মেষ রাশি-আড়ম্ভর প্রিয় বাবুয়ানি দেখাতে গিয়ে বিলাসিতার জন্য অযথা অর্থের অপচয় হবে। বাড়ির কাছাকাছি সন্তানের বিবাহের যোগাযোগ এই মুহুর্তে শুভ হবেনা ,কোন প্রকার চাপে পড়ে বা কেলেঙ্কারির কারণে অসামাজিক বিবাহ হবার সম্ভাবনা। কর্মের জন্য প্রফেশনাল কোর্স করছেন যারা, শুভফল পাবেন।
মিথুন রাশি-জমিজমা ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্তে আপাতত স্থগিত রাখাই মঙ্গল জনক, প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়তে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে, মনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ বা উপযুক্ত শিক্ষা গুরুর সন্ধানের চেষ্টায় ব্যর্থ হবেন। কর্মস্থলে উচ্চ পদস্থ ব্যক্তির চক্রান্তের শিকার হবেন , উন্নতিতে নানা বাধার সৃষ্টি হবে।
বৃষ রাশি-উচ্চ শিক্ষায় ইচ্ছুক বিদ্যার্থীরা সফলতা পাবে, উচ্চশিক্ষার ব্যাপারে যোগাযোগ বৃদ্ধিতে মানসিক স্বস্তিলাভ। সন্তানের শরীর স্বাস্থ্য ,শিক্ষা নিয়ে উদ্বেগে থাকবেন, ছোটখাটো দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। কোন অচেনা ব্যক্তির সাথে যোগাযোগ হবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সিংহ রাশি-নিকটবর্তী এলাকা থেকে বিবাহের যোগাযোগ শুভ হবে না, কোন প্রকার ভুল তথ্যের ভিত্তিতে প্রতারিত হওয়ার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে অগ্রগতির পথে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন,ব্যাবসায়িক সংস্থার সাথে চুক্তি বাতিল হওয়ার জন্য আর্থিক ক্ষতি। সন্তানের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি ও সহকর্মীদের নানা ধরনের শত্রুতা ও চক্রান্ত কে নস্যাৎ করে সফলতা পাবে।
কর্কট রাশি-অসহায় পরিস্থিতিতে পরিস্থিতিতে শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব দ্বারা লাভবান হতে পারেন ।বিবাহিত জীবনে হতাশা নৈরাশ্য বৃদ্ধি পাবে, পার্টনারের শারীরিক অসুস্থতা, চোট আঘাত, অপারেশন ইত্যাদি নানা দুর্ভোগে পড়তে পারেন। ব্যবসায়ে ভুল বিনিয়োগের প্রবল আর্থিক ক্ষতি, ধর দেনার পরিমাণ বৃদ্ধি পাবে, ।
কন্যা রাশি-পারিবারিক অশান্তি ও দমবন্ধ করা পরিস্থিতি ক্রমেই অবনতি হবে। নিজের প্রিয়জনরাই আপনার বিরুদ্ধে শত্রুতা করবে।স্বল্প পরিশ্রমে অধিক উপার্জনের আশায় অন্যায় পথ বর্জন করুন, অপবাদ অপমানের আপনার জন্য অপেক্ষা করছে। ব্যবসাক্ষেত্রে একদমই শুভ না, প্রতিদ্বন্দ্বীতা বাড়বে, অতিরিক্ত ধার দেণার কারণে ব্যবসায় ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি-পারিবারিক ঝামেলা ও গৃহভূমি ক্ষয়ক্ষতির নানা কারণে বাসস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন। বিদ্যার্থীদের বিদ্যা শিক্ষায় যথেষ্ট আগ্রহ ও কৌতূহলী মানসিকতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বিদ্যায় নানা বিঘ্ন দেখা যাবে,। জমি বাড়ি প্রভৃতি দালালি সংক্রান্ত কর্মের মাধ্যমে উপার্জন হবে।
তুলা রাশি-মায়ের সাথে মানসিক দূরত্ব তৈরি হবে, নিজের সম্পত্তি প্রাপ্তিতে প্রবল বাধার সম্মুখীন।,রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা নিজস্ব কর্মে যথেষ্ট দক্ষতা থাকলেও নির্বুদ্ধিতার কারণে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে ।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের বিশেষ করে তথ্যপ্রযুক্তিতে অস্থিরতা তৈরি হবে, বিভিন্ন ঝামেলা ও শত্রুতায় মানসিক অশান্তির সৃষ্টি।
মকর রাশি-অতিরিক্ত প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন, আপনার অপ্রিয় সত্যভাষণে সম্পর্কের অবনতি, পরিবারে অশান্তি বৃদ্ধি। দুস্থ অসহায় মানুষকে আর্থিকভাবে সাহায্য করে আনন্দ লাভ। কর্মক্ষেত্রে অস্থিরতা অনিশ্চয়তা দেখা দেবে, নানা কারণে কর্মক্ষেত্রে অশান্তি ঝামেলা, উন্নতিতে বাধা।
ধনু রাশি -ভুল করেও কাউকে অর্থ ধার দেবেন না ,আর্থিক কারণে কোনো ব্যক্তির সাথে গন্ডগোল বাঁধবে। নিম্নবর্ণের কোন অবৈধ সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা , দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। অর্থের উপার্জনে বাড়তি উৎসাহ, লেখালেখি বিজ্ঞাপন এজেন্সি দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবেন।
মীন রাশি-নানা বাধা, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনার পরিবারের কোন নতুন অতিথির আগমনে খুশির আবহাওয়া। শিল্পকলা ও ক্রীড়া বিষয়ক যে কোন ব্যাপারে উন্নতি ,আশার আলো দেখতে পাবেন ।ফাটকা মূলক ব্যাপারে থেকে অর্থ প্রাপ্তি হতে পারে।
কুম্ভ রাশি-প্রেমের সম্পর্কের প্রস্তাব গ্রহণ বর্জন কোনটাই আপনার জন্য মঙ্গলময় হবেনা। কর্মের জন্য কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সফলতা অধরাই থাকবে। সন্তানের কর্মস্থলে পরিবর্তন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা শত্রুতা হয়ে কর্ম হানির সম্ভাবনা।