01/10/2022
কুম্ভ রাশি- অতিরিক্ত খরচের ফলে আজ অভাব বাড়তে পারে. ব্যবসায় পরিবর্তনের ইঙ্গিত. কর্ম ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে. শারীরিক সমস্যা বাড়তে পারে.
02/10/2022
কুম্ভ রাশি- আজ সংস্কৃতি ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে .তাই অফিসে ডুব দিলে মাটি হবে না. আপনার দিনটা বরং মন ভালই হবে .আর্থিক প্রাপ্তি যোগ শুভ. তবে এক্ষেত্রে আপনার বন্ধুদের সঙ্গে যথেষ্ট কৌশলী হতে হবে. অতিরিক্ত পানাহারে কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন.
03/10/2022
কুম্ভ রাশি- কর্মক্ষেত্রে যৎসামান্য অসতর্কতায় ভুল ত্রুটি অসঙ্গতির কারণে অপদস্ত হওয়ার আশঙ্কা আছে। সতর্ক থাকুন। প্রেম প্রণয়ে প্রস্তাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন। অন্যথায় প্রতারিত হয়ে মানসিক হতাশায় ভুগতে হতে পারে। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে মনোমালিন্য এবার শান্তি বিঘ্নিত হতে পারে। এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে জটিলতা বাড়তে পারে। সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হার্নিয়া, শ্বাসকষ্ট ও অগ্ন্যাশয়ের পীড়ায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
04/10/2022
কুম্ভ রাশি- বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে. চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানীর আশঙ্কা. সরকারি চাকুরীদের কাজে সতর্ক হতে হবে. আজ বেড়াতে গিয়ে বিপদ হতে পারে. কলা বিদ্যায় সাফল্য লাভের সংকেত রয়েছে.
05/10/2022
কুম্ভ রাশি- অতিরিক্ত কথা বলবার জন্য কর্মস্থানে বিবাদ .আজ খুব কাছের কোন মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে. স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অবসান হতে পারে .সন্তানদের চাকরির খবর পেতে পারেন . উকিলদের জন্য সামনে খুব শুভ সময়।
06/10/2022
কুম্ভ রাশি- পেটের কোন সমস্যা হওয়ার আশঙ্কা .ব্যবসায় চাপ বাড়তে পারে. আজ একটু একা থাকতে ভালো লাগবে. জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে. কর্মস্থানে কোন বিবাদ অনেক দূরে যাবে. একটু সাবধান থাকবেন. লোকে আপনার নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না.
07/10/2022
কুম্ভ রাশি- গুজবে খবরদার কান দেবেন না .আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন. লোকে আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না. হালকাভাবে নেবেন. গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়বে .স্ত্রীর জন্য কোন বিপদ থেকে আপনি উদ্ধার পেতে পারেন. মাসে শেষের দিকে ব্যবসায়ী একটু নজর দেবেন.
08/10/2022
কুম্ভ রাশি- আপনার লক্ষ্য অর্জনের সাথে সাথে সামগ্রিকভাবে এটি সন্তোষ জনক দিন হবে. সহকর্মী না আপনার কাজের সহায়ক হবে .মায়ের স্বাস্থ্যের উন্নতি বড় স্বস্তির কারণ হবে. ব্যবসায়ীদের এদিক দিয়ে লাভজনক দিন. আপনার বন্ধু বা আত্মীয়রা সন্ধ্যায় একটি বৈঠকের পরিকল্পনা করতে পারে. আপনার দিনটি অনুশীলন দিয়ে শুরু করুন নিজেকে সুস্থ রাখুন.
09/10/2022
কুম্ভ রাশি- এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো যাবে না .আর্থিক ক্ষেত্রে চাপ থাকবে .বন্ধুদের সাথে অশান্তির কারণে মনে কষ্ট পেতে পারেন .লেখাপড়ার ক্ষেত্রে প্রবল চাপ থাকবে. এই সপ্তাহে দাম্পত্য অশান্তি মিটে যেতে পারে.
10/10/2022
কুম্ভ রাশি- কর্মক্ষেত্রে যৎসামান্য অসতর্কতায় ভুল ত্রুটি অসঙ্গতির কারণে অপদস্ত হওয়ার আশঙ্কা আছে। সতর্ক থাকুন। প্রেম প্রণয়ে প্রস্তাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন। অন্যথায় প্রতারিত হয়ে মানসিক হতাশায় ভুগতে হতে পারে। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে মনোমালিন্য এবার শান্তি বিঘ্নিত হতে পারে। এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে জটিলতা বাড়তে পারে। সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হার্নিয়া, শ্বাসকষ্ট ও অগ্ন্যাশয়ের পীড়ায় ভুগতে হতে পারে। এ ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
11/10/2022
কুম্ভ রাশি- আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে .আর্থিক ব্যর্থতায় আপনি হতাশ হবেন. ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কঠোর পরিশ্রম করুন এবং এগিয়ে যান .অফিসে কাজের চাপ বেশি থাকবে ,তবে আপনি সিনিয়র অফিসারদের পূর্ণ সমর্থন পাবেন .ব্যবসায়ীদের জন্য এটি একটি স্বাভাবিক দিন হবে .সুস্থ থাকতে এবং আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে .আপনি যদি ভালো চিন্তা করেন তবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে.
12/10/2022
কুম্ভ রাশি- প্রেম প্রনয়ের ক্ষেত্রে প্রিয়জনের দুর্ব্যবহার ও মনোমালিন্যের কারণে মানসিক আঘাতে সম্পর্কে জটিলতা বৃদ্ধি ও সম্পর্ক হানি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে নতুন ব্যবসার রূপায়নের পরিকল্পনা ও বিনিয়োগ থেকে বিরত থাকুন। অন্যথায় অর্থহানির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শত্রুতার অবসান ও জটিল পরিস্থিতি অনুকূলে আশায় মানসিক স্বস্তি লাভ ও অনতিবিলম্বে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অর্শ জাতীয় রোগ ব্যাধি, লিভার সংক্রান্ত সমস্যা ও কিডনির সমস্যায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
13/10/2022
কুম্ভ রাশি- অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না থাকায় ,বিভ্রান্তি দেখা দিতে পারে. এর মধ্যে কোন বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন .প্রয়োজনে তাদের সঙ্গে থাকুন ,যারা স্বাভাবিকের তুলে নেয় তাদের কাজে অনেক বেশি দৃঢ় প্রকল্প.
14/10/2022
কুম্ভ রাশি- ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে .আপনার বহুদিনের প্রচেষ্টায় সফল হবার সম্ভাবনা আছে. দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন।
15/10/2022
কুম্ভ রাশি- প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন. আর্থিক দিক ভালো যাবে. পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন. মূল্যবোধ বজায় রাখুন .অধিন দের কাজে লাগানো সহজ হতে পারে.
2022 কেমন যাবে ?
বছরের প্রথম দিকে প্রত্যেক রাশির জাতক–জাতিকারা আশাতিত ফল লাভ করবেন, কারণ গত দু‘বছর ধরে আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক রাশির জাতক–জাতিকারা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবে এই বছরটা তাদের কেমন যাবে?
কুম্ভ রাশি-2022
সামগ্রিকভাবে বলা যেতে পারে 2022 সালে কুম্ভ রাশি ,জাতক–জাতিকাদের শুভাশুভ ফল প্রদান করবে. বছরের প্রথম চার মাস দ্বিতীয় পতি এবং একাদশ পতি বৃহস্পতি এবং লগ্ন পতি শনির দ্বাদশ ভাবে এবং