মেষ রাশি -হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন ,প্রচন্ড চঞ্চল মানসিকতার কারণে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ।বাড়ির কাছাকাছি থেকে সন্তানের বিবাহের যোগাযোগ আসলে শুভ হবে ।ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হবে ,বর্তমানে ওষুধ ,খাদ্যদ্রব্যের ব্যবসা, মৎস্যজাত, জলজ দ্রব্যের ব্যবসা শুভ হবে।
বৃষ রাশি-কথায় রাশ টানুন, আপনার অসংলগ্ন কথাবার্তায় কারো মনে আঘাত দিয়ে ফেলে অনুশোচনায় পড়তে পারেন। দৈব দুর্বিপাকে গুপ্ত শত্রুতার শিকার হয়ে আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা। কর্মরতরা কর্মের কারণে আত্মত্যাগ করতে হতে পারে, দূরবর্তী এলাকায় বদলি হওয়ার কারণে নিঃসঙ্গতায় ভুগবেন।
মিথুন রাশি-বেপরোয়া মনোভাব বর্জন করুন ,কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পার্টনারের রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকুন, শারীরিক চোট আঘাত লাগার সম্ভাবনা, তবে শ্বশুরবাড়ি থেকে আর্থিক আনুকূল্য পেতে পারেন। একাধিক ব্যবসার সাথে যুক্ত থাকলে, বুঝেশুনে বিনিয়োগ করুন, আপনার ভুল পদক্ষেপে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা
কর্কট রাশি-সন্তানের শিক্ষা ক্ষেত্রে প্রচণ্ড বাধা বিঘ্নের সৃষ্টি হওয়ায, মানসিক চাপে থাকবেন। তবে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করলে শুভফল পাবে। প্রেমজ সম্পর্কে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট ও স্থানীয় এলাকায় অবৈধ সম্পর্কে জড়িয়ে প্রতারণার শিকার থেকে সতর্ক থাকুন। ব্যবসাক্ষেত্রে কিছুটা উন্নতি ও ধীরে ধীরে ব্যবসার পরিমাণ বৃদ্ধি হবে। অধিক লাভের আশায় অধিক বিনিয়োগ শুভ হবে না।
সিংহ রাশি-প্রচন্ড উদ্ধত ও উগ্র মনোভাবের জন্য জমি জায়গা নিয়ে মাতুল বংশের সাথে ঝামেলা ঝঞ্ঝাটে সম্পর্কের অবনতি। প্রেমের সম্পর্ক থেকে শতহস্ত দূরে থাকুন কোনরকম নিচতা নোংরামির শিকার হয়ে প্রতারিত হবেন, সামাজিক মান সম্মান হানি । কর্মরতরা কর্মক্ষেত্রে দূরদর্শিতা ও দক্ষতার জন্য মান-সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে।
কন্যা রাশি-ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমে শিক্ষা মূলক টেকনিক্যাল কোর্স করলে সুফল পাবেন। অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে ব্লাকমেইলের শিকার হবেন, সামাজিক বদনামের ভাগিদার হতে পারেন। ব্যবসা বাণিজ্যের গ্রাফ অত্যন্ত ধীর গতি, বর্তমান পরিস্থিতিতে কোন পুরোনো ব্যবসার পাশাপাশি নতুন বিকল্প ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশি-প্রেমজ সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্ররোচনায় অযথা মাথা গরম করে ভুল বোঝাবুঝি হয়ে অশান্তির সৃষ্টি। সন্তানের শারীরিক দুর্ঘটনাজনিত অসুস্থতা, অস্বাভাবিক যন্ত্রণাদায়ক ব্যাধির প্রকোপ, হজমের সমস্যা ইত্যাদি নানা রোগ ভোগ থেকে সতর্ক থাকুন। কর্মরতরা কর্মক্ষেত্রে নানা দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিলেও যোগ্যতা অনুযায়ী সুনাম না পাওয়ায় মানসিক হতাশা বৃদ্ধি।
বৃশ্চিক রাশি-আপনার বাক সংযমী শান্তশিষ্ট মানসিকতার জন্য শত্রুরা আরো বেপরোয়া হয়ে উঠবে, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে ।ভাগ্য সুপ্রসন্ন থাকলে হঠাৎ করে ফাটকা ব্যাপার থেকে লাভ হবার সম্ভাবনা। সন্তানের কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, তবে গোপন কোনো ক্রিয়া-কলাপ এর সাথে নিজেকে জড়িয়ে বিপদগ্রস্ত হতে পারে।
ধনু রাশি -প্রেমজ সম্পর্ক নিয়ে পারিবারিক মতানৈক্যের ফলে অশান্তি বৃদ্ধি পাবে, প্রেমে সফলতা অধরা থাকবে।পার্টনার আত্মসর্বস্বতা ও অতি চতুর মানসিকতার হবে ।একাধিক মেলামেশার কারণে বিবাহিত জীবনে অশান্তি দেখা দেবে। ব্যবসাক্ষেত্রে ধার দেনার পরিমাণ বৃদ্ধি পাবে, ভুল বিনিয়োগে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
মকর রাশি-পুত্রের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও বিশেষ সমস্যা হবে না, গবেষণামূলক ক্ষেত্রে নিজস্ব মৌলিক প্রতিভার বিকাশ ঘটবে। প্রবীণ ব্যক্তিদের পেনশনের টাকা আটকে থাকায় হয়রানির শেষ থাকবে না। অল্প পরিশ্রমে বেশি আয় করার মানসিকতার জন্য ঝূঁকিপূর্ণ কাজে বিপদে পড়তে পারেন।
কুম্ভ রাশি-পরীক্ষার্থী দের বিদ্যা ক্ষেত্রে যে অস্থিরতা চলছিল, তার অবসান ঘটবে ও আশার সঞ্চার করবে। বিবাহিত জীবনে মতানৈক্য হলেও আপনি সুকৌশলে দাম্পত্য অশান্তির সামাল দিতে পারবেন। আপনার সাহসিকতা , উপস্থিত বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে কর্ম ক্ষেত্রে অসাধ্য সাধন করতে পারেন,মান সম্মান বৃদ্ধি পাবে।
মীন রাশি -পরিবারের সদস্যদের মধ্যে প্রীতির বন্ধন থাকবে না, নিকটাত্মীয়ের গুপ্ত শত্রুতার কারণে ক্ষতি হবার সম্ভাবনা। কর্মরত সন্তানের কর্মস্থলের পরিবেশে অশান্তির বাতাবরণ, ঊর্দ্ধতন কর্মচারীর হস্তক্ষেপে উন্নতি আটকে যেতে পারে, কর্ম হানির সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে অচলাবস্থার নিরসন হবে ,ধীরে ধীরে উন্নতি হবে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসা শুভ হবে।