মেষ রাশি-অশুভ প্রেমজ সম্পর্কে জড়াবেন না, নাটুকে প্রেম-ভালোবাসার শিকার হয়ে প্রতারিত হতে পারেন। গৃহে কোন প্রবীণ পিতৃস্থানীয় গুরুজনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ বৃদ্ধি ও মানসিক দুশ্চিন্তা। ঈশ্বরের প্রতি ভক্তি ,পূজা-পার্বণে মন থাকলেও আত্ম প্রতারণামূলক আচরণ দেখা দিতে পারে, মানসিক দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভুল পদক্ষেপকে প্রশ্রয় দেবেন না।
বৃষ রাশি-বিবাহিত জীবনে সুখ শান্তি ও মধুর সুসম্পর্ক থাকবে, বিবাহে শ্বশুরবাড়ির সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা ।সন্তানের শারীরিক নানা সমস্যা দেখা দেবে ,লিভার ইএনটি জনিত সমস্যা, হাটু পায়ে ব্যথা জনিত সমস্যা দেখা দেবে।বর্তমানে কর্মরতদের কর্মস্থলে সুনাম বৃদ্ধির কারণে ইচ্ছাকৃতভাবে শত্রুতা ও ষড়যন্ত্রের দ্বারা কেউ ক্ষতি করতে পারে।
মিথুন রাশি-প্রেমজ সম্পর্ক থেকে দূরে থাকাই মঙ্গলজনক, আর্থিক প্রতারণা ও মানসিক নৈরাশ্য বৃদ্ধি। বিবাহ সম্পর্কিত সমস্ত রকম যোগাযোগ আপাতত বন্ধ রাখাই শুভ হবে।কর্মক্ষেত্রে প্রতিবাদী মনোভাবে নানা ঝামেলা ও শত্রুতা সৃষ্টি, বদনামের ভাগিদার হতে পারেন।
কর্কট রাশি-শত্রুরা যতই বলশালী হোক না কেন, আপনাকে বিপাকে ফেলার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। প্রতিযোগিতামূলক মানসিকতার জন্য আইন প্রশাসনের সাথে কাজকর্মে যুক্ত ব্যক্তিরা নেতৃত্ব শক্তির জন্য অগ্রগতি ও জনপ্রিয় অর্জন করবেন। শরীরের জলীয় অংশের পীড়া, বাতজ বেদনা ও অতিরিক্ত মেদ জনিত সমস্যায় ভুগতে পারেন
সিংহ রাশি-দীর্ঘদিন ধরে চলা মামলা-মোকদ্দমায় কোন আশাব্যঞ্জক সমাধানের পথ পেতে পারেন। পবিত্র ও একনিষ্ঠতার প্রেম হলেও তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কোনো রকম গুপ্ত শত্রুতার হাত থেকে সতর্ক থাকুন ।ওষুধ ,পেট্রোল সংস্থায় কর্ম, কেমিকাল, খাদ্যদ্রব্য সংস্থায় ইত্যাদি কর্মেরত ব্যক্তিদের কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারেন।
কন্যা রাশি-বর্তমান পরিস্থিতিতে বিদ্যার্থীরা শিক্ষা বিষয়ক কিছু আশাব্যঞ্জক শুভবার্তা পেতে পারেন। সামান্য বাধা হলেও বাহন কেনার ইচ্ছা থাকলে ক্রয় করতেই পারেন। স্বল্প পরিশ্রমে অধিক আয়ের দিকে আগ্রহ বৃদ্ধি,। সাংবাদিকতা ,আইন ,প্রিন্টিং এজেন্সি ইত্যাদি বুদ্ধিদীপ্ত কর্মের সাথে যুক্ত থাকলে কর্মক্ষেত্র দূরদৃষ্টির পরিচয় দেবেন।
তুলা রাশি-অকারনে বীরত্ব প্রদর্শন করতে গেলে নিজেই ফেঁসে যাবেন। বিবাহিত জীবনে অকারন সন্দেহ গ্রস্থতা দেখা দেবে,তৃতীয় ব্যক্তিকে ঘিরে চরম অশান্তি, সম্পর্কের তিক্ততা বাড়বে। বিনোদনমূলক ও রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের কর্মসংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি হবে ,প্রচারে মধ্যে থাকবেন।
বৃশ্চিক রাশি-পিতা বা কোন অচেনা ব্যক্তির দ্বারা আর্থিকভাবে সহায়তা লাভে উপকৃত হবেন। প্রেমের ব্যাপারে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মাথা গরম ও সম্পর্ক ছেদ হবার সম্ভাবনা । আমদানি ও রপ্তানি কাজের সাথে যুক্ত ব্যক্তিদের প্রসার লাভ ও আর্থিকভাবে বিশেষ শুভ ফল পাবেন।
ধনু রাশি-মিতব্যায়ি , কৃপন ও সঞ্চয়শীল মানসিকতার হলেও আর্থিক সাফল্যে বাধার সম্মুখীন হবেন।গুপ্তবিদ্যায় আগ্রহ বৃদ্ধি হবে, তবে মনের মধ্যে কোনো কুবুদ্ধি , কপটতা, চতুরতাকে আশ্রয় দেবেন না।কর্ম ক্ষেত্রে নিজের অজান্তে কোন দুর্নীতিমূলক ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা, রেহাই পেতে অবশ্যই সতর্ক থাকুন।
মকর রাশি-ভাড়া সংক্রান্ত ব্যাপার নিয়ে ভাড়াটিয়াদের কোনরকম প্ররোচনায় পা দিলে বিপদগ্রস্থ হতে পারেন। সুন্দর,সহজ সরল ,রোমান্টিক প্রেমেও হঠাৎ করে ছন্দপতন ঘটতে পারে, তবে হতাশ হবেন না।অভিনয় শিল্পকলা প্রভৃতি বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের প্রচার ও প্রসার লাভ।
কুম্ভ রাশি-অকল্পনীয় কোন বড় সুযোগ এসে উপস্থিত হতে পারে, কোনো অচেনা ব্যক্তির আনুকূল্য পাবেন।আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন, যদিও অর্থ সঞ্চয় বাধা , খেলাধুলা ও প্রতিযোগিতামূলক ব্যাপারে ইতিবাচক সাফল্য পাবেন, যা আপনাকে সাময়িক স্বস্তি দেবে।
মীন রাশি-সততা ,কর্মদক্ষতা ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের কারণে সমাজে অনুগত ব্যক্তির দ্বারা পরিবেষ্টিত থাকবেন ও সকলের কাছে সম্মানের পাত্র হবেন। ওষুধ সংক্রান্ত ,ফিজিওথেরাপি, খেলাধুলা, ফাটকা মূলক বিষয়ে বিশেষ সফলতা ও অনুকূল পরিবেশ থাকবে। জীবনীশক্তি ভালো থাকলেও চোট-আঘাত, অগ্নি জনিত দুর্ঘটনা থেকে অবশ্যই সতর্ক থাকুন, অবহেলা করবেন না।