মেষ রাশি–বিদ্যা ক্ষেত্রে নানা বাধা বিঘ্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও আইন নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সুফল মিলবে। ছোট ভাই বোনের কাজের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারেন। নিকটবর্তী এলাকা থেকে ব্যবসা সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি হবে ,তবে আর্থিক লেনদেন চিন্তাভাবনা করে না করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা।
বৃষ রাশি– সম্পত্তি ক্রয়–বিক্রয়ের ক্ষেত্রে আত্মীয়–স্বজনের মিলিত প্রয়াসের দ্বারা বাঁধার সম্মুখীন হতে পারেন। একাধিক পথে অর্থাগমের সুযোগ আসবে, তবে অর্থ প্রাপ্তিতে হয়রানি হতে পারেন। পুলিশ প্রশাসনের কর্মে যুক্ত ব্যক্তিদের সাহসী ও উদ্দীপনার জন্য কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন।
মিথুন রাশি–জমিজমা ঘর বাড়ি ভাড়া সংক্রান্ত কাজকর্মে যুক্ত ব্যক্তিদের নানা রকম ঝামেলা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। পার্টনারের দূরবর্তী অঞ্চলে বদলির কারণে দাম্পত্য জীবনে উভয়ের মানসিক দূরত্ব ও হতাশা বৃদ্ধি। চলাফেরায় অতি অবশ্যই সতর্ক থাকুন হাত–পায়ে চোট–আঘাত লাগার সম্ভাবনা।
কর্কট রাশি–পারিবারিক সদস্যেদের সাথে মনোমালিন্য, অশান্তি ও মাতার শারীরিক অসুস্থতায় উদ্বেগ, দুশ্চিন্তার শেষ থাকবে না । সোশ্যাল মিডিয়ায় কোন স্ত্রীলোকের পাল্লায় পড়ে আর্থিকভাবে প্রতারণার শিকার হতে পারেন, সতর্ক থাকুন। অতিরিক্ত আমোদ–প্রমোদ বিলাস ব্যসনে স্বাস্থ্যহানি ,ও দুর্ভোগ,। ডায়াবেটিক পেশেন্টরা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি–সন্তানের শারীরিক অসুস্থতা ও সন্তানের নিঃসঙ্গ অবস্থা আপনার মানসিক চাপ সৃষ্টি করবে।বিলম্ব হলেও শুভ কিছু যোগাযোগে সফলতা ও আত্ম প্রচেষ্টায় উন্নতির যোগ। কর্মরতদের কর্মক্ষেত্রে মনোমত সাফল্য লাভে বাধা, নাম যশ খ্যাতি প্রাপ্তিতে বিলম্বের কারণে হতাশা বৃদ্ধি।
কন্যা রাশি–বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বিদ্যার্থীরা নানারকম প্রতিবন্ধকতার কারণে দ্বিধাদ্বন্দে মানসিক অবসাদে ভুগতে পারেন। প্রভাবশালী কোন শুভাকাংখীর দ্বারা অনুগ্রহ লাভ ও আশা পুরনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।পরিবারে প্রবীণ ব্যক্তিদের দীর্ঘকাল রোগ অসুস্থতার পর সুচিকিৎসায় রোগমুক্তি ও মানসিক প্রফুল্লতা।
তুলা রাশি–হঠকারী কোন সিদ্ধান্ত নিয়ে অযথা বাক বিতন্ডায় জড়িয়ে শত্রুতা ও বিপদগ্রস্ত হতে পারেন সতর্ক থাকুন।, অতিরিক্ত মানসিক চঞ্চলতা বৃদ্ধির কারণে উন্নতির বহু সুযোগ নষ্ট করবেন।কোন সহৃদয় বন্ধুর সহায়তা লাভে কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক রাশি– অপরিচিত কোন ব্যক্তির থেকে সাহায্য নিতে গিয়ে দুরবস্থার মধ্যে পড়তে পারেন, সতর্ক থাকুন। হঠকারীতার বসে জোরজবস্তি প্রেম ও সামান্য কারণে মাথা গরম করার প্রবণতার জন্য প্রেমে অশান্তির সৃষ্টি। বেসরকারি প্রতিষ্ঠান অথবা অস্থায়ী কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে।
ধনু রাশি –গৃহে পোষ্য থাকলে অবশ্যই দূরে থাকুন, সতর্ক থাকুন, দংশিত হওয়ার সম্ভাবনা।জীবনযাত্রার প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার আপ্রাণ চেষ্টায় সফল নাও হতে পারেন, ধৈর্য ধরুন। প্রবীনদের পেনশনের টাকা আটকে যেতে পারে অথবা আর্থিক ডামাডোল দেখা দেবে।
মকর রাশি–নিজের প্রচেষ্টায় ধন অর্জনের চেষ্টায় সাফল্যের পথে বাধা ও হতাশা বৃদ্ধি। নিম্নবর্ণের বা অবৈধ প্রেমজ সম্পর্কে জড়িয়ে মহিলার দ্বারা শত্রুতা ও প্রতারণার থেকে অবশ্যই সতর্ক থাকুন। আত্মঘাতী কোন সিদ্ধান্ত, বা কূটবুদ্ধিকে মনে প্রশ্রয় দিয়ে নিজের ক্ষতি সাধন থেকে সংযত হোন, ধৈর্যশীল হতে শিখুন।
কুম্ভ রাশি– অনেক দিনের পুরানো ঋণ পরিশোধ করতে পেরে দায়মুক্ত হবেন।চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিলম্ব হলেও সাফল্য লাভ করতে পারেন।সরকারি কর্মে যুক্ত ব্যক্তিদের শত্রুদের সমস্ত প্রচেষ্টাকে প্রতিহত করে কর্মক্ষেত্রে উন্নতি লাভ ও মানসিক প্রফুল্লতা।
মীন রাশি–ধনী ও প্রভাবশালী্যষ ব্যক্তির আনুকূল্য লাভে বড় কোনো সুযোগ উপস্থিত হতে পারে। কর্মরত সন্তানের কর্মস্থলের আকস্মিক বদলির সংবাদ পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন। অতিরিক্ত অর্থ রোজগারের নেশায় মত্ত হয়ে অসামাজিক কোন কর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন।, সতর্ক থাকুন।