মেষ রাশি–-প্রেমেজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হবে, প্রেমে অশান্তি ও ঝামেলা দেখা দেবে।, প্রতিকূল পরিস্থিতিকে
অনুকূলে আনতে ক্রোধ নিয়ন্ত্রণ করুন। শিক্ষক, আইনজীবী অভিনয় জগত ইত্যাদি কর্মের যুক্ত ব্যক্তিদের শুভ,
সন্তোষজনক ফল পাবেন। সৎ গুরু লাভ ও দীক্ষা গ্রহণে মানসিক শান্তি।
মিথুন রাশি–ব্যবসাক্ষেত্রে যে ঝামেলা ও প্রতিবন্ধকতা ছিল, অশুভ প্রভাব কিছুটা হলেও কমবে। স্থায়ী ও সরকারি
কর্মে যুক্ত ব্যক্তিরা সতর্ক থাকুন, কর্ম ক্ষেত্রে যেকোনো মুহূর্তে নেতিবাচক মন্তব্য করে বিপদে পড়তে পারেন।
ক্রনিক রোগে ভুগতে পারেন , হৃদয় জনিত সমস্যা, নিউরোপেন ইত্যাদি রোগে বিব্রত থাকবেন।
বৃষ রাশি–যত্র আয় তত্র ব্যয়, সন্তান , নিজের ও পারিবারিক নানা কারণে প্রভূত অর্থ ব্যয়ে উদ্বিগ্ন বৃদ্ধি।
বিবাহিত জীবনে তিক্ততার সম্পর্কের অবসান ঘটবে, বন্ধুত্বপূর্ণ ও সুখকর দাম্পত্য জীবনে মানসিক শান্তি।
দাঁত সংক্রান্ত ও মুখগহবরের নানা সমস্যা দেখা দেবে ,বর্ষিয়ান ব্যক্তিদের হাড় ও নিউরো সমস্যা থাকবে।
কর্কট রাশি –যানবাহন ক্রয় করার ইচ্ছে থাকলে অবশ্যই কিনতে পারেন ,আজকের দিনটি বিশেষ শুভ।
পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার সাহায্যে উন্নতি করতে পারবেন।রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের
কর্মক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি–আর্থিক ক্ষেত্রে শুভ, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বকেয়া টাকা আপনি ফেরত পাবেন । নানা সমস্যা ও
বাধা বিঘ্নের মধ্য দিয়ে সুসন্তান লাভে মানসিক প্রফুল্লতা।
ক্রিয়েটিভ, অভিনয়, বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে আরও বেশি করে সুযোগ পাবে ও
গ্রহণযোগ্যতা বাড়বে।
কন্যা রাশি–গৃহে অশান্তিময় পরিবেশের অশুভ প্রভাব ক্রম হ্রাসমান হবে ,মানসিক শান্তি ফিরে পাবেন। সন্তানের
সাথে সম্পর্কের উন্নতি ও সন্তানের উন্নতিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।লেখালেখি কাজের সাথে যারা যুক্ত,
আপনার সৃজনশীল সুলেখনী সকলের মনোগ্রাহী হয়ে উঠবে।
তুলা রাশি–বাড়ীর নিকটবর্তী এলাকা থেকে শিক্ষামূলক বা বাহন সংক্রান্ত কোন কর্মের যোগাযোগ আসবে।
প্রতিবেশী দের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কৃষিজীবী, শ্রমজীবী,
জায়গা জমি ,ঘর বাড়ি ইত্যাদি কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ ইতিবাচক ফল পাবেন।
বৃশ্চিক রাশি*বিদ্যায় আগ্রহ-উদ্দীপনা থাকার জন্য সফলতা অর্জন করবেন, উচ্চশিক্ষার ব্যাপারে বিদেশি
যোগাযোগ বৃদ্ধি হবে। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকা ব্যক্তিদের মা-বাবা, গুরুজনদের সাথে যোগাযোগে
মানসিক শান্তি ফিরে পাবে। চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত কাজ কর্ম,বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরতদের বিশেষ
শুভ,।
মকর রাশি–-সময় আপনার অনুকূলে না থাকলেও আপনার শান্ত , ধৈর্যশীল মনোভাব আপনাকে প্রতিকূল
পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে অযথা মনোমালিন্য,
মতপার্থক্যে সম্পর্ক হানি ।বিনোদনমূলক, চলচ্চিত্র নির্মাতাদের জন্য দিনটি অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ
ভূমিকা নেবে,যা পরিচিতি লাভে সাহায্য করবে।
ধনু রাশি–সততা, আদর্শ ,ঈশ্বরের প্রতি ভক্তি পরায়ন মনোভাব থাকবে ,তবে অতিরিক্ত উচ্চাভিলাষী হলে
আশাহত হতে পারেন। সন্তানের কর্মক্ষেত্রে বিশেষ শুভ, প্রশাসনিক কর্মে যুক্ত থাকলে প্রশংসিত ও সুনাম বৃদ্ধি
পাবে। মেডিকেল, ওষুধ সংক্রান্ত কর্ম, ডাক্তার, খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিদের কর্ম ক্ষেত্রে নেতৃত্ব ও বুদ্ধিমত্তার
জন্য জনপ্রিয় হবেন।
কুম্ভ রাশি–আপনার সন্তানের কর্ম সূত্রে কোন উচ্চ অভিজাত পরিবারের সাথে বিবাহের যোগাযোগ আসার
সম্ভাবনা। প্রতিযোগিতামূলক কোন ব্যাপারে অংশগ্রহণ করলে সাফল্য পাবেন না। পুলিশ খেলাধুলা ডাক্তার
ইত্যাদি কর্মের সাথে যুক্ত থাকলে কর্মস্থলে সজাগ ও সচেতন থাকুন ,কোনো রকম ভুল বাক্য প্রয়োগে বিপত্তি ঘটতে
পারে।
মীন রাশি–সন্তান প্রাপ্তির সুখবর গৃহে উৎসবমুখ পরিবেশের সৃষ্টি হবে।রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি পাবে, আত্মনিয়ন্ত্রণ
না করতে পারলে হঠকারী সিদ্ধান্তে নিজেই ক্ষতির সম্মুখীন হতে পারেন।কনসালটেন্সি এডমিনিস্ট্রেটিভ, ব্যাংক,
ইত্যাদি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, বাধার মধ্যে প্রতিষ্ঠা প্রাপ্তি হবে।