মেষ রাশি–মাতৃ স্থানীয় কারো কাছ থেকে গৃহস্থালির ব্যবহার্য উপকরণ প্রাপ্তিতে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক উন্নতি। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় সাফল্য লাভ ও মনের মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াতে মানসিক শান্তি। স্থানীয় এলাকায় কর্ম সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি হলেও ফলপ্রসূ হতে নানা বাধা–বিপত্তির সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি– বাসস্থান পরিবর্তন শুভ হবে, গৃহ সংস্কার জনিত কারণে অর্থ ব্যয় হবে। শিক্ষা ক্ষেত্র বিশেষ শুভ,সাংবাদিকতা ,হিসাব শাস্ত্র ,গনিত প্রভৃতি বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশেষ সাফল্য অর্জন করতে পারবে।কর্ম সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি হবে, সাংবাদিক লেখালেখি , এজেন্সি,বিজ্ঞাপন ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিরা ইতিবাচক ফল পাবেন।
মিথুন রাশি–ধর্মীয় বিষয় থেকেঅথবা অচেনা কোন ব্যক্তির সহায়তায় অর্থপ্রাপ্তি ঘটবে।অযাচিতভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। পুলিশ ,মিলিটারি প্রতিরক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে অতি সক্রিয় ও সাহসিকতার পরিচয় দেবেন, নেতৃত্বও কর্মশক্তির জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন।
কর্কট রাশি–শখ সৌখিন মানসিকতা, বিলাসীতার জন্য বাহন ক্রয় বা ফার্নিচারের পিছনে ব্যয় করতে পারেন।অতিরিক্ত চঞ্চল মানসিকতার জন্য বিদ্যার্থীদের শিক্ষায় ব্যর্থতা, শিক্ষার কারণে দুর গমনের সিদ্ধান্ত নিতে পারেন।চলাফেরার অবশ্যই সতর্ক থাকুন যেকোনো মুহূর্তে পায়ে বা হাতে চোট পাওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি–ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক ও তাদের সহচর্য লাভ আপনার উন্নতির পথ মসৃন হবে। একাধিক উপায়ে অর্থাগমের পথ প্রশস্ত হলেও বহু ব্যয় জনিত কারণে প্রায় হাত শূন্য অবস্থা,। চোখের সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না ,অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
কন্যা রাশি– অনেক দিনের পুরনো সমস্ত ঋণ পরিশোধ করতে পেরে মানসিক স্বস্তি বোধ। দীর্ঘদিন ধরে চলা মামলা–মোকদ্দমায় জর্জরিত ব্যক্তিরা আশাব্যঞ্জক শুভবার্তা পাবেন।কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা ও চক্রান্তকে ব্যর্থ করে বুদ্ধি বলে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে পারবেন।
তুলা রাশি–আর্থিক কারণে কোনো ব্যক্তির সাথে শত্রুতা হতে পারে, অর্থ চুরি হওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রেম ভালোবাসার ব্যাপারে আবেগপ্রবণ না হয়ে একটু বাস্তবতাকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।সৃষ্টিশীল, সৃজনধর্মী, বিনোদনমূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা অবশ্যই ভাগ্যের আনুকূল্য পাবেন।
বৃশ্চিক রাশি– গৃহে কোন মহিলা আত্মীয়ার আগমন ও প্ররোচনায় পরিবারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের থেকে শতহস্ত দূরে থাকুন ,চক্রান্তের শিকার হতে পারেন। ব্যবসাক্ষেত্রে মোটেই শুভ হবে না, অংশীদারি ব্যবসায় প্রতারণা ও আর্থিক ক্ষতির সম্ভাবনা।
ধনু রাশি–পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজনদের সাথে মতবিরোধ ও সম্পর্কের অবনতিতে মানসিক অস্থিরতা। বিভিন্ন উপায়ে যোগাযোগ বৃদ্ধি ও অর্থাগমের পথ প্রশস্ত হবে। কর্মরত সন্তানের নেতৃত্ব সুলভ ও সাহসী পদক্ষেপ গ্রহনে কর্মক্ষেত্রে খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
মকর রাশি–হঠকারী ও বেপরোয়া সিদ্ধান্তে প্রতিবেশীদের সাথে বিরোধে জড়িয়ে পড়ে হয়রানির শিকার হতে পারেন। অনিশ্চিত ও পরিবর্তনশীল আর্থিক অবস্থা থাকবে, অর্থের সঠিক মূল্যায়ন করুন।সৎ পথে অর্থ ব্যয় করার মানসিকতার জন্য অসহায় মানুষকে অর্থ দিয়ে সাহায্য করে মানসিক শান্তি লাভের প্রচেষ্টা।
কুম্ভ রাশি–গৃহ ভূমি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট ও পারিবারিক শান্তি ভঙ্গের কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি। গুপ্ত শত্রুতা থেকে অবশ্যই সতর্ক থাকবেন, মামলা–মোকদ্দমা ও ষড়যন্ত্র দ্বারা ক্ষতির সম্ভাবনা। দীর্ঘমেয়াদি ক্রনিক রোগ গ্রস্ত ব্যক্তিদের হয়রানির শেষ থাকবে না।
মীন রাশি–উদাসীন প্রকৃতির মানসিকতার জন্য প্রেমের ব্যাপারে মানসিক আকর্ষণ হারিয়ে ফেলবেন, ভালো বাসায় যত্নশীল হন। অতিরিক্ত চঞ্চল মানসিকতার জন্য লক্ষ্য পূরণে বাধার সৃষ্টিতে হতাশ হবেন। মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হোন, সতর্ক থাকুন।