মেষ রাশি–ভূ-সম্পত্তি গৃহ বাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রতিবেশীদের সাথে ঝামেলা অশান্তি ,পরিস্থিতি আদালত
পর্যন্ত গড়াতে পারে। ব্যবসাক্ষেত্রে যোগাযোগের নানা পথ ভুলে যাবে, তবে প্রচন্ড অমনোযোগিতার কারণে
সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। যোগ,তন্ত্র, সম্মোহন বিদ্যা প্রভৃতিতে আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পারদর্শিতা
লাভ করবেন।
বৃষ রাশি–পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি ঘটিত বিরোধে পারস্পরিক সুসম্পর্কের অভাব দেখা দেবে।
বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাফল্য নানা বাধা বিঘ্ন ,ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে অসৎব্যক্তি
দ্বারা আর্থিক প্রতারিত হতে পারেন। রাজনীতি ও প্রশাসনিক কর্মে নিযুক্ত ব্যক্তিরা সর্বস্তরের সাথে মেলামেশার
সুযোগ পাবেন ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি–ভাগ্যের আনুকূল্য পাবেন,অচেনা অজানা ব্যক্তির দ্বারা আর্থিক ভাবে লাভবান হতে পারেন।ধর্মীয়
ব্যাপারে মানসিক পরিবর্তন ঘটবে, যুক্তির চেয়ে ভাবপ্রবণতাকেই বেশি প্রাধান্য দেবেন। ব্যবসা শুভ হবে না ,
কোন ব্যবসায়ীক সংস্থার দ্বারা চুক্তি ভঙ্গের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
সিংহ রাশি–পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ হবেনা, পিতৃস্থানীয় কোন নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হবার
সম্ভাবনা। মহিলারা রাস্তাঘাটে অত্যন্ত সতর্কভাবে চলাফেরা করুন, মুহূর্তের অসাবধানতায় কোনরকম হেনস্তা
অপদস্ত হওয়ার শিকার হতে পারেন। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে বিশেষ অশুভ, কোনরকম বিনিয়োগ এই মুহুর্তে
শুভ হবে না, আর্থিক প্রতারণা।
কর্কট রাশি–সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা,উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যেতে হতে পারে।
বিবাহকে কেন্দ্র করে পারিবারিক মতবিরোধ ও মান সম্মানহানির সম্ভাবনা, পার্টনারের দ্বারা প্রতারিত হতে পারেন।
কোনরকম চোট-আঘাত, উচ্চ স্থান থেকে পতন জনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ,জলাশয় এড়িয়ে চলুন।
কন্যা রাশি–গৃহে চাকর-বাকর বা কর্মচারী থাকলে নজরদারির মধ্যে রাখুন ,বিপদগ্রস্ত হতে পারেন। সন্তানের
শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন চক্ষুরোগ , নার্ভ ও হজম সংক্রান্ত সমস্যা, শ্বাসকষ্ট জনিত ইত্যাদি সমস্যায়
জেরবার হতে পারে। বর্তমানে কর্মরতরা কোন অনৈতিক কর্মে জড়িয়ে মান সম্মান হানি হওয়ার প্রবল সম্ভাবনা,
সতর্ক থাকুন।
তুলা রাশি–বিদ্যার্থীরা উচ্চশিক্ষা সফলতা লাভ করবেন। অতিরিক্ত সহানুভূতি ও আবেগপ্রবণ হয়ে হঠাৎ
কোন প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।শিল্পকলা, ফিজিওথেরাপি,
সমাজসেবামূলক, ঔষধ সংক্রান্ত কাজ কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ শুভ।
বৃশ্চিক রাশি –উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন বাধা বিঘ্নের মধ্যেও বিশেষ সুযোগ মিলতে পারে । প্রেমের
যোগাযোগ বৃদ্ধি হবে, তবে গ্রহণ বা নিবেদন কোনটাই আপনার পক্ষে শুভ হবে না, শত্রুতা হতে পারে। লটারি
ফটকা মুলক বিষয় থেকে লাভবান হয়ে হঠাৎ বড়লোক হয়ে যেতে পারেন
ধনু রাশি–পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের যথাসম্ভব এড়িয়ে চলুন, অযথা ঝামেলা হয়ে বিপদগ্রস্থ হতে পারেন।
কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে যাওয়ার কারণে যোগাযোগে বাধাবিঘ্ন ও শুভ সুযোগ হাতছাড়া । যারা কর্ম লাভের
জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ,হতাশ না হয়ে পড়াশোনা চালিয়ে যান, ভবিষ্যতে সুফল মিলবে।
কুম্ভ রাশি–আপনার শ্রম করার ক্ষমতা ও শক্তির জন্য যে কোন প্রতিযোগিতামূলক ব্যাপারে সাফল্য পেতে পারেন।
বাক্য প্রয়োগ অত্যন্ত সতর্ক থাকুন, নিকট আত্মীয় স্বজনের দ্বারা বিরাগভাজন হবেন, কিছু অপ্রীতিকর
পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মস্থলে পরিবেশ আপনার অনুকূলে থাকবে না, নানা ঝামেলা অপদস্ত ,এমনকি
কর্মচ্ছেদ খবর সম্ভাবনা।
মকর রাশি–সম্পত্তি ঘটিত কোন পুরানো সমস্যার সুষ্ঠু মীমাংসা হোওয়াতে স্বস্তি বোধ করবেন। সন্তানের কর্মক্ষেত্র
বিশেষ শুভ, সাফল্য ও পদোন্নতি হওয়ার সম্ভাবনা ।আমোদ প্রমোদ বিলাসিতা ও কর্মবিমুখতা দেখা দিতে পারে,
তবে ক্রিয়েটিভিটি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ পরিচিতি লাভ করবেন।
মীন রাশি–সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন সিদ্ধান্ত আপনার অনুকূলে যাবে না ,আপাতত স্থগিত রাখুন।
পারিবারিক সদস্যদের পারস্পরিক বন্ধনের অভাবে নৈরাশ্য বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।
সন্তানের কর্মক্ষেত্র শুভ, বাড়ির কাছাকাছি কর্ম লাভের যোগ আছে। শল্যচিকিৎসক ,পুলিশ শিক্ষক ইঞ্জিনিয়ার
প্রশাসনিক কর্মে যুক্ত থাকলে বিশেষ শুভ।