মেষ রাশি-বাড়ির পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে শিক্ষায় অমনোযোগিতার কারণে শিক্ষায় বাধা বিঘ্ন হতে পারে, মানসিকভাবে কোথাও আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে।ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে বা তাদের কোনো অবৈধ কাজকর্মের জড়িয়ে পড়ার কারণে পারিবারিক মান সম্মান হানি হতে পারে। ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ তবে ,অংশীদারি ব্যবসায় শুভ হবে না। বাস্তব বোধের অভাবে ভুল কোন সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে।
বৃষ রাশি-দেখে শুনে বা বিজ্ঞাপনের মাধ্যমে দূর থেকে বিবাহের যোগাযোগ শুভ হবে, তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের স্বপ্ন পূরণে বাধা আসবে, আইনি বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন।নৈতিক দায়িত্ব কর্তব্য ব্যাপারে উদাসীন হবেন, বাবুয়ানির জন্য অতিরিক্ত ব্যয় এর ফলে আর্থিক দুর্দশাগ্রস্ত হতে পারেন, ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসার পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে ।তবে বেশি বিনিয়োগ না করাই বাঞ্ছনীয় । বেকারিব্যবসা , মৎস্য জাতীয় দ্রব্যেরব্যবসা , বিভিন্ন তরল পদার্থের ব্যবসা ওষুধের ব্যবসা ইত্যাদি শুভ হবে।
মিথুন রাশি-প্রেমের সম্পর্ক সঠিকভাবে পরিচর্যা করুন, দূরত্ব জনিত কারণে উদাসীনতার কারণে বন্ধন আলগা হতে পারে ,সম্পর্কে ছেদ চলে আসবে ,প্রেমকে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করার প্রয়াস করুন। অধিক অর্থ রোজগারের আশায় কায়িক পরিশ্রমের মাধ্যমে আয় হবে, এমনকি আর্থিক কারণে শত্রুতা হওয়া অসম্ভব নয়। ব্যবসা ক্ষেত্র একেবারেই শুভ নয় ,আর্থিক ক্ষতির কারণে ব্যবসার গতি নিম্নমুখী হবে, ব্যবসায় যোগাযোগ বাধা বিঘ্ন হবে ,অংশিদার দ্বারা শত্রুতা ষড়যন্ত্র হতে পারে।
কর্কট রাশি-শিল্পকলার প্রতি আকর্ষণ বাড়বে, অভিনয় নাচ গান ,মনোরঞ্জন মূলক পাঠের মাধ্যমে অলস দিনযাপনের অবসর সময় কাটানোর মানসিকতা ।বন্ধু নির্বাচনে বিশেষভাবে সতর্ক না হলে বিপদে পড়তে পারেন, ভুলের মাশুল দিতে হবে। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের যোগাযোগের চেষ্টা করুন, ভবিষ্যতে কাজে লাগবে। এজেন্সি লেখালেখি বিজ্ঞাপন রিপোর্টিং ইত্যাদি কর্ম আপনার জন্য শুভ হবে।
সিংহ রাশি-আপনার সন্তানের আর্থিক স্বাচ্ছন্দ থাকবে ,দান ধ্যান পুণ্য করার মানসিকতা মহানুভবতার জন্য সেবামূলক কাজে অর্থ দান করে সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসাক্ষেত্রে শুভ নয়, প্রতিদ্বন্দ্বীতা কোথাও একটু কম থাকবে, ব্যবসার কারণে ঋণ নিতে হতে পারে,আপাতত ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। বিভিন্ন কারণে স্বাস্থ্যহানি ঘটবে, চক্ষুরোগ সর্দি কাশি ঠান্ডা লাগা পেটের সমস্যা ইত্যাদি সমস্যায় শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে।
কন্যা রাশি -বিদ্যার্থীদের শিক্ষায় বাধা বিঘ্ন পারিপার্শ্বিক পরিবেশে অশান্তি শিক্ষা ক্ষেত্রে প্রবল অন্তরায় পড়বে ।ভাই-বোন আত্মীয়-স্বজন এর দ্বারা সুসম্পর্ক ও তাদের দ্বারা জীবনে উন্নতি লাভ করার প্রচেষ্টা। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্কতার প্রয়োজন,, নাক-কান-গলায় সংক্রমণ, অগ্নি জনিত দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা।
তুলা রাশি-সন্তানের বেপরোয়া উশৃংখল আচরণে আপনার সাথে মানসিক দূরত্ব বাড়বে, ঝুট-ঝামেলা অশান্তি লেগেই থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্যে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে।প্রেমের প্রস্তাব এলে নাকচ করে দিন, আপনার প্রেম ও পাচ্ছে অর্পিত হবে ,ছোটখাটো ব্যাপারে মাথা গরম করে অশান্তির সৃষ্টি। খেলাধুলা ও শরীরচর্চা বা মার্শাল আর্ট সাথে যুক্ত তারা নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের শরীর ফিট রাখুন। কর্ম লাভের জন্য যারা পরীক্ষায় বসতে চান ইন্টারনেটের মাধ্যমে প্রস্তুতি চালিয়ে যান , ভবিষ্যতে কাজে লাগবে
বৃশ্চিক রাশি–মাতার সাথে ও পরিবারের সদস্যদের মধ্যে সুপৃতি, সদ্ভাব বজায় থাকলেও কোন কুচক্রী আত্মীয় দ্বারা আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা চালাতে পারে, সতর্ক থাকুন। প্রেমজ সম্পর্ক শুভ হবে না , ভাড়াটে বা ভৃত্য স্থানীয় কারো সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে মান সম্মান হানি।অসুস্থ ব্যক্তিদের সুচিকিৎসায় শরীর স্বাস্থ্যের উন্নতি হবে । তবে পেটের রোগ লিভার বা মানসিক রোগ, মাইগ্রেন ইত্যাদি ছোটখাটো রোগের আশঙ্কা।
ধনু রাশি-আত্মবিশ্বাসে ভরপুর আপনি, এই সংকট মুহূর্তে সাহসী কোন পদক্ষেপ নিতে পারেন, সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। পারিবারিক পরিবেশ ঠিকঠাক থাকলেও ভাতৃ বিরোধ বাড়তে পারে , ক্রোধ সংবরণ না করতে পারলে প্রতিবেশীদের সাথে ঝামেলার শেষ থাকবে না। বর্তমান পরিস্থিতিতে কাজ না থাকলেও আপনি আনন্দে থাকবেন বুদ্ধিমত্তার সাথে যুক্ত ব্যক্তিরা সময়টাকে বিভিন্ন সৃজনীমূলক কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন।
মকর রাশি-বিদ্যাথীদের চঞ্চলতা ও অমনোযোগিতার বৃদ্ধি পাবে, এছাড়া বর্তমান পরিস্থিতিতে বাধা বিঘ্ন তো আছেই। আপনার বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্র করে ক্ষতি করার জন্য তৎপর করলেও কোন উপকারি বন্ধুর সহযোগিতায় বিপদ থেকে উদ্ধার পাবেন। চলাফেরায় অতি সতর্কতার প্রয়োজন, হাতে ও পায়েল প্রবল চোট আঘাত কে অবহেলা করলে বোকামি হবে। এছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যা ও হজমের সমস্যায় কষ্ট পাবেন
কুম্ভ রাশি- কর্মসূত্রে বিবাহের যোগাযোগ থেকে বিবাহের সম্ভাবনা, আভিজাত্য পূর্ন উচ্চ বংশে বিবাহ ও বিবাহের কারণে সমাজে মান সম্মান বৃদ্ধি। সন্তানের ব্যাপারে মানসিক অশান্তি অব্যাহত,। সন্তানের অবাধ্য উৎশৃংখল বেপরোয়া আচরনে মন সর্বদা বিক্ষিপ্ত থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ প্রিয় মানুষ আপনি, নেতৃত্ব ও সাংগঠনিক কর্মের দ্বারা জনপ্রিয়তা লাভ। পুলিশ , মিলিটারি ও প্রতিরক্ষা বিভাগে কর্ম শুভ হবে।
মীন রাশি -ধরমে মতি, আধ্যাত্মিক চেতনা, ঐশ্বরিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। দীক্ষা নেবার প্রবল সদিচ্ছা ও উপযুক্ত সৎ গুরুর সন্ধান। পরিবারের প্রবীণ দের প্রতি বিশেষ যত্নবান হোন, বিশেষ করে পিতার । গুরু জনদের সাথে অযথা বাকবিতণ্ডায় যাবেন না, গুপ্ত শত্রুতার সম্মুখীন হবেন বা মিথ্যা অপবাদের বদনাম হতে পারে। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, মাথার পেছনে আঘাত, জীবাণু আক্রমনে আক্রান্ত হোওয়া বা প্রদাহ জনিত সমস্যার সম্ভাবনা।