01/10/2022
মকর রাশি- ব্যবসায় খরচ বারতে পারে .পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে. বাড়িতে কোন অতিথি আসতে পারে .কৃষি কাজে সাফল্য হতে পারে. পারিবারিক অশান্তি হতে পারে.
02/10/2022
মকর রাশি- সরকারি কর্মচারীরা আজ কিছুটা জটিলতার মুখোমুখি হতে পারেন. প্রিয়জনের কেউ আজ আপনার বিরাগভাজন হতে পারে. সম্পত্তি বন্টন সংক্রান্ত আলোচনায় সমঝোতা করে চলার চেষ্টা করুন.
03/10/2022
মকর রাশি- কর্মক্ষেত্রে বিশেষ বৃত্তিগত প্রশিক্ষণ গ্রহণে পদমর্যাদা বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে বেফাঁস মন্তব্য নিকট আত্মীয় সাথে সম্পর্ক হানির কারণ হতে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভ্রাতা ভগ্নিদের সঙ্গে মতবিরোধে মানসিক উদ্বিগ্নতা ও সম্পর্ক হানির সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, স্পন্ডেলাইটিস ও মেদ বৃদ্ধি জনিত সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
04/10/2022
মকর রাশি- আপনি যে লক্ষ্যগুলি স্থির করেছেন, সেগুলি কতটা পূর্ণ হয়েছে, এবং কতটা হওয়া বাকি তা দেখার জন্য এটি আদর্শ সময়. ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে. বিশ্ববিদ্যালয় বিদ্যার্থীরা কোন পরীক্ষায় অংশ নিতে পারেন. শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন.
05/10/2022
কর্কট রাশি- ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তির আশঙ্কা .আর্থিক কোনো সুবিধা পেতে পারেন. আজ গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে. আজ ব্যবসায় কোন শুভ খবর আসতে পারে. পড়াশোনায় সাফল্য আসতে পারে.
06/10/2022
মকর রাশি- সব কাজেই সাফল্য আসবে .তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন. আপনার মনের মানুষ খুশি হবে .ব্যবসায় কোন লোকের খারাপ ব্যবহার আসতে পারে. সম্পত্তির ব্যাপারে অশান্তির আশঙ্কা. সম্মানহানির আশঙ্কা. প্রেমের সম্পর্কের উন্নতি হতে পারে
07/10/2022
মকর রাশি- আপনার সারাদিনের হাল-হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে .সব কাজেই সাফল্য আসবে .তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নেবেন. আপনার মনের মানুষ খুশি হবে. সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে. প্রেমের জন্য সুখবর আসতে পারে. শারীরিক সমস্যা থাকবে না.
08/10/2022
মকর রাশি- আপনি দীর্ঘ বিরতির পর কর্মক্ষেত্রে আনন্দের সহিত আবার যোগদান করবেন .আপনার সন্তানরা ব্যয়বহুল কিছু আবদার করতে পারে .ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা আরও বাড়াতে পারে .এটি গুরুত্বপূর্ণ চুক্তি পেতে সক্ষম হবেন. সংগীত প্রেমীরা সংগীতানুষ্ঠানে ভালো পারফরম্যান্স করবেন. বিশ্রাম নিন, জটিলতা এড়াতে সঠিক ঘুমের প্রয়োজন.
09/10/2022
মকর রাশি- দিনটি ভালো যাবে না .শরীর-স্বাস্থ্য ভালো যাবে না .সাংগঠনিক ও দাতব্য কাজে কিছু বিব্রত কর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন. জীবনসাথীর শরীর ভালো যাবে না. ব্যবসায়ীরা কোন ঝামেলায় পড়তে পারেন.
10/10/2022
মকর রাশি- কর্মক্ষেত্রে বিশেষ বৃত্তিগত প্রশিক্ষণ গ্রহণে পদমর্যাদা বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে বেফাঁস মন্তব্য নিকট আত্মীয় সাথে সম্পর্ক হানির কারণ হতে পারে। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভ্রাতা ভগ্নিদের সঙ্গে মতবিরোধে মানসিক উদ্বিগ্নতা ও সম্পর্ক হানির সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, স্পন্ডেলাইটিস ও মেদ বৃদ্ধি জনিত সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
11/10/2022
মকর রাশি- আপনাকে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে. আপনার রাগান্বিত মনোভাব কেবল ঘরের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে না, পাশাপাশি আপনার কাজকেও নষ্ট করতে পারে .যদি আপনি মানসিক অস্থিরতা অনুভব করেন, তবে আপনার ধর্মীয় কাজে মনোযোগ দেওয়া উচিত .পূজোপাট থেকে আপনি ইতিবাচক শক্তি পাবেন. আর্থিক দিক শক্তিশালী হবে তবে আপনার কোন সমস্যা হবে না.
12/10/2022
মকর রাশি-নিকটজনের দেওয়া বিনিয়োগের প্রস্তাব যতই আকর্ষক হোক না কেন সম্মতি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রে জটিল পরিস্থিতির মধ্যেও সাফল্য লাভের সম্ভাবনা আছে। এক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে সাফল্য লাভের ক্ষেত্রে সচেষ্ট থাকুন। স্থাপতি, প্রযুক্তিবিদ, আইনবিদ, দালালি প্রভৃতি পেশাগত ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা আছে। অনিশ্চিত ক্ষেত্রে ও ঝুঁকিপূর্ণ সংস্থায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। এক্ষেত্রে প্রলোভন মুলক প্রস্তাব এড়িয়ে চলুন। অন্যথায় অর্থহানি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমাশয়, থাইরয়েড ও সর্দি কাশি জনিত সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
13/10/2022
মকর রাশি- আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ হলে আপনার স্থান আরো ভালো হবে. আপনার গুরুত্ব বাড়বে. দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা রয়েছে. নিজের কোন কিছু অপরকে দিতে হতে পারে. আজ বিকেলের দিকে দামী কোন উপহার পেতে পারেন .আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন ,আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা.
14/10/2022
মকর রাশি- ডায়েট নিয়ন্ত্রণে রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন. উপরে টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে. বন্ধু-বান্ধবদের সঙ্গে ক্রিয়াকলাপ করা উপভোগ্য হবে.
15/10/2022
মকর রাশি- দিনটি মোটামুটি শুভ সম্ভাবনামায়. শরীর ভালো থাকবে. মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে . প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে. ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে.
2022 কেমন যাবে ?
বছরের প্রথম দিকে প্রত্যেক রাশির জাতক–জাতিকারা আশাতিত ফল লাভ করবেন, কারণ গত দু‘বছর ধরে আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক রাশির জাতক–জাতিকারা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবে এই বছরটা তাদের কেমন যাবে?
মকর রাশি-2022
মকর রাশির ক্ষেত্রে এবছরের ,গ্রহগত অবস্থানের কারণে বলা যেতে পারে, বিবিধ ক্ষেত্রে বাধা বিঘ্ন এবং প্রতিকূলতার মধ্য দিয়ে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে. ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন, তবে বিলম্বে সফলতার শীর্ষে পৌঁছাবেন. বছরের প্রথমে পঞ্চম ভাবে রাহুর অবস্থান, অনেক সময় আপনাকে ফাটকা ইনকামের জায়গা দেবে, তবে বুঝেশুনে খরচা করতে হবে ,কারণ খরচের পরিমাণ বাড়লে আপনার আয় এর পরিমাণ কমে যাবে. চতুর্থ ভাবে রাহুর অবস্থান, এবং দশম ভাবে কেতুর অবস্থান জনিত কারণে, সন্তান এবং পারিবারিক জীবন কিছুটা বিঘ্নিত হতে পারে. তবে বিভিন্ন বাধাবিঘ্ন তার মধ্যেও ,পরবর্তীকালে আপনার আয় উন্নতির পথ সুগম.
অর্থ– যেসব জাতক–জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদের আয় উন্নতির যোগ প্র‘বল, বছরের