01/10/2022
কর্কট রাশি- কোন কারনে আজ সম্মান হানি হতে পারে .চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে. পারিবারিক অশান্তির কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে .শারীরিক সমস্যা হতে পারে. বিবাহের ব্যাপারে আলোচনা হতে পারে.
02/10/2022
কর্কট রাশি- ব্যবসায়িক কাজে আজ প্রিয় জনকে যতটা পারেন সহায়তা করুন. তবে অফিস কামাই করে নয়, মানসিক শান্তির জন্য আজ বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন. হঠাৎ করে দূরের কোন খবর আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে.
03/10/2022
কর্কট রাশি- অর্থের দিক দিয়ে সবকিছু ঠিক থাকবে এবং আপনি সচ্ছন্দ্যবোধ করবেন. পিতা-মাতার শরীর উন্নতি থাকবে .সুখকর এবং সর্বাধিক প্রতীকৃত উন্নত জীবন ধরার জন্য আপনি আয়ের অতিরিক্ত কিছু পরিকল্পনা করতে পারেন. ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি লাভজনক দিন .পরিবারের সাথে মান সম্পন্ন সন্ধ্যা ব্যয় করা ভালো হবে. স্বাস্থ্য স্বাভাবিকই থাকবে.
04/10/2022
কর্কট রাশি- ধৈর্য ও নিষ্ঠা সহকারে সকল সিদ্ধান্ত নেবেন. ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি দেখে তবে অর্থ বিনিয়োগ করবেন. আপনারা আজকের দিনটা শুভ যাবে. আইন এবং অর্থনীতির বিদ্যার্থীরা ভালো সুযোগ পাবেন. অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে.
05/10/2022
কর্কট রাশি- ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তির আশঙ্কা .আর্থিক কোনো সুবিধা পেতে পারেন. আজ গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে. আজ ব্যবসায় কোন শুভ খবর আসতে পারে. পড়াশোনায় সাফল্য আসতে পারে.
06/10/2022
কর্কট রাশি- প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে. গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা. আয় এবং ব্যয় ঠিক থাকবে না. সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে. গান-বাজনার জন্য দিনটি ভালো. বাড়তি কোনো খরচের জন্য ঋণ নিতে হতে পারে।
07/10/2022
কর্কট রাশি- পত্নীর আগে কোন রোগ নিরাময়ের আশায় কিছু অর্থ অসম্ভব নয়. তবে নতুন করে কোন বড় রোগের ভোগের আশঙ্কা নেই. জরায়ু ঘটিত কোন রোগে অনেক দিন ধরে আক্রান্ত থেকে থাকেন তাহলে এই রোগের প্রকোপ উত্তরোত্তর বৃত্তি পেতে পারে.
08/10/2022
কর্কট রাশি- এটি একটি পারিবারিক আনন্দের দিন হবে .ছোটখাটো ভবনে পরিকল্পনা হতে পারে. পিতা-মাতার পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করবেন. সদ্য বিবাহিত দম্পতিদের আনন্দের দিন হবে. কর্পোরেট সেক্টরে যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি একটি কঠিন দিন হবে বলে আশা করা যায় .পাবলিক সেক্টরে কর্মীরা তাদের দিনটি উপভোগ করবেন. শিক্ষার্থীরা একাডেমীর ক্ষেত্রে নতুন কিছু শিখবেন. ড্রাইভ করা এড়িয়ে চলবেন.
09/10/2022
কর্কট রাশি- সন্তানের লেখাপড়া নিয়ে চিনতে পারবে. শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে. কাজের জায়গায় উন্নতির যোগ আছে. ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে. বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে .তবে সপ্তাহের মাঝামাঝি সময় কাজের জায়গায় চাপ বাড়তে পারে.
10/10/2022
কর্কট রাশি- ব্যবসাক্ষেত্রে অংশীদারের পরামর্শে গঠনমূলক পরিকল্পনায় ব্যবসা সম্প্রসারণ ও অগ্রগতির সাফল্যে আর্থিকভাবে লাভবান হতে পারেন। নিকটাত্মীয়ের সাথে যৌথভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিনিয়োগ করে প্রতারিত হতে পারেন। সচেতন থাকুন। কর্মক্ষেত্রে অপ্রিয় সত্য কথনের প্রবণতায় শত্রুতা বৃদ্ধিতে সমস্যায় পড়তে পারেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ বিতর্ক এড়িয়ে চলাই মঙ্গল জনক। অন্যথায় উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাইগ্রেন, কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি ও স্পন্ডিলাইটিসের সমস্যায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
11/10/2022
কর্কট রাশি- আপনি যদি ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চান তবে আপনি ভাল ফল পাবেন .অযথা চিন্তিত হওয়া আপনার কোন সমস্যার সমাধান হবে না, বরং এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ খেলতে পারে .আপনি যদি চাকরি করেন এবং পদোন্নতি চেষ্টা করেন তবে আপনার কঠোর পরিশ্রম করা দরকার. ঘরে পরিবেশ ঠিক থাকবে .ব্যবসায় ভালো ফল লাভের জন্য আপনার কিছু নতুন পরিকল্পনা করা দরকার. পরিবারের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন.
12/10/2022
কর্কট রাশি- নিজস্ব চেষ্টায় বাধাবিঘ্ন অতিক্রম করে নতুন স্থায়ী কর্ম লাভের চেষ্টায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। কারুর প্ররোচনায় ঋণ লাভের প্রস্তাবে সম্মতি দিয়ে আর্থিক ভাবে প্রতারিত হতে পারেন। সতর্ক থাকুন। সহৃদয় ব্যবহারে ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে বিরূপ আত্মীয় স্বজনদের সাথে বৈষয়িক সমস্যার সুষ্ঠু সমাধান হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁতের সমস্যা, থাইরয়েড ও লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
13/10/2022
কর্কট রাশি- পূর্বে চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন. আর্থিক বিষয় নিয়ে কোন চর্চা না করাই ভালো. এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হতে পারে. বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ হতে পারে. নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি দেখা দিবে.
14/10/2022
কর্কট রাশি- মনোযোগী হোন, কারণ কেউ আপনাকে বলির পাঠা করতে পারে. চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে .আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন ,তা আজ কাজে লাগতে পারে .সন্তানের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন.
15/10/2022
কর্কট রাশি- দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে. পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে. প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে. প্রণয় প্রস্তাবের সারা পেতে পারেন. রোমান্স ও বিনোদন শুভ.
2022 কেমন যাবে ?
বছরের প্রথম দিকে প্রত্যেক রাশির জাতক–জাতিকারা আশাতিত ফল লাভ করবেন, কারণ গত দু‘বছর ধরে আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক রাশির জাতক–জাতিকারা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবে এই বছরটা তাদের কেমন যাবে?
কর্কট রাশি-2022
প্রাথমিকভাবে বলা যেতে পারে, এপ্রিল মাসে বৃহস্পতি যখন নবম ঘরে মীন রাশিতে প্রবেশ করবে, তখন ভাগ্য পতি আপনাকে সর্ব দিক দিয়ে সাহায্য করবে. আপনার না হওয়া কাজ হয়ে যাবে. কর্কট রাশির ব্যক্তিরা যেহেতু আবেগপ্রবণ, সেহেতু শ্রেণির অষ্টম ঘরে থাকার সময় কোন মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে. রাহু দশম ভাবে যখন প্রবেশ করবে ,তখন কর্মজীবনে আচমকা সম্মান প্রাপ্ত হবে. সর্বাগ্রে বলা যেতে পারে ,মাটি থেকে একটা জীবন তৈরি করবেন নতুন করে. কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি বছরটা শুরু হবে
অর্থ– ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা লাভের আশা করতে পারেন. বছরের শুরুতে শনি সপ্তম ভাবে তাকায় প্রচুর পরিশ্রমের পরে সফলতা পাবেন. যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তারা শত্রুতার দিক থেকে সাবধান থাকবেন. যদি আপনার ব্যবসার 10 জন কর্মচারী থাকে তাহলে তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করলে চলবে না, কেউ–না–কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে. মে মাসের শুরুতে শনি কুম্ভ রাশিতে দশম পতি মঙ্গল যুক্ত হয়ে বিরাজ করবে. শনির দৃষ্টি কর্কট রাশির জাতক–জাতিকাদের দশম ভাবে পড়ায় সঠিক কর্মের পরিশ্রমের