্রান্ত ব্যাপারে ক্ষতি হবে. ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকবে.
08/10/2022
তুলা রাশি- জটিলতা এড়াতে আপনার আর্থিক দিক ঠিক রাখার চেষ্টা করুন .সন্তানদের ওপর আপনার মনে নিবে তাদের বিকাশ গুরুত্বপূর্ণ. প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করতে শান্ত থাকুন. পাবলিক প্লেসে আপনার আচরণ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করবেন. সরকারি খাতে যারা আছেন তারা স্থানান্তরিত হতে পারেন. কর্পোরেট সেক্টরে যারা আছেন তাদের জন্য ব্যস্ততম দিন.
09/10/2022
তুলা রাশি- শারীরিক সমস্যার জন্য কর্ম ক্ষেত্রে ক্ষতি হতে পারে .বাবা-মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে . মধ্যের সম্পর্কের উন্নতি হবে .সাংসারিক খরচ বাড়ার ফলে সঞ্চয় বেশি হবে না. নতুন কোন চাকরির সুযোগ আসতে পারে. অকারণে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
10/10/2022
তুলা রাশি- নতুন যোগাযোগে সংস্থাগত পরিবর্তনের চেষ্টায় সাফল্য লাভ ও কর্মক্ষেত্রে আর্থিক উপার্জন বৃদ্ধি ও স্থিতিশীলতা হতে পারে। অপব্যয় ও অপচয়ের কারণে আর্থিক অবনতিতে উদ্বেগ বাড়তে পারে ও ঋণগ্ৰস্থতার সম্ভাবনা আছে। ব্যবসায় বিনিয়োগ সংক্রান্ত বিষয় ও লাভ্যাংশের দাবি-দাওয়া নিয়ে অংশীদারের সঙ্গে মতবিরোধে জটিলতা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁতের সমস্যা, টনসিল ও মাইগ্রেনের সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
11/10/2022
তুলা রাশি- চাকুরীজীবীদের জন্য আজকের দিনটি একটি সাধারণ দিন হতে চলেছে. আপনি উচ্চ আধিকারিকদের সম্পূর্ণ সমর্থন পাবেন. ব্যবসায়ীদের ভালো ফল আশা করা যায়. আপনি যদি নতুন স্টকের কথা ভাবছেন তবে সময়টি অত্যন্ত অনুকূল. আপনি জীবনসঙ্গী আপনার ওপর খুবই খুশি থাকবে. আপনি তার পূর্ণ সমর্থন পাবেন .স্বাস্থ্যের দিকটা নজর দেবেন.
12/10/2022
তুলা রাশি- শুভানুধ্যায়ী অংশীদারের পরামর্শে নতুন ব্যবসায়িক চুক্তিতে ব্যবসায় প্রভূত উন্নতির সম্ভাবনা এবং শত্রুদের পরিকল্পনার মোকাবিলা করে বাজারে সুনাম বজায় রাখতে ও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। অন্যমনস্কতা ও উদাসীনতায় কর্মক্ষেত্র ভুল-ভ্রান্তির কারণে অপদস্ত হতে পারেন। এক্ষেত্রে পদমর্যাদা হানি হতে পারে। সতর্ক থাকুন। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয় বা দীর্ঘদিনের বন্ধু কে অতি বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, অজীর্ণতা ও ত্বকের সংক্রমণে ভুগতে হতে পারে। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
13/10/2022
তুলা রাশি- আবারো পুরনো ছন্দে ফেরার সময় এসেছে. জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিগ্র হণ
চন্দ্র আপনার সেরার দিতে পারে .পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে, তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে.
14/10/2022
তুলা রাশি- আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে .আপনার অস্বাভাবিক আচরণে চারিপাশে মানুষেরা বিভ্রান্ত হতে পারেন. বিবেচকের মতো বিনিয়োগ করুন . আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে .ব্যবসা ক্ষেত্রে সহযোগীদের সাথে মতবিরোধ হতে পারে.
15/10/2022
তুলা রাশি- কর্মপরিবেশ অনুকূল থাকবে. কর্মস্থলে কর্মীদের সহযোগিতা পেতে পারেন. চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন .অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে.
2022 কেমন যাবে ?
বছরের প্রথম দিকে প্রত্যেক রাশির জাতক–জাতিকারা আশাতিত ফল লাভ করবেন, কারণ গত দু‘বছর ধরে আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক রাশির জাতক–জাতিকারা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবে এই বছরটা তাদের কেমন যাবে?
তুলা রাশি -2022
2022 আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে. বছরের শুরুতে গ্রহদের অবস্থান, আপনার জন্য অনুকূল হবে, বছরের শুরুতে মঙ্গল অর্থাৎ দ্বিতীয় পতি দ্বিতীয় ঘরে অবস্থান করায়, এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে. লগ্নপতি শুক্র তৃতীয় এ ,একাদশ পতি যুক্ত হয়ে অবস্থান করায় ব্যবসায়ে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে. মোটামুটি এই বছরটি স্বাভাবিকের থেকে ভালো.
অর্থ– বছরের শুরুতে দ্বিতীয় পতি মঙ্গল নিজস্ব স্থানে কেতু যুক্ত হয়ে থাকায়, টাকার প্রবাহ ভালো চলবে, কিন্তু বিনিয়োগের থেকে সাবধান. জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রবল অর্থ লাভের সুযোগ রয়েছে. যারা ব্যবসা করেন তাদের প্রভূত আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে. নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ যোগ ,এবং ব্যবসার পরিমাণ বৃদ্ধি পাবে. যৌথ ব্যবসার সুযোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মার্চ মাসের পরবর্তী সময়ে সপ্তম ঘরে রাহু অবস্থান এর দরুন ব্যবসাক্ষেত্রে অশুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে. বিনিয়োগ করে প্রভূত আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, ব্যবসাক্ষেত্রে শ্রমিক এবং কর্মচারীদের সাথে অশান্তি বৃদ্ধি পেতে পারে. অংশীদারি ব্যবসা শুরু হবে না এবং অংশীদারি ব্যবসার সাথে আইনে মামলা মোকদ্দমা সৃষ্টি হতে পারে. যারা অংশীদারি ব্যবসা করেন