মেষ রাশি–পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক সুদৃঢ় বন্ধন, পিতৃ-মাতৃ সহচর্যে সাংসারিক সুখ-সমৃদ্ধি বৃদ্ধি।
রাজনীতি, আইন, ধর্ম ,দর্শন ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করা ,বিদ্যার্থীরা শুভ ফল পাবে। ব্যবসা ক্ষেত্রে
অত্যন্ত শুভ, ব্যবসায় প্রসারলাভ ,খাদ্য দ্রব্য, পরিবহন, পোল্ট্রি কফি চা ইত্যাদি ব্যবসা শুভ হবে।
বৃষ রাশি–আত্মীয়স্বজন প্রতিবেশীদের সাথে দূরত্ব বজায় রাখাই আপনার পক্ষে হিতকর হবে। সব ব্যাপারে আগ্রহী
ও উদ্যমী মানসিকতার জন্য নিজ প্রচেষ্টায় সাফল্য লাভ। কোন গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেলার কারণে হওয়া
কাজ না হওয়ায় মানসিক হতাশা বৃদ্ধি।
মিথুন রাশি–গৃহে দীর্ঘকালীন কোন আত্মীয়ের উপস্থিতিতে বিরম্বনা শেষ থাকবে না ।আর্থিক কারণে কোনো
ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হলে আপনি সতর্ক থাকুন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। জনসাধারণ সম্পর্কিত কর্মের
সাথে যুক্ত থাকলে ভালো জনসংযোগ বৃদ্ধি হবে,কর্মক্ষেত্রে সুনাম ও গ্রহণযোগ্যতা বাড়বে।
কর্কট রাশি–আপনার সন্তান উচ্চশিক্ষা ও গবেষণার সাথে যুক্ত থাকলে সফলতা পাবে। বন্ধু ও পরিচিতের
মধ্যে সুসম্পর্কের ঘাটতি ও মানসিকয় প্রগাঢ়তার অভাব অনুভূত হবে। প্রতিযোগিতাপূর্ণ ও পরিশ্রমী মানসিকতার
জন্য শারীরিক দুর্বলতা , বাধা-বিপত্তি কে অগ্রাহ্য করে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি।
সিংহ রাশি– আরাম প্রিয় ,শখ সৌখিনতা ও বিলাসিতার প্রতি আগ্রহ বাড়বে।শিল্পকলা ও খেলাধুলার সাথে যুক্ত
ব্যক্তিদের কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্য, প্রচার ও প্রসার বৃদ্ধি হবে। সন্তান কর্মক্ষেত্র নানা রকম ঝামেলা অশান্তি
ও ঊর্ধ্বতন কর্মচারী দ্বারা হেনস্তার শিকার হতে পারে।
কন্যা রাশি–মাতৃসুখলাভ হবে, ভাগ্যের আনুকূল্যে মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। রাগ ও উত্তেজনা বৃদ্ধি
হবে, হঠকারিতা পরিহার করুন, ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদগ্রস্থ হতে পারেন।সন্তানের কর্মের যোগাযোগ বৃদ্ধি হলেও
আশাব্যঞ্জক কোন ফল পাবে না, কর্মরতদের ঝামেলা অশান্তি হয়ে বদলির সম্ভাবনা।
বৃশ্চিক রাশি–চঞ্চলতা ও অমনোযোগিতা বৃদ্ধির কারণে সন্তানের বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন , সাময়িক ছেদ হতে
পারে। পার্টনারের দূরবর্তী অঞ্চলে অবস্থিতির কারণে দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে মানসিক দূরত্বের সৃষ্টি ।
সেলস মার্কেটিং, হিসাবরক্ষক, প্রিন্টিং, দালালি ইত্যাদি কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ শুভ।
তুলা রাশি–গৃহ পরিবেশে সুখ-শান্তি থাকলেও সামান্য কারণে গুরুজনের সাথে মতবিরোধ দেখা দেবে ।
স্থানীয় এলাকা থেকে প্রেমের সম্পর্ক শুভ হলেও গুরুজনের আপত্তির কারণে মতান্তর ও মানসিক অশান্তি।
অংশীদারি ব্যবসা শুভ হবে না ,আর্থিক প্রতারণার শত্রুতার সম্ভাবনা। তবে লোহা, ধাতব পদার্থের ব্যবসা
বিশেষ শুভ হবে।
ধনু রাশি–গৃহ সংস্কার, বাহন বা ফার্নিচার এর পেছনে অযথা ব্যয় জনিত কারণে আর্থিক সমস্যা দেখা দিতে
পারে।অধ্যাপক, শিক্ষক, সাংবাদিকতা আইন ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সম্মানিত হবেন, গ্রহণযোগ্যতা
বাড়বে। চলাফেরায় অতিরিক্ত সতর্ক হোন, দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, জলাশয় থেকে দূরে থাকাই আপনার
জন্য মঙ্গলকর।
মকর রাশি–গৃহ পরিবেশে অতিথি আগমনে উৎসবের মেজাজ ও আনন্দ মুখর হয়ে উঠবে। বাড়ি থেকে চলে গিয়ে
বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহিত জীবনের চরম অশান্তির কারণে ছেদ দেখা দেখা দেবে। ওষুধ কেমিক্যাল
যানবাহন ইঞ্জিনিয়ার কম্পিউটার পোল্ট্রি ইত্যাদি কর্ম সংক্রান্ত যুক্ত ব্যক্তিরা ইতিবাচক সাফল্য পাবেন।
কুম্ভ রাশি–ভুল করেও কাউকে অর্থ ধার দেবেন না, প্রাপ্য অর্থের ফেরতের আশা কম। সন্তানের কর্মস্থলে নানা
রকম ঝামেলা অশান্তি, উর্দ্ধতন কর্মচারীর অসহযোগিতা ও ষড়যন্ত্রের শিকার হতে পারে।প্রতিযোগিতামূলক
ব্যাপারে সফলতা, দীর্ঘদিন ধরে চলা মামলা-মোকদ্দমায় জয়লাভের ইতিবাচক বার্তা মিলবে
মীন রাশি–বাড়ির কাছাকাছি এলাকা থেকে বিবাহের যোগাযোগ শুভ হবে না ,ভুল তথ্য দ্বারা প্রতারিত হতে
পারেন। অভিনয়, শিল্প কলা ইত্যাদি আপনার প্যাশন হলে পেশা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন।
পূজা ও ধর্মীয় কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রব্য সামগ্রীর কর্মে যুক্ত থাকলে বিশেষ সুফল পাবেন।