মেষ রাশি-বাসস্থানের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে মাতা ও পারিবারিক সদস্যদের সাথে মতানৈক্য অশান্তি সম্পর্কের অবনতি। অতি বিচক্ষণতার কারণে অপরাধ মূলক প্রবণতা বর্জন না করলে বিপদে পড়তে পারেন। সন্তানের দাম্পত্য জীবনের অশান্তি আপনার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি-দেখেশুনে,বা বিজ্ঞাপনের মাধ্যমে আভিজাত্য পূর্ণ পরিবারের সাথে বিবাহের যোগাযোগ আসতে পারে তবে ফলপ্রসূ হতে বাধা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ও অতিরিক্ত পরিশ্রমে শারীরিকভাবে গলা,কিডনি, চোখের ইত্যাদি নানা অসুস্থতায় ভোগার আশঙ্কা। জনসাধারণ সম্পর্কিত কর্মে যুক্ত ব্যক্তিদের ভালো জনসংযোগ থাকবে ও সুনাম অর্জন করতে সক্ষম হবেন
মিথুন রাশি- নার্স, স্বাস্থ্য কর্মী, নীচুতলার শ্রম বিভাগের কর্মী, যারা স্থায়ী কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের শুভ সূচনা হবে। কোন কারণে কথা বলার সমস্যা, গলায়, দাঁত জনিত নানা সমস্যায় দুর্ভোগের শেষ থাকবে না। সন্তান সম্ভাব্য মহিলাদের চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন,মিসকারেজ হওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে।
কর্কট রাশি-বিলাসী, শিল্পী সুলভ, রোমান্টিক মনের মানুষ আপনি, অতিরিক্ত স্নেহ মমতা মাখানো প্রেমের কারনে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। বৈদেশিক ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি পাবে, বর্তমান পরিস্থিতিতে স্বপ্ন পূরন হওয়ায় বাধার সম্মুখীন হবেন। কর্ম ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রতিযোগিতা ভাবে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিলে সফল হবেন।
সিংহ রাশি-.জীবনের বিবিধ পরিবর্তন ঘটবে,। জন্মস্থান থেকে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য মানসিক দুশ্চিন্তা বাড়বে। সাংগঠনিক ক্ষমতা ও ব্যক্তিত্ব পূর্ণ নেতৃত্বে আপনার কাজ উচ্চ মহলে প্রশংসিত হবে, কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন।
কন্যা রাশি-কোন অচেনা ব্যক্তির থেকে আর্থিক ভাবে সাহায্য পেয়ে তার মানবিকতায় মুগ্ধ হবেন। কোন তোষামোদ কারী বন্ধুর প্ররোচনায় ভুল পদক্ষেপ নিয়ে বিপাকে পড়তে পারেন, সতর্ক থাকুন। ত্যাগমুলক মানসিকতা ,আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ ও দীক্ষা নেবার প্রবল সদিচ্ছা ।
তুলা রাশি-গৃহে ভাড়াটিয়ার সাথে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না, ঝামেলায় পরিবারের মানসম্মান হানি হবে। কর্ম রত মহিলারা অতিসতর্ক ভাবে চলাফেরা করুন, নির্যাতিতার সম্মুখীন হয়ে বদনামের ভাগীদার হতে পারেন। আর্থিক ক্ষেত্রে অস্থিরতা ও অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত কর্ম শুভ হবে।
বৃশ্চিক রাশি-প্রেমজ সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি পাবে, একনিষ্ঠ প্রেমে মানসিক প্রশান্তি লাভ। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, বিনয়ী,শ্রদ্ধা ও সম্মান করার মানসিকতার জন্য গুরুজনদের ও পিতার সহিত সুসম্পর্ক থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চ পদস্থ অফিসার হলে কর্ম ক্ষেত্রে পরিবর্তন ও মান সম্মান ক্ষুন্ন হবার সম্ভাবনা।
ধনু রাশি -স্থান পরিবর্তনের জন্য আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে দূরত্ব সৃষ্টি ও মানসিক অবসাদ। নিজের দুর্বলতা গুলো কে সংশোধন করে সকলের সাথে মন খুলে মিশুন, সহজেই একাকিত্ব দূর হবে। ব্যবসা ক্ষেত্রে অস্থিরতা ও প্রতিদ্বন্দ্বীতার কারণে মানসিক চাপ বৃদ্ধি, তাড়াহুড়ো করে অধিক বিনিয়োগের পথে হাঁটবেন না।
মকর রাশি- ইন্টারনেটের বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহের যোগাযোগ হবে, তবে কথাবার্তা কার্যকারী হতে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। আত্মীয়-স্বজনদের ভরন পোষন করেও তাদের অমানবিক আচরনে মানসিক যন্ত্রণা, নিঃসঙ্গতায় ভুগবেন। ব্যবসায় অচলাবস্থা কেটে কিছুটা আশার আলো দেখতে পাবেন, অংশিদার দ্বারা উপকৃত হবেন।
কুম্ভ রাশি -সৎপথে অর্থ ব্যয় করার মানসিকতা, দুঃস্থ অসহায় মানুষদের আর্থিক সাহায্য করে সামাজিকভাবে প্রশংসিত হতে পারেন। অনলাইনে আর্থিক লেনদেনের সময় অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবেন, না হলে দেউলিয়া হয়ে যাবার সম্ভাবনা। কর্মরত সন্তানের কর্ম ক্ষেত্রের পরিবেশে অশান্তির বাতাবরণ, ওপর মহলের হস্তক্ষেপে বদলির সম্ভাবনা।
মীন রাশি-বয়সে বড় বা গুরু স্থানীয় কারও প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন।অকারণ মানসিক দুশ্চিন্তার জন্য নানা শারীরিক সমস্যা দেখা দেবে, ইএনটি সমস্যা, চোখের সমস্যা মহিলাদের গাইনি সমস্যায় ভোগার আশঙ্কা ।শিল্প সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক কোনোকিছুর চিন্তাভাবনা, তবে ফলপ্রসূ হতে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।