মেষ রাশি–প্রচন্ড মানসিক অস্থিরতার কারণে উপস্থিত বুদ্ধি থাকা সত্ত্বেও সিদ্ধান্তহীনতায় ভুগবেন। বাড়ীর নিকটবর্তী এলাকায় কর্ম লাভের সম্ভাবনা, শিক্ষামূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের শুভ,নাম যশ বৃদ্ধি। তন্ত্র ,যোগ, সম্মোহনবিদ্যা প্রভৃতি চর্চায় আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পারদর্শিতা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি– মায়ের থেকে অর্থলাভ হবে, জমি জায়গা, বাড়ি ,বাহন , সম্পত্তি সংক্রান্ত অর্থ উপার্জন ও পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি।উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যাপারে যোগাযোগ বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা ও স্বস্তি বোধ। কনিষ্ঠের প্রতি কর্তব্য পরায়ন হবেন, তবে অতিরিক্তি আত্ম গর্বের কারণে প্রতিবেশীদের সাথে আত্মীয়–স্বজনের সাথে বনিবনা হবে না।
মিথুন রাশি– সুন্দর মানবিক মনের বিকাশ ঘটবে, পরিবারের সদস্যদের সাথে সু–সম্পর্কে মানসিক শান্তি।পরিবার বা নিজের শারীরিক অসুস্থতা জনিত কারণে অর্থের অপচয়ে দুশ্চিন্তা বাড়বে। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা সাহসী,নেতৃত্ব ,উদ্যমী মানসিকতার জন্য কর্মক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করবেন।
কর্কট রাশি– সম্পত্তি –বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন কোন ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। হিসাবী ,অতি সাবধানী ও সন্দেহপ্রবণ মানসিকতার জন্য পরিবারের সদস্যদের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। ব্যবসা ক্ষেত্রে আর্থিক লেনদেন করতে পারেন, তবে অধিক বিনিয়োগের পথে হাঁটবেন না।
সিংহ রাশি*- জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরে চলা মামলা–মোকদ্দমায় নেতিবাচক ফলাফলে মানসিক হতাশা বৃদ্ধি।বন্ধু ও পরিচিতের মধ্যে সুসম্পর্ক থাকবে ও তাদের সহায়তা লাভে উপকৃত হবেন।ভুল করেও কোনো ব্যক্তিকে অর্থ ধার দেবেন না, অর্থ ফেরত পেতে হয়রানি হবেন।
কন্যা রাশি–সন্তানসম্ভবা মহিলাদের বাধাবিপত্তি সত্ত্বেও সন্তান প্রাপ্তিতে আশানুরূপ মানসিক প্রফুল্লতা। ফাটকা মুলক বিষয় থেকে প্রাপ্তির সম্ভাবনা ও মানসিক স্ফূর্তি।স্বাস্থ্য বিষয়ক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে ক্লান্তি ও মানসিক অবসাদ।
তুলা রাশি–ছোট ভাই বোন ও আত্মীয়দের প্রতিপালন করা সত্ত্বেও তাদের অমানবিক ব্যবহার মনোকষ্টের কারণ হবে। কর্মের জন্য বিজ্ঞাপন বা প্রফেসনাল কোর্স করা ব্যক্তিরা ইতিবাচক সাড়া পাবেন। আপনার সন্তান রাজনীতি ও সাংবাদিকতার সাথে যুক্ত কর্ম করলে বিশেষ যশ প্রাপ্তি হবে।
বৃশ্চিক রাশি–দীর্ঘদিন পর পিতা মাতার সহচর্য লাভ ও গৃহ পরিবেশে উৎসবের মেজাজ। কর্মের ব্যাপারে বিদেশি যোগাযোগ হওয়ার সম্ভাবনা সত্বেও বর্তমান পরিস্থিতিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সজাগ থাকুন,ফুড পয়জন জনিত সমস্যায় পড়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা।
ধনু রাশি– বিবাহিত জীবনে পার্টনারের আত্মসর্বস্ব ও শত্রুরূপ আচরনে প্রবল মানসিক চাপ ও হতাশা বৃদ্ধি। অনৈতিক ক্রিয়া–কলাপ মাধ্যমে বা মৃত্যু সূত্রে অর্থ লাভের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে ভুল বিনিয়োগে অর্থ–হানির সম্ভাবনা, অংশীদারের ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সতর্ক থাকুন।
মকর রাশি–নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন করলেও বেহিসেবি খরচে অর্থ সংকট দেখা দিতে পারে।বর্তমানের অদ্ভুত অচল অবস্থার মধ্যেও চাপের মুখে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বাড়ীর নিকটবর্তী এলাকায় সন্তানের কর্ম সংক্রান্ত যোগাযোগ ঘটতে পারে।
কুম্ভ রাশি– ঝোকের মাথায় প্রেম করা থেকে বিরত থাকুন, প্রতারিত হয়ে সামাজিক মান সম্মান হানি ,সন্তান রাজনৈতিক ও প্রশাসনিক কর্মে যুক্ত থাকলে কর্মস্থলে সাফল্য ও যশ লাভ হবে। কোন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে চিন্তাভাবনা করে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে।
মীন রাশি– কোন মহিলা অতিথির আগমন ও প্ররোচনায় গৃহ পরিবেশে অশান্তির বাতাবরন। অতিরিক্ত মানসিক অস্থিরতার কারণে প্রেমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভুল পদক্ষেপ গ্রহণ পরিহার করুন,নইলে পস্তাবেন। ব্যবসা ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা হলেও শুভ প্রভাব বৃদ্ধি পাবে, আশাব্যঞ্জক হবে।