মেষ রাশি-গৃহে সুখ শান্তির মনোরম পরিবেশ ও সদস্যদের মধ্যে সুপ্রীতির বন্ধন, সন্তানের সাথে সুন্দর সম্পর্ক থাকবে। বর্তমানে কর্মরত আছেন যারা, কর্মক্ষেত্রে আপনার ন্যায়নীতি, আদর্শবান মানসিকতা ও কর্মদক্ষতার জন্য প্রত্যেকের কাছে সম্মানের পাত্র হবেন। প্রেমজ সূত্রে বিবাহ ও বিবাহে পারিবারিক মতামত থাকবে।
বৃষ রাশি-গৃহে দীর্ঘ কালীন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বর্তমানের দুর্মূল্যের বাজারে বিরম্বনার শেষ থাকবে না।বিদ্যাথীরা বিদ্যালাভের প্রতি আগ্রহ বৃদ্ধি ও কৌতুহলী মানসিকতার জন্য শিক্ষা শুভ হবে। সময়ের অপচয় না করে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। কর্মরতদের কর্মস্থল পরিবর্তন হতে পারে, পুলিশ, প্রশাসনিক বিভাগ শল্যচিকিৎসক ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিদের সু কর্মের জন্য জনপ্রিয় হবেন।
মিথুন রাশি-পিতার সহিত মনোমালিন্যের জেরে মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি। পার্টনারের উৎশৃংখল অত্যাচারী মনোভাবের জন্য বিবাহ নিয়ে পারিবারিক অশান্তি। কর্ম স্থলে উচ্চপদস্থ ব্যক্তির শত্রুতার সম্মুখীন হলেও বুদ্ধির মারপ্যাচে আপনি সহজেই বেরিয়ে আসতে পারেবেন।
কর্কট রাশি-মাতৃ সহচর্য লাভে মানসিক প্রশান্তি। সম্পত্তি সংক্রান্ত ও মায়ের দ্বারা আর্থিক লাভের সম্ভাবনা। কোন সহৃদয়বান বন্ধুর সাহায্যের হাত আপনাকে মুগ্ধ করবে। সন্তানের শারীরিক অসুস্থতা থাকবে, অমানুষ বেপরোয়া সন্তানের দুর্ভাগ্য জনিত বিপদ নিয়ে দুশ্চিন্তার শেষ থাকবে না।
সিংহ রাশি-সোশাল সাইটে উল্টো পাল্টা প্রেমজ প্রস্তাব এড়িয়ে চলুন, আপনার মূল্যবান ভালোবাসা কোন অযোগ্য ব্যক্তিকে সমর্পণ করবেন না। সম্মান জনক পদে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে মান মর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি, সমাজে জনপ্রিয় হবেন।তাগমূলক মানসিকতা, পূজা অর্চনার মাধ্যম আধ্যাত্মিক সাধনার সিদ্ধি লাভ করার চেষ্টা।
কন্যা রাশি -গৃহে অচেনা কোন ব্যক্তিকে আশ্রয় দেবেন না, বিদ্যুৎ, অগ্নিজনিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন, বিপদে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে উদাসীনতা দেখাবেন না, সঠিক পরিচর্যার অভাবে আপনার প্রিয় মানুষটির সাথে সম্পর্কের ছেদ হতে পারে। সন্তানের কর্মে স্থিরতা থাকবে না।আরাম প্রিয় অলসতার কারণে কর্মে বেকারত্ব চলে যাওয়ার সম্ভাবনা।
তুলা রাশি-বিনোদোন মূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের ভুল পদক্ষেপের কারণে সামাজিক বদনামের ভাগিদার হতে পারেন। সন্তানের ব্যাবসা ক্ষেত্রে হঠাৎ করেই ঋণগ্রস্থ হয়ে পড়ার সম্ভাবনা, কোন ব্যক্তির সাথে প্রকাশ্য শত্রুতায় আর্থিক ক্ষতি। বিলাসবহুল জীবনে লাগাম দিন,ডায়াবিটিস কিডনি, হৃদরোগ ইত্যাদি নানা সমস্যায় দুর্ভোগের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি-পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রেমিক প্রেমিকারা বাড়ি থেকে চলে গিয়ে বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মের কারণে পার্টনারের দূরবর্তী স্থানে অবস্থানের জন্য দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টিতে দাম্পত্য অশান্তি, মানসিক অবসাদ। অংশীদারি ব্যবসায শুভ হবে না, ভেবেচিন্তে বিনিয়োগ না করলে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা।
মকর রাশি -অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিয়ে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে বিপদে পড়তে পারেন। কোন কেলেঙ্কারিতে জড়িয়ে বা চাপে পড়ে বিবাহ ও সামাজিক মান সম্মান হানি। অংশীদারের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ক্ষেত্রে ভয়ঙ্কর রকম চাপের মুখে পড়তে পারেন।
ধনু রাশি- আর্থিক ব্যাপারে ভাগ্যের সহায়তা পেলেও বর্তমান পরিস্থিতিতে অর্থ উপার্জনে কায়িক শ্রম দিতে হবে। জীবনসঙ্গীর উদ্ধত হঠকারী মানসিকতা ও সোশাল মিডিয়ায় একাধিক সম্পর্কের কারণে দাম্পত্য জীবনে অশান্তির কালো মেঘ। বর্তমানে কর্মরত আছেন যারা উধ্বর্তন কতৃপক্ষের অসহযোগী মনোভাব কর্মস্থলে অশান্তি ও ঝামেলার সৃষ্টি।
কুম্ভ রাশি – নিজের জীবন তুচ্ছ করে অন্যের পরোপকার করে প্রতিদানের আশা করলে যন্ত্রনা বাড়বেই ।বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সন্তানের লেখাপড়ায় আগ্রহ থাকলেও নানা রকম বাধা বিঘ্ন অস্থিরতা তৈরি হয়ে শিক্ষা লাভে বাধা। বাড়ির কাছাকাছি বিবাহের যোগাযোগ আসবে তবে আলাপ আলোচনা ফলপ্রসূ হবে না।
মীন রাশি-ভাড়াটিয়ার বা প্রতি বেশীর সাথে প্রেমজ সম্পর্ক থেকে সতর্ক থাকুন, নারী দ্বারা মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। এই দুর্মূল্যের বাজারে সন্তানের চাকরি হীনতায় আপনার দুশ্চিন্তাথ শেষ থাকবে না। পরিস্থিতির চাপে আপনার স্বাস্থ্য হানি হবে,বাত, মূত্র ঘটিত পীড়া, আমাশয় , চক্ষুরোগ ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত থাকবেন।