মেষ রাশি–প্রচন্ড অমনোযোগিতার কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন,আপনার বহুমুখী প্রতিভা, উপস্থিত
বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারার জন্য হতাশা বৃদ্ধি। যে সকল বিদ্যার্থীরা প্রফেশনাল বা জব কোর্স
করছেন আপনারা সফলতা পাবেন।রাজনীতি ও আইনজীবীরা নিজ নিজ কর্মক্ষেত্রে পরিচালনা ও সাংগঠনিক
শক্তির জন্য উচ্চপদে প্রতিষ্ঠিত হতে পারেন।
কর্কট রাশি–বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের সদর্থক বার্তা পেতে পারে।
বিবাহ যোগাযোগ আসবে, তবে শুভ হবে না।সমাজে প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তির সাথে সহসা বচসার জেরে
শত্রুতার সৃষ্টি হওয়া থেকে সতর্ক থাকুন।
মিথুন রাশি–সুন্দর মানবিক মনের বিকাশ হবে, আত্মীয়-পরিজনদের সাথে সুসম্পর্ক থাকবে। লটারি ফাটকা মুলক
বিষয় থেকে অর্থ পেতে পারেন ,তবে অবৈধ কাজ কর্ম থেকে বিরত থাকুন। প্রতিরক্ষা বিভাগ ,খেলাধুলা, ডাক্তার
ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে ঝামেলা শত্রুতা থেকে সতর্ক থাকুন।
বৃষ রাশি– আকর্ষনীয় ব্যক্তিত্ব ও রুচিশীল, মাধুর্যপূর্ণ ব্যবহারে সহজেই অপরের মন জয় করে নিতে পারবেন।
কর্ম সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি পাবে ,কর্মের প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ মিলতে পারে। খেলাধুলা সাংবাদিকতা
এজেন্সি লেখালেখির ইত্যাদি কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা সদর্থক শুভ ফল পাবেন।
কন্যা রাশি–আপনার জীবনে বন্ধু-বান্ধব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ,তাদের সহচর্য ও সহমর্মিতায় সুখানুভূতি প্রাপ্তি।
আপনার সংযম ,ধৈর্য্য ,অধ্যাবসায় ও দীর্ঘ আত্মত্যাগের পর বিলম্ব হলেও সফলতা প্রাপ্তিতে স্বস্তির নিঃশ্বাস
ফেলবেন। কোন প্রকার চাপে বা কেলেংকারির কারণে অসবর্ণ বিবাহে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা।
সিংহ রাশি–মহিলাদের থেকে শত যোজন দূরে থাকাই শ্রেয়, কোনরকম প্ররোচনায় পা দিলে ফেঁসে যেতে পারেন।
ভাগ্য সুপ্রসন্ন থাকলে হঠাৎ করে গোপন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে যতই পরিশ্রম করুন না কেন উর্দ্ধতন
কর্মচারীর অসন্তুষ্টির শিকার হতে পারেন।
বৃশ্চিক রাশি–অচেনা মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, তাদের দ্বারা লাভবান হতে পারেন। সন্তানের
শারীরিক অসুস্থতা জনিত কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি কারণ হবে। সরকার, রাজনীতির উচ্চ পদাধিকারী,
ডাক্তার ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিরা যেকোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত ভাবনা-চিন্তা করে নেয়াই আপনার পক্ষে মঙ্গলজনক।
তুলা রাশি–সার্বিক ক্ষেত্রে যোগাযোগের পথ প্রশস্ত হবে, বাধা বিঘ্ন এর মধ্যে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
নার্সিং, কেমিক্যাল ,শিক্ষকতা ট্রেডিং জাতীয় কাজকর্ম বিশেষ শুভ হবে। মানসিক দৃঢ়তা ও আত্মসংযম বৃদ্ধি পাবে,
যোগ প্রাণায়াম প্রভৃতি চর্চার মাধ্যমে নিজের আত্মিক উন্নতির প্রচেষ্টা।
ধনু রাশি–জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই শুভ হবে। পেশাদার উকিল
শিক্ষক অধ্যাপক সেলসম্যান ইত্যাদি ব্যক্তিদের কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থবিরতার নিরসন হবে।অতিরিক্ত মেদ বৃদ্ধি
বা পেটের কোনো গোলযোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
কুম্ভ রাশি-বিদ্যার্থীরা শিক্ষার কারণে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে ,উচচশিক্ষায় সফলতা পাবে না।
অংশীদারি ব্যবসা মোটেও শুভ হবে না, অংশীদার দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনা। বর্ষীয়ান ব্যক্তিরা শারীরিক
ব্যাপারে অতি সতর্ক থাকুন ,অস্থি সন্ধির ব্যথা জনিত সমস্যা, পায়ের চোট-আঘাত ইত্যাদি সমস্যায় বিব্রত হবেন।
মকর রাশি–প্রেমজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি ও সুন্দর প্রেমের সম্পর্কে রসাস্বাদন অনুভব করতে পারবেন।
ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ ,খাদ্যদ্রব্য মিষ্টান্ন তরল পদার্থ ও কৃষিজ পণ্যের ব্যবসা বিশেষ শুভ হবে।সৎ পথে
অর্থ ব্যয় করার মানসিকতা, ধর্মীয় কাজে, সেবামূলক কাজে অর্থ দান করে মানসিক তৃপ্তি লাভ
মীন রাশি–কর্মক্ষেত্র কোন অবৈধ কাজ কর্ম থেকে বিরত থাকুন, অপযশ অপদস্ত হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে
কোন সরকারি কাগজপত্রের গোলযোগ সংক্রান্ত কারণে দুর্ভোগ ও হয়রানির শিকার হতে পারেন। চলাফেরায়
অবশ্যই সতর্ক থাকুন ,শারীরিক চোট-আঘাত ও রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা।