মেষ রাশি-বর্তমান অচলাবস্থার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ এলেও স্বপ্ন পূরণে বাধার কারণে মানসিক হতাশা । সন্তানের কর্ম লাভের সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রের পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকায় প্রশান্তি লাভ। পুলিশ প্রতিরক্ষা,শাসন বিভাগ রাজনীতি ইত্যাদি ঝুঁকিপূর্ণ কর্মে আপনার নেতৃত্ব সুলভ মানসিকতার জন্য সকলের সমীর আদায় করতে পারবেন।
বৃষ রাশি- অপরকে অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকুন, মানসিক দ্বন্দ্বে পড়ে ভাতৃ স্থানীয় করো সাথে শত্রুতা তৈরি হতে পারে।ব্যবসাক্ষেত্রে ধীরে ধীরে প্রসার লাভ হবে, বেকারি, খাদ্যদ্রব্য, ঔষধ সংক্রান্ত ব্যবসা শুভ হবে। অলৌকিক আধিভৌতিক ব্যাপারে আগ্রহ বৃদ্ধি ও আধ্যাত্মিক পথে মানসিক প্রশান্তি লাভ।
মিথুন রাশি-পরিবারের রোগ ভোগ ইত্যাদি নানা কারণে অযথা অর্থের অপচয়।বিনোদনমূলক ও বিভিন্ন ফটকা মুলক বিষয় থেকে অর্থলাভ হবার সম্ভাবনা ।কর্মরতদের কর্ম ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, কর্ম স্থলে উন্নতিতে বাধা বিঘ্ন নানা ঝামেলা , শত্রু মনোভাবাপন্ন উর্দ্ধতন কর্মচারীর হস্তক্ষেপে বদলি হতে পারেন
কর্কট রাশি-বিদ্যার্থীদের শিক্ষায় নানা রকম যোগাযোগ বৃদ্ধি পাবে ,রাজনীতি, সাহিত্য, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিদ্যা ইত্যাদি নিয়ে পড়াশোনা করলে শুভ হবে। আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, কর্মক্ষেত্রে শত্রুপক্ষের নানা উৎপীড়ন সত্ত্বেও আপনার দক্ষ পরিচালন ক্ষমতার জন্য জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি – বর্তমানে পারিপার্শ্বিক মানুষের সাথে অতিসতর্ক হয়ে মেলামেশা করুন,নৈলে বিপদে পড়বেন। বিবাহিত জীবনে হঠাৎ করেই পার্টনারের প্রতি দৃষ্টি ভঙ্গির পটপরিবর্তন হবে, সন্দেহ বাতিকগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে ব্যবসার অগ্রগতির ব্যহত হতে পারে, অংশীদারদের অসহযোগিতা বাড়তে পারে, সতর্ক থাকুন।
কন্যা রাশি-সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কারণে আত্মীয়-স্বজন প্রতিবেশীদের ভুল পরামর্শে চললে প্রতারণার শিকার হবেন। বিদারথীদের পারিবারিক অশান্তি ময় পরিবেশের জন্য শিক্ষায় বাধা বিঘ্নের সম্মুখীন হবে, শিক্ষাকেন্দ্রের পরিবর্তনের সিদ্ধান্ত। কর্মরতদের কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ থাকলেও উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে শত্রু পক্ষকে পরাজিত করতে পারেন।
তুলা রাশি-সন্তানের উচ্চশিক্ষায় সফলতা প্রাপ্তি হবে ,তবে গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে বিলম্বে সফলতা। খেলাধুলা ও শরীরচর্চা ও মার্শাল আর্টের সাথে যুক্ত ব্যক্তিদের মনে কিছুটা আশার সঞ্চার হবার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে হঠাৎ করেই কর্মী অসন্তোষের মুখে পড়তে হবে , ঋণ প্রাপ্তিতে বাধা।
বৃশ্চিক রাশি- মাতৃস্নেহ ফিরে পাবেন, গৃহ পরিবেশের দমবন্ধ অবস্থার পরিবর্তন হবে, মানসিক স্বস্তি বোধ। বিদ্যারথীরা নেট ব্যবস্থার মাধ্যমে চাকরী সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা দিলে সুফল পাবেন। ভুল পদক্ষেপ থেকে দূরে থাকুন, দুর্নীতি ও প্রতারণার মুলক কর্মে যুক্ত হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।
ধনু রাশি-ভাগ্য লক্ষ্মীর সহায়তা লাভে ধন্য হতে পারেন, অনায়াস লব্ধ ধন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের কর্তব্যের গাফিলতির কারণে ওপর মহলের কুনজর থেকে সতর্ক থাকুন। বন্ধুরা আপনার কর্ম জীবনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে।
মকর রাশি- বর্তমান অচলাবস্থাময় পরিস্থিতিতে আর বাড়িতে দীর্ঘ সময় ধরে থাকা জ্ঞাতি বা আত্মীয়ের উপস্থিতিতে বিড়ম্বনায় পড়তে পারেন। আর্থিক ব্যাপারে শুভ, অর্থ স্বাচ্ছন্দ্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে সখ ও বিলাসীতার পেছনে অর্থ ব্যয়ে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। বিনোদনমূলক কর্মে যুক্ত ব্যক্তিদের কোন গোপন তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা ,সামাজিক মান-সম্মান হানি ও হয়রানির শেষ থাকবে না।
কুম্ভ রাশি-বিবিধ কারণে জীবনযাত্রার মানচিত্র বদলে যেতে পারে, নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে যাবেন। বিদেশ যাত্রার শুভ সুযোগ হাতছাড়া হওয়ার আফসোসের শেষ থাকবে না। পারিবারিক ব্যবসা থাকলে পিতার সাথে মতানৈক্য ও ঝামেলার কারণে অযথা সম্পর্কের অবনতি
মীন রাশি-একাধিক গৃহ স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা। মহিলাদের শারীরিক ত্রুটি জনিত কারণে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রাপ্তি। আপনার ধৈর্য ও অধ্যবসয়ী মানসিকতার জন্য বিলম্ব হলেও কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।