মেষ রাশি–মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকবেন, শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেয়া প্রয়োজন,। প্রেমের সম্পর্কে ষড়যন্ত্রের শিকার হতে পারেন, ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য আদান প্রদান থেকে বিরত থাকুন। কর্মস্থলের গুপ্ত শত্রুতা,নিজের অজান্তে কোন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা, বিপদগ্রস্ত হতে পারেন, অবশ্যই সতর্ক থাকুন।
বৃষ রাশি– শান্তশিষ্ট , মায়া–মমতা সহানুভূতিশীল পার্টনার, দাম্পত্য–জীবনে রোমান্টিকতা ও মাধুর্যতা থাকবে। অযাচিতভাবে উত্তরাধিকার সূত্রে কোন ব্যক্তির বিষয় সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। অংশীদারি ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ, তবে বর্তমান পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে তবেই বিনিয়োগ করুন।
কর্কট রাশি–সন্তানের নিঃসঙ্গ অবস্থা আপনার মন কষ্টের কারণ হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ঈশ্বরের দৈব কৃপা লাভে শত্রু ও নানা রোগ ব্যাধি, বাধা–বিপত্তি থেকে মুক্ত হবেন। পুলিশ প্রশাসনে কর্মরত ব্যক্তিরা হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, অপযশ অপদস্ত হতে পারেন।
মিথুন রাশি–কথাবার্তার বাহ্যিক আড়ম্বরতা অহংকার প্রকাশ পাবে, চালাকি করতে গিয়ে ভুল পদক্ষেপে বিপদগ্রস্ত হতে পারেন। হঠাৎ যেকোনো উপায়ে অতিরিক্ত অর্থ রোজগারের বাসনায় ফাটকা মূলক বিষয়ে আগ্রহ বৃদ্ধি। কথা বলার সমস্যা গলার সমস্যা ও দাঁত সংক্রান্ত নানা সমস্যায় ভোগান্তি শেষ থাকবে না।
সিংহ রাশি–বিপদজনক বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা অবশ্যই সতর্ক থাকুন, মুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনার শিকার হতে পারেন। দীর্ঘদিন ধরে চলা মামলা–মোকদ্দমার কোন আশাব্যঞ্জক সমাধান হতে পারে। কোন ব্যক্তির প্রকাশ্য শত্রুতা এ ষড়যন্ত্রের জন্য ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, বর্তমান পরিস্থিতিতে কোনরকম বিনিয়োগ করবেন না।
তুলা রাশি–অনিশ্চিত ও পরিবর্তনশীল আর্থিক অবস্থার কারণে মানসিক টানাপোড়েন ও দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন।কুচক্রে পড়ে অন্যের প্ররোচনায় পা দিলে বিপদগ্রস্ত হবেন, এমনকি সর্বস্বান্ত পর্যন্ত হতে পারেন, সতর্ক থাকুন। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা সাংগঠনিক দক্ষতার জন্য কর্মক্ষেত্র প্রশংসিত হতে পারেন।
কন্যা রাশি–উচ্চশিক্ষা ও গবেষণা মূলক কর্মে যুক্ত ব্যক্তিরা বাধা বিঘ্নের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন।মানসিক রোগ ,ভুলে যাওয়ার প্রবণতা ,অশুভ বুদ্ধিকে মনে প্রশ্রয় দিলে নিজেই বিপদে পড়বেন। শুভ কিছু যোগাযোগ আসবে, আত্ম প্রচেষ্টায় উন্নতি ও লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পাবেন।
বৃশ্চিক রাশি–আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ বৃদ্ধি হলেও বর্তমান পরিস্থিতিতে নানা বাধা বিঘ্নের কারণে সফলতা পেতে বিলম্ব হবে। পিতার দ্বারা আর্থিক সহায়তা লাভ ও পিতার শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তিত থাকবেন। বীমা দ্বারা লাভবান হতে পারেন, তবে ভুল পদক্ষেপে জীবনে বিপর্যয় নেমে আসা থেকে অবশ্যই সতর্ক থাকুন।
মকর রাশি–সম্পত্তি কেনা বেচার বিষয় নিয়ে আর্থিক ক্ষতি ও প্রতারিত হতে পারেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। বন্ধুর দ্বারা উপকৃত হবেন। ভোগে অনীহা,নিজেকে নির্জনে, একাকিত্বে রাখবেন, সকলের থেকে বিচ্ছিন্ন রাখার মানসিকতা তৈরি হবে।
ধনু রাশি– গৃহ পরিবেশে অশান্তির বাতাবরণ ও পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ক্রমশ আলগা হবে ।ধার্মিক, সৎ মানসিকতা, তবে অতিরিক্ত আশাবাদী হলে আশাহত হতে পারেন। কর্মক্ষেত্র নিজের অজান্তে কোন অনৈতিক ব্যাপারে জড়িয়ে পড়ে মান সম্মান হানি হবার সম্ভাবনা, সজাগ থাকুন।
কুম্ভ রাশি–সন্তান নেশায় আসক্ত হয়ে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে, উৎশৃংখল,অবাধ্য আচরনে মানসিক অশান্তি। অস্বাভাবিক, অবৈধ প্রেমে জড়িয়ে সামাজিক মান সম্মান হানি ,প্রেমে প্রতারিত হবার সম্ভাবনা। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা বিতর্কমূলক কোন মন্তব্যে জড়িয়ে বিব্রত হওয়া থেকে সতর্ক থাকুন।
মীন রাশি–আপনার সাহসী ও পরাক্রমী মানসিকতার জন্য আপনার পারিপার্শ্বিক শত্রুরাও আপনাকে সমীহ করে চলবে। স্থাবর সম্পত্তি, গৃহ বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় করার পক্ষে শুভ হবে না, প্রতারিত হতে পারেন। প্রতিরক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিরা বজ্র দীপ্ত ও নেতৃত্ব পরায়ন মনোভাবে কর্মক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে পারেন।