মেষ রাশি–স্বামী–স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মতবিরোধে দাম্পত্য জীবনের চরম অশান্তির সৃষ্টি। অতিরিক্ত চঞ্চল মানসিকতা, আত্মবিশ্বাসের অভাব , ইচ্ছা পূরণে অসফলতায় মানসিক হতাশা বৃদ্ধি । কর্মক্ষেত্রে দায়িত্বশীল, একনিষ্ঠতা, কর্মপ্রচেষ্টা থাকা সত্বেও গতানুগতিকতার কারণে অলসতা ও নৈরাশ্য বৃদ্ধিতে মানসিক হতাশা।
বৃষ রাশি–ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি ও তাদের সহচর্য জীবনের অগ্রগতির সহায়ক হবে । নিকটবর্তী এলাকায় প্রেমজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হবে, প্রেমে মানসিক শান্তি ও প্রফুল্লতা বিদ্যমান থাকবে।জনসাধারণের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে যুক্ত থাকলে সহজেই অন্যের মন জয় করে নিতে পারবেন, পরিচিতি পাবেন।
মিথুন রাশি–বাচালতা ত্যাগ করুন,ভীষণ খোলামেলা কথা বলে বিপদে পড়তে পারেন, অবশ্যই সতর্ক থাকুন। বিবাহিত জীবনে কোন প্রকার গোপনীয় সম্পর্ক, বা অহেতুক সন্দেহ জনিত কারণে দাম্পত্য অশান্তি ও প্রতিবন্ধকতার সৃষ্টি। প্রতিরক্ষা বিভাগ, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, মেডিকেল সংক্রান্ত ইত্যাদি কাজে কর্মেরত ব্যক্তিদের অর্থ , প্রতিষ্ঠা ও যশ প্রাপ্তি ঘটবে।
কর্কট রাশি–সব ব্যাপারে মানসিক ঝোঁক ,উদ্যম থাকার জন্য নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক ঝামেলা, এমনকি আপনার সম্পত্তি বেদখল হয়ে যেতে পারে। ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ, কৃষিজপণ্য ও মেডিকেল, লৌহ সংক্রান্ত ব্যাবসা বিশেষ শুভ হবে।
সিংহ রাশি–অতিরিক্ত সরলতা পরিত্যাগ করুন, বাস্তব বোধের অভাবে বিপদগ্রস্ত হতে পারেন। মায়ের কোন রকম শারীরিক অসুস্থতা, বা দুর্ঘটনাজনিত বিপদের সম্ভাবনা আছে, সতর্ক থাকুন। কোন রকম কারণ ছাড়াই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মানসিক অবসাদে ভুগতে পারেন, জলাশয় থেকে অবশ্যই দূরে ও সতর্ক থাকুন।
কন্যা রাশি– পারিবারিক সদস্যেদের সাথে সুদৃঢ় বন্ধন,মায়ের সাথে সম্পর্কের উন্নতিতে মানসিক প্রফুল্লতা।কোন তোষামোদকারী বন্ধুর প্ররোচনায় ফাঁদে পা দিয়ে বিপদগ্রস্থ হতে পারেন, সতর্ক থাকুন।রাজনীতি সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে ব্যক্তিত্ব, সৎ সাহসিকতার পরিচয় দেবেন, ভালো জননেতা হিসাবে পরিচিত পাবেন।
তুলা রাশি–মহিলাদের থেকে শত যোজন দূরে থাকুন, কোন মহিলার দ্বারা শত্রুতা ও প্রতারিত হতে পারেন। কর্মরতরা কর্মসংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন, সামান্য কারণে শত্রুতা ও মামলা–মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।নানা কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে, প্রদাহ মূলক ও,যন্ত্রণাদায়ক ব্যাধি, ঠান্ডা লাগা ,চোখের রোগ ইত্যাদি সমস্যায় হয়রানি হবেন।
বৃশ্চিক রাশি–অতিরিক্ত ভোগ ও সর্বপ্রকার সুখের খোঁজে ধ্বংসাত্মক কোন সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করে বসবেন, সামাজিক মান সম্মান হানি।।মহিলারা অবশ্যই সতর্ক থাকুন কোন রকম ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হতে পারেন,। পিতৃ কর্ম লাভের সম্ভাবনা রয়েছে, তবে বাধা বিঘ্নের সম্মুখিন হতে পারেন।
ধনু রাশি–আপনার সন্তান প্রতিযোগিতামূলক বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে ফলপ্রসূ হবে।ধর্মীয় বিষয় নিয়ে পিতৃতুল্য কোন ব্যক্তির সাথে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন।কর্মরতরা কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সাথে কোনরকম বাকবিতণ্ডায় যাবেন না ,অযথা শত্রুতা সৃষ্টি ও হয়রানি।
মকর রাশি–সন্তানের অনৈতিক ক্রিয়াকর্মের প্রতিবাদ করে সন্তানের সাথে শত্রুতা হতে পারে।প্রেমের কারণে কোন মহিলার সাথে শত্রুতা ও প্রতারণায় সামাজিক মান সম্মান হানি। ব্যবসা ক্ষেত্রে কোন ব্যক্তির সাথে প্রকাশ্য সংঘাত ও ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ রাশি–উচ্চ আভিজাত্যপূর্ণ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব ও তাদের সহযোগীতায় অনুকূল পরিস্থিতির সৃষ্টি ও লাভবান হবেন। সমস্ত রকম আর্থিক লেনদেন অত্যন্ত সতর্কতার সাথে করুন , অর্থ চোট হতে পারে।নার্ভসংক্রান্ত সমস্যা, পায়ের কোনরকম সমস্যায় ভোগার আশঙ্কা, প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
মীন রাশি–পারিবারিক শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে ,সাংসারিক সুখে বাধা।কুচক্রে পড়ে অন্যের প্রস্তাবনায় অর্থনাশ হতে পারে, আপনার প্রাপ্য বকেয়া আদায়ে ঝামেলা হতে পারে। কর্মরতরা কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা অপদস্থ ও গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন,।