মেষ রাশি–অতিরিক্ত বদমেজাজী ,সাহসী মানসিকতার জন্য বুদ্ধি তে জটিলতা বৃদ্ধি, বিপথগামী হওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন। ব্যবসাক্ষেত্রে নানা ঝামেলা অশান্তি, প্রসার লাভে বাধা, বর্তমান পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগে যাবেন না। নদী, জলাশয়, পুকুর ইত্যাদি থেকে এড়িয়ে চলুন, জলাশয় থেকে বিপদের সম্ভাবনা।
বৃষ রাশি–একাধিক পথে অর্থাগমের পথ প্রশস্ত হবে, তবে পরিবারের নানা ব্যয় জনিত কারণে অর্থ সঞ্চয় বাধা। রাজনীতি ও প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধির সম্ভাবনা।যোগ,ধ্যান ইত্যাদি ধর্মীয় বিষয়ের মাধ্যমে জীবনে যোগসুত্র তৈরি হবে।
কর্কট রাশি–নিজ প্রচেষ্টায় উন্নতি, আর্থিক স্বচ্ছলতা থাকবে ।পুরনো প্রাপ্য বকেয়া ফেরত পেতে পাবার সম্ভাবনা। বেসরকারি, অস্থায়ী কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে ক্ষেত্রে উন্নতি, বিশেষ শুভ সংবাদ পেতে পারেন। সন্তানের বিশেষ সৌভাগ্য প্রাপ্তি ও আধ্যাত্মিক চিন্তা ভাবনা বিকাশের জন্য আপনি গর্বিত বোধ করবেন।
মিথুন রাশি–জমি ,বাড়ি ভাড়া সংক্রান্ত ব্যাপারে আর্থিক লেনদেন শুভ হবে না ,প্রতারিত হওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রয়োজনীয় ঋণ প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন। কর্মরত সন্তানের কর্মক্ষেত্র থেকে সুখবর প্রাপ্তি, উচ্চপদে আসীন হতে পারে, ও মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি– প্ররোচিত হওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন, ভূল সিদ্ধান্তে সম্পত্তি, জমি বাড়ি বেদখল হওয়ার সম্ভাবনা। ইচ্ছা পূরণে সফলতা পাবেন, তবে সাংসারিক জীবনে সুখের অভাব ঘটায় মানসিক হতাশা বৃদ্ধি। কর্ম ক্ষেত্রে নানা ঝামেলা থাকলেও কেমিক্যাল,ওষুধ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কিছুটা হলেও শুভ ফল পাবেন।
কন্যা রাশি–পরিবারের শান্তির অভাব, মাতৃস্থানীয়া কোন ব্যক্তির সাথে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে অতৃপ্ততা,পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য অশান্তিতে নৈরাশ্য বৃদ্ধি। বর্তমান পরিস্থিতিতে কর্ম পথ পরিবর্তনের মানসিকতা তৈরি হবে, কর্মরতরা কার্যসিদ্ধির জন্য কূটবুদ্ধির পরিচয় দেবেন।
বৃশ্চিক রাশি–কর্মরতরা অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়বেন , হঠাৎ গুপ্ত ষড়যন্ত্র ও শত্রুতা দ্বারা ক্ষতির সম্ভাবনা। হঠাৎ পতন , রাস্তাঘাটে যানবাহন জনিত দুর্ঘটনা থেকে অবশ্যই সতর্ক থাকুন। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, ধর্মীয় পরিবেশে মানসিক –শান্তি পাওয়ার আপ্রাণ প্রচেষ্টা।
তুলা রাশি–অপরকে অহেতুক সন্দেহ করার মানসিকতার জন্য আত্মীয় প্রতিবেশীদের সাথে অযথা ঝামেলায় জড়িয়ে শত্রুতা তৈরি হবে। দীর্ঘদিন ধরে চলা মামলা–মোকদ্দমায় সফলতা পেতে বিলম্ব হবে। কর্মের যোগাযোগ বৃদ্ধি হবে, কর্মরতদের কর্মস্থলে অনুকূল পরিবেশ থাকবে ও মান সম্মান বৃদ্ধি।
ধনু রাশি–গৃহে সদস্যদের মধ্যে ঝামেলা অশান্তি বৃদ্ধি, পারিপার্শ্বিক পরিবেশের কারণে বাসস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। রাস্তাঘাটে চলাফেরায় অতি অবশ্যই মানিব্যাগ সযত্নে রাখুন, অর্থ চোট হয়ে যাবার সম্ভাবনা। ডাক্তার, নার্স, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত কর্মরতদের কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে স্বাস্থ্যহানির সম্ভাবনা।
মকর রাশি–অতিরিক্ত ক্রোধ, হঠকারি মনোভাবে পাড়া প্রতিবেশীদের সাথে অযথা ঝামেলা অশান্তিতে জড়িয়ে শত্রুতার সম্মুখীন হতে পারেন। বাড়ির কাছাকাছি প্রেমজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি পাবে, সম্পর্ক শুভ হবে। মানসিক কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে ,ইএনটি, নার্ভ সংক্রান্ত সমস্যায় বিব্রত বোধ করবেন।
কুম্ভ রাশি–অর্থ পাওয়ার ব্যাপারে যোগাযোগ হতে পারে,ছোট ভাইয়ের কাছ থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত পরিবর্তনশীল, অস্থির মানসিকতা, বর্তমান পরিস্থিতিতে কর্ম পথ পরিবর্তনের চিন্তাভাবনা। কর্মরতরা কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের শত্রু মনোভাবাপন্ন ও অসহযোগিতা মূলক আচরন এড়িয়ে চলুন।
মীন রাশি–নিকটবর্তী এলাকা থেকে বিবাহের যোগাযোগ আসবে, তবে ফলপ্রসূ হতে নানা ঝামেলার আশঙ্কা। সৃজনীমূলক লেখনি ক্ষমতাকে কাজে লাগান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বার্তার মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি ও প্রশংসিত হবেন। কর্মরত সন্তানের কর্মক্ষেত্র দূরে বদলি জনিত কারণে মানসিক উদ্বেগ ও হতাশা বৃদ্ধি।