মেষ রাশি–আয়ের মাত্রা ভালো থাকবে, প্রয়োজন মতো অর্থের যোগান থাকবেএমনকি বকেয়া অর্থ ফেরত পেতে
পারেন। কর্মক্ষেত্রে হতাশা ও নৈরাশ্য দেখা দেবে, সরকারী পদে দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতির
সম্মুখীন হবেন ও বিপর্যস্ত হবার সম্ভাবনা। স্টমাক সংক্রান্ত সমস্ত রকম সমস্যায় জর্জরিত হতে পারেন।
বৃষ রাশি–ফাটকা মূলক বিষয় থেকে অর্থলাভ হওয়ার সম্ভাবনা,।সহোদর ভাই বোনের কোনরূপ শারীরিক
প্রতিবন্ধকতাময় অবস্থা হতে পারে, দুর্ঘটনা জনিত বিপদ থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক
কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও বুদ্ধি বলে নিজেদের সামলে নিতে পারবেন।
মিথুন রাশি– সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। বিবাহিত জীবনে
অশুভ প্রভাব কমবে ও ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে।অত্যন্ত পরিবর্তনশীল মানসিকতা ও প্রবল বুদ্ধিমত্তার
জন্য অর্থাগমের নতুন পথ প্রশস্ত হবে, ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ শুভ হবে।
কর্কট রাশি–কর্ম ক্ষেত্রে বস বা কোন বয়স্ক কারও সাথে ইতিবাচক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন। শিক্ষক
অধ্যাপক ইত্যাদিতে নিযুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে সতর্ক থাকুন, আপনার কোন বিরুপ মন্তব্যে বিরূপ পরিস্থিতির
তৈরি হতে পারে । ব্যবসাক্ষেত্রে অংশীদারদের সাথে মতান্তর ও প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
সিংহ রাশি–আর্থিক বিশেষ শুভ,বিভিন্ন উপায়ে অর্থাগমের পথ প্রশস্ত হবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা
কর্ম ক্ষেত্রে নানা রকম বাধা সম্মুখীন হবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে চলা শত্রুতার
অবসানয় ঘটবে, শত্রুরা সাময়িকভাবে প্রশমিত হওয়াতে মানসিক স্বস্তি।
কন্যা রাশি–অর্থাগমের নিশ্চিত ক্ষেত্র তৈরি হবে, অচেনা ব্যক্তির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বর্তমান পরিস্থিতির
জন্য যারা কর্মক্ষেত্রে থেকে দূরে ছিলেন, পুনরায় কর্মক্ষেত্রে বহাল হবেন। ব্যবসা ক্ষেত্রে উল্টোপাল্টা সিদ্ধান্ত
নিয়ে ভুল বিনিয়োগ করে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা, আপাতত স্থগিত রাখুন।
তুলা রাশি–সহোদর ভাই বোনের সাথে সম্পর্কের তিক্ততার যে চোরা দ্বন্দ্ব চলছিল , আপনার প্রতি ইতিবাচক নতুন
মোড় নেবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরর অবাঞ্ছিত অপ্রত্যাশিতভাবে সমস্যার সম্মুখীন হবেন ,
নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ডায়াবেটিস পেশেন্ট,কিডনির সমস্যা থাকলে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে
বিপন্ন বোধ করবেন ,বিপদগ্রস্ত হতে পারেন।
বৃশ্চিক রাশি–পাড়া-প্রতিবেশীর মাধ্যমে, দূর থেকে বা ইন্টারনেটের মাধ্যমে বিবাহের যোগাযোগ আসতে
পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা।রাজনীতি ও শাসন বিভাগের সাথে যুক্ত ব্যক্তিরা বুদ্ধির
কুশলতার জন্য জনগণের কাছে সমাদৃত হবেন, জনগণকে নতুন করে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশি–বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে নানা গোলযোগ দেখা দিলেও অভিনয় ,ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, শেয়ারবাজার
ডাক্তার ইত্যাদি বিষয়ক বিদ্যালাভ শুভ হবে। উত্তরাধিকারসূত্রে কোন ব্যক্তির অর্থ প্রাপ্তি , বিমা সূত্রে অর্থ প্রাপ্তি
হওয়ার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে ভুলভাল টাকা ইনভেস্ট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, বিনিয়োগ এর কারণে
অংশীদারের সাথে মতবিরোধ।
কুম্ভ রাশি–বিদ্যার্থীদের পড়াশোনা শুভ হবেনা ,নানা প্রতিবন্ধকতার সৃষ্টি ও মানসিক উদ্বেগ বৃদ্ধি। দীর্ঘকালীন
ধরে চলা মামলার রায় আপনার বিপক্ষে যাবে ,নেতিবাচক বার্তায় হতাশা বৃদ্ধি । শারীরিক অসুস্থতা,
দুর্ঘটনাজনিত কারণে হস্পিটালিজেশন, চিকিৎসা ক্ষেত্রে প্রভূত অর্থব্যয়ের সম্ভাবনা।
মকর রাশি–বিবাহের যোগাযোগ আসবে ,তবে সতর্ক নাহলে পাত্র-পাত্রী সংক্রান্ত ভুল তথ্য দ্বারা প্রতারিত হতে
পারেন। ঝুঁকিপূর্ণ কোন কাজের উদ্যোগ নিয়ে সফলতা লাভের সম্ভাবনা। কোন সম্মানীয় প্রভাবশালী ব্যক্তির
সাথে অযথা বাকবিতন্ডতায় না জড়ানোই ভালো ,শত্রুতার সৃষ্টি হতে পারে।
মীন রাশি–সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা ,কর্মরতদের কর্মস্থলে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশের মানসিক
স্বস্তিবোধ।রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে, জনসাধারণের মন জয় করার ক্ষমতার
জন্য পরিচিতি লাভ। সুস্বাস্থ্য লাভ ও দীর্ঘদিন রোগভোগের পর রোগ মুক্তিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।