মেষ রাশি- নিজের ওপর প্রবল আত্মবিশ্বাস থাকবে, সাহসীকতা পূর্ণ ক্রীয়াকলাপের সাথে যুক্ত কর্ম করলে নিজ প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন। পরিবর্তন প্রিয় ও খামখেয়ালি মানসিকতার জন্য ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন,নইলে বিপদে পড়বেন। সমাজে প্রভাবশালী বা শুভাকাঙ্ক্ষী কোন বন্ধুর দ্বারা সহায়তা লাভ।
মিথুন রাশি – বাসস্থান পরিবর্তনের কারণে সন্তানের বিদ্যা শিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়বেন। একাগ্রতায় ছেদ, কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলার কারণে হীনমন্যতায় ভুগবেন। কর্মে উন্নতির জন্য প্রতিযোগিতামূলক ভাবে অংশগ্রহণ করলে বিলম্বে সাফল্য পাবেন।
বৃষ রাশি-ঐ অতিরিক্ত স্পষ্টবাদী ও প্রতিবাদী মানসিকতা বর্জন করুন, গৃহ পরিবেশ অশান্তিময়, সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। সন্তানের লেখাপড়ায় নানা বাধা বিঘ্ন হবে, অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার চেষ্টায় অসফলে মানসিক চাপ বৃদ্ধি। একাধিক উপায়ে অর্থ উপার্জনের যোগাযোগ বৃদ্ধি হলেও অনর্থক অর্থ অপচয়ে সঞ্চয়ে বাধা।
কর্কট রাশি -গৃহ সম্পত্তি সংক্রান্ত আয় হবে, কোন নিকটাত্মীয়র দ্বারা গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ লাভ হবে। দীর্ঘ দিনের কোন ইচ্ছার পূরণ হতে পারে, তবে বর্তমান পরিস্থিতি আপনার সফলতা বিলম্ব ঘটবে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়িয়ে নাম যশ হানি, বিপদে পড়তে পারেন, সতর্ক থাকুন।
সিংহ রাশি-সন্তান প্রাপ্তিতে অতিরিক্ত বিলম্ব হওয়ায় পোষ্য পুত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন। জীবনে আশাভঙ্গের বেদনায় বেঁচে না থাকার মানসিকতা ত্যাগ করে সুদিনের অপেক্ষায় থাকুন। কর্ম জীবনে পরিবর্তনের ইঙ্গিত, বর্তমান পরিস্থিতির কারণে বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া হওয়ার জন্য আফশোস।
কন্যা রাশি -অসুস্থ ব্যক্তিদের রোগ মুক্তি, হাসপাতাল থেকে দীর্ঘ সময় পর গৃহে ফিরে আসায় স্বস্তি বোধ। পিতার সহিত মনোমালিন্যের কারণে সম্পর্কের অবনতি, পিতার শারীরিক অসুস্থতা জনিত সমস্যায় উদ্বেগ বৃদ্ধি।, বর্তমানে সামগ্রীক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্ম পরিবর্তনের ফলে ইচ্ছাপূরণে বাধা, বিদেশ গমনের শুভ সুযোগ হাতছাড়া হতে পারে।
তুলা রাশি,- সন্তানের বিদ্যা শিক্ষা মোটামুটি শুভ, তবে বর্তমান পরিস্থিতিতে উচ্চশিক্ষায় নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হবে। বাধার মধ্যে হলেও অন্যের অনায়াস লব্ধ ধন সম্পত্তি প্রাপ্তির শুভ যোগ। কর্মরতদের উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা কর্মের উন্নতি তে নানা রকম বাধার সম্মুখীন হবেন, প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য অধিক পরিশ্রম করতে হবে।
বৃশ্চিক রাশি-পারিবারিক অশান্তির কারণে বিদ্যাথীদের অমনোযোগীতা বৃদ্ধি, বিদ্যায় সাময়িক ছেদ জনিত কারণে দুশ্চিন্তা বাড়বে। গৃহ বাড়ি সংস্কারের পেছনে অযথা অর্থ অপচয়ে অর্থ সংকটে পড়বেন। হঠাৎ বড়লোক হওয়ার নেশায় ভুল সিদ্ধান্ত নিয়ে অন্যায় পথে অর্থ উপার্জনের চেষ্টা থেকে দূরে থাকুন
ধনু রাশি-বিপদের সময় কাউকে টাকা ধার দিয়ে ফেরত পাবার আশা করলে শত্রুতা হতে পারে। সন্তানের কর্ম ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকলেও উন্নতি হবে, তবে কর্ম স্থল পরিবর্তনের হবার সম্ভাবনা। গবেষণা মূলক কর্মে যুক্ত থাকলে নিরলস পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
মকর রাশি- আর্থিক বিষয়ে শুভ হলেও পরিবারের জন্য অত্যধিক ব্যয়ে অর্থ সঞ্চয়ে বাধা।উদ্যমী , সুন্দর মনের মানুষ হলেও জীবনের কিছু ব্যরথতার কারণে বেঁচে না থাকার মানসিকতা তৈরি হতে পারে। সন্তানের কর্ম স্থল পরিবর্তন হতে পারে, কর্ম ক্ষেত্রের অশান্তি ময় পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অসুবিধার জন্য কর্মচেছদ হওয়ার সম্ভাবনা
কুম্ভ রাশি -প্রেমজ সম্পর্কে একনিষ্ঠতার অভাব, স্থিরতার অভাবে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমে ব্যর্থ। বিবাহিত জীবনে শারীরিক অসুস্থতার জন্য মানসিক দ্বন্দ্ব ও দাম্পত্য অশান্তি চরমে। ব্যবসায় কোনো ব্যক্তির সাথে প্রকাশ্য শত্রুতা হতে পারে। ব্যবসায় ঋণগ্রস্ততা হলেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা।
মীন রাশি-ছাত্র ছাত্রীরা অমনোযোগীতা ,বাজে সঙ্গে পড়ে বিদ্যা শিক্ষায় ছেদ হতে পারে, শিক্ষার লাইন পরিবর্তন হতে পারে। গৃহ সম্পত্তি ক্ষয়ক্ষতির কারণে বাসস্থান পরিবর্তনের চিন্তা,ও মায়ের শারীরিক অসুস্থতা জীবনের পটপরিবর্তন হতে পারে। কর্মরতরা কর্মক্ষেত্রে অতি সতর্কতার সাথে চলাফেরা করূন, নাম যশ হানি, গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন।