মেষ রাশি-মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবেন, মায়ের শারীরিক অবনতি বা কোন অপারেশনহওয়ার সম্ভাবনা আছে ।সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে ,, সন্তানের বিবাহিত জীবন একদমই ভালো না ,বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব লেগেই থাকবে। কর্মজীবন শুভ ,ফিজিওথেরাপি, ওষুধ সংক্রান্ত কর্ম , সমাজসেবামূলক কাজ ইত্যাদি কর্ম শুভ হবে। খেলা-ধুলা’র সাথে যুক্ত ব্যক্তিরা অনুশীলনের মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় রাখুন।
বৃষ রাশি-কথাবার্তা অত্যন্ত সতর্ক হয়ে করুন, অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত হোন সংসারে অশান্তি বাড়বে, পরিবারের সদস্যদের বিরাগভাজন হবেন।’ সহৃদয় বন্ধুর দ্বারা আর্থিক আনুকূল্য পাবেন ।ব্যবসাক্ষেত্রে যোগাযোগ বাড়বে, অংশীদারদের সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা করুন। মৎস্য,তরল জাতীয় পদার্থ, বেকারি ব্যবসা ,দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা শুভ হবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন , অতিরিক্ত গুরুপাক খাওয়ার জন্য শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দাঁতের সমস্যায় বিশেষ কষ্ট পেতে পারেন।
মিথুন রাশি+আপনারহঠকারি দুঃসাহসী মনোভাবের জন্য ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না ফাটকা মুলক ব্যাপার থেকে নিজেকে দূরে রাখুন অর্থ ক্ষতি হবার সম্ভাবনা। আপনার হাত সন্তানের কাঁধে রাখুন , সন্তানের নিঃসঙ্গ অবস্থা আপনার দুশ্চিন্তা বাড়াবে। বিবাহিত জীবনে কোন প্রকার রহস্য থাকাটা স্বাভাবিক, দাম্পত্য জীবন অত্যন্ত প্রতিকূল কোন অবৈধ গোপন সম্পর্কের কারণে চরম অশান্তি ।
কর্কট রাশি-ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ, অর্থাগমের সুযোগ আসবে।সন্তানের উন্নাসিক আচরণে পরিবার-পরিজনদের সামনে মানহানির আশঙ্কা। সন্তানসম্ভবা মহিলাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হবে। ব্যবসাক্ষেত্রে অংশীদারদের সাথে সামান্য দ্বন্দ্ব মনোমালিন্য থাকলেও মিটিয়ে নিন, বেকারি ব্যবসা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত দ্রব্য, খাদ্যদ্রব্যের ব্যবসা ইলেকট্রিক দ্রব্যের, ফলের, খনিজ পদার্থ ইত্যাদি ব্যবসা শুভ হবে।
সিংহ রাশি+বর্তমানের এই অস্থিরময় পরিবেশেও আপনার মনের কিছু বিশেষ ইচ্ছা বাস্তবে রূপ পেতে পারে ।পারিবারিক অশান্তির জেরে গৃহ পরিবর্তন করার মানসিকতা তৈরি হবে, মাতৃ বিদ্বেষ, মায়ের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় মতবিরোধে সম্পর্কের শীতলতা। কর্মক্ষেত্রে বাধাধরা কর্ম করলে উর্দ্ধতনকর্তা ব্যক্তির সাথে মতবিরোধে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। খাদ্য দপ্তর পরিবহন সংস্থা কর্ম প্রশাসনিক ইত্যাদি কর্ম শুভ হবে
কন্যা রাশি-ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক ও তাদের দ্বারা জীবনে উন্নতি লাভ করার প্রচেষ্টা ।তবে বুদ্ধির ভুলে ভুল পদক্ষেপে বিপর্যয়ঘটতে পারে। ঐশ্বরিক চিন্তাভাবনা,পূজা অর্চনা ধর্মীয়ক্রিয়া-কলাপ এর মাধ্যমে মানসিক তৃপ্তি লাভ।কর্মে অবিচল নিষ্ঠা ও মাত্রাছাড়া পরিশ্রমে অতিরিক্ত চাপ সামলানো সত্ত্বেও যোগ্য সম্মান প্রাপ্তি অধরাই থেকে যাবে।
তুলা রাশি-মহিলারা কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন সেক্সুয়ালহ্যারাসমেন্ট এর সম্মুখীন হতে পারেন ।ব্যবসাক্ষেত্রে মোটামুটি, সম্মানীয়উচ্চপদস্থ ব্যক্তির সাথে লেনদেন হবে ,অংশীদারি ব্যবসা শুভ হবে। প্রেস প্রিন্টিং প্রকাশনা ওষুধের ব্যবসা ফটোগ্রাফার বিজ্ঞাপনের ইত্যাদি ব্যবসা শুভ হবে । অতিরিক্ত ভোগ জনিত বিলাসিতার কারণে স্বাস্থ্যহানি, থাইরয়েডজরায়ুকিডনিডায়াবেটিস ইত্যাদি রোগ ভোগ সংক্রান্ত সমস্যা হতে পারে।
বৃশ্চিক রাশি-গুরুজনেরাহঠাৎ করে আপনার প্রতি বিদ্বেষ মনোভাব সম্পন্ন আচরণ করবে তবে তাদের সাথে প্রকাশ্য মতবিরোধে যাবেন না। এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের স্বপ্ন আপাতত স্থগিত রাখুন। বাজারে যাওয়ার আগে মানিব্যাগটা সাবধানে রাখুন, পকেটমার থেকে সাবধান থাকুন। ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ ,তবে ব্যবসায় অর্থ বিনিয়োগসময় ইন্টারনেটের মাধ্যমে টাকা লেনদেনে্ করলে অত্যন্ত সতর্ক ভাবে লেনদেন করুন, হ্যাকার দ্বারা টাকা লোপাট হতে পারে।
ধনু রাশি-মাতা শারীরিক অসুস্থতা মানসিক দুঃখের কারন হবে, আর্থিক ব্যাপারে স্বাচ্ছন্দ থাকলেও অতিরিক্ত ব্যয় হয়ে যাবে আপনার মনের সাধ অপূর্ণ থেকে যাবে। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব মাধ্যমে সন্তানের বিবাহের যোগাযোগ আসবে, তবে শুভ হবে না। সমস্ত রকম তথ্যের সত্যতা যাচাই করে তবেই সিদ্ধান্তে আসবেন। আপনার যদি থাকে ঋণ পরিশোধ হবে , অপরকে টাকা দিলে ফেরত পাওয়ার আশা না রেখেই দিন।
মকর রাশি-ছোটখাট ব্যাপারে অল্পেই মাথা গরম করে গৃহপরিবেশ উত্তপ্ত করে ফেলবেন না, নিজেরই ক্ষতি। মায়ের সাথে অশান্তি মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভাল থাকবে না অপারেশন হতে পারে। আপনার সন্তানের সোশ্যালমিডিয়ার মাধ্যমে বিবাহের যোগাযোগ হবে ,ধার্মিক সৎ,শিক্ষিত উচ্চাভিলাষী স্ত্রী লাভ করবে ,তবে বর্তমান পরিস্থিতিতে আইনি বিবাহ যুক্তিসংগতহবে।রাজনৈতিক, প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিরা নিজেদের সম্মোহনী সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে পরিচিতি লাভ করতে পারেন।
কুম্ভ রাশি-মানসিক চাপে পড়ে বা কোন প্রকার কেলেঙ্কারির কারণে সামাজিক বিবাহ হতে পারে ,শারীরিক খুঁত যুক্ত পার্টনার লাভ ।কর্মের কারণে দূরবর্তী এলাকায় আপনাকে নিঃসঙ্গ থাকতে হতে পারে, কর্মস্থান পরিবর্তন হবে,। মনোচিকিৎসক,রাজনৈতিক দলের সাথে যুক্ত কাজকর্ম, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জল সরবরাহের সাথে যুক্ত কর্ম ইত্যাদি শুভ হবে ।জীবনে ছোটখাটো চোট-আঘাত, দুর্ঘটনা লেগেই থাকবে এবং নিজেকে ও পরিবারকে সংক্রমণ থেকে দূরে থাকুন, জীবাণুমুক্ত রাখুন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
মীন রাশি-শিল্পকলার সাথে বা হস্ত শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা অফুরন্ত সময়কে কাজে লাগিয়ে নেট যোগাযোগের মাধ্যমে নিজের কৃষ্টি কে তুলে ধরুন। ছোট ভাই বা বোনের থেকে উপহার সামগ্রী লাভে মানসিক প্রফুল্লতা।ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে , অযথা বিনিয়োগে যাবেন না। ফটোগ্রাফার প্রকাশনা প্রিন্টিং দালালি বিজ্ঞাপন এর ব্যবসা ইত্যাদি শুভ হবে ।কর্মক্ষেত্রে অনেক ঝড়-ঝাপটা সামলে,ধৈর্য, অধ্যবসায় ও আত্মত্যাগের পর সাফল্য লাভে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরে মানসিক তৃপ্তি।