মেষ রাশি-শিল্পী সুলভ, আমোদপ্রিয়মানসিকতা,,শখ সৌখিন, বিলাসিতার পেছনে অযথা অর্থ ব্যয় করবেন। পরিবারে প্রবীণ ব্যক্তিদের হঠাৎ করে শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনাজনিতঅপারেশন হবার সম্ভাবনা।ব্যবসা ক্ষেত্রে শুভ হলেও আকস্মিক প্রতিদ্বন্দ্বীতা বৃদ্ধি ও কোন ব্যক্তির সাথে প্রকাশ্য ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
বৃষ রাশি-বিজ্ঞাপন, ইন্টারনেট, আত্মীয়-পরিজন বা জাতির মধ্যে বিবাহের কথাবার্তা চলতে পারে।সন্তানের বিবাহিত জীবনে কোন রকম প্রতিবন্ধকতা ও জটিলতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি হবে।আপনি যদি রাজনৈতিক ও প্রশাসনিক কর্মের সাথে যুক্ত থাকেন বুদ্ধি ও কৌশলে জনসাধারণের সাথে ভালো জনসংযোগ তৈরি হবে।
মিথুন রাশি-অতি কৌতূহলপ্রিয় ও সন্দেহপ্রবণমানসিকতার জন্য অকারণেনিকটজনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে।কোনো কারণে সন্তানের সাথে মতানৈক্য ও মানসিক দূরত্বের সৃষ্টি হওয়াতেমনোকষ্টেভুগবেন।স্থায়ী কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে নানা জটিলতা ও প্রতিবন্ধকতা দেখা দেবে, শত্রুতা থেকে সতর্ক থাকুন।
কর্কট রাশি-অত্যন্ত আবেগপ্রবণ ও সহানুভূতিশীল মানুষ আপনি, বাস্তবের মাটিতে পা রাখাই বুদ্ধিমানের কাজ হবে ।কোন প্রকার প্রেম নিবেদন ,বা প্রেমজ প্রস্তাব গ্রহণ পরিহার করুন ,মান সম্মান হানি সম্ভাবনা । ক্রীড়াজগৎও শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্র ইতিবাচকসাড়া পাবেন, প্রচার ও প্রসার লাভ।
সিংহ রাশি-সম্পত্তি জনিত কোন সমস্যার জন্য বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। মাতার আকস্মিক শারীরিক স্বাস্থ্যের অবনতি বা বিপদ থেকে অবশ্যই সতর্ক থাকুন। ব্যবসাক্ষেত্রে অংশীদারি ব্যবসা শুভ হবে না, কোনরকমব্যবসায়িক চুক্তি করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
কন্যা রাশি-আত্মীয়,প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি ও তাদের দ্বারা উপকৃত হবেন। ভাগ্য উন্নতির পথে দীর্ঘদিন চলা বাধাবিঘ্নের অবসান ও যোগাযোগ বৃদ্ধিতে সফলতা অর্জন করতে পারেন। অস্থির মানসিকতা পরিহার করুন, কর্মস্থলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও কোনোভাবেই কোনো প্ররোচনায় পা দেবেন না।
তুলা রাশি-অত্যন্ত গর্বের কারণে আত্মীয়-স্বজন ভাই বোনের সাথে মানসিক টানাপোড়েনসুসম্পর্কের অবনতি। আপনার সন্তান বাঁধাধরা চাকরি করলে কর্মক্ষেত্রের নানা ঝামেলার সম্মুখীন হতে পারে।ধর্মীয় বিষয়ে নানা জ্ঞান থাকার জন্য জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও তাদের সহচর্যসুপরামর্শ লাভে মানসিক প্রশান্তি।
বৃশ্চিক রাশি-উচচ আদর্শ ও ন্যায়নীতিপরায়ণমানসিকতা,।গুরুজন ও পিতার সাথে সুসম্পর্ক থাকবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ ও সম্ভাবনা। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা বাকসংযমী হন, হাতের বাইরে চলে যাওয়া পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ধনু রাশি-সৎ মানসিকতা সম্পন্ন হলেও অতিরিক্ত আশাবাদীহওয়ার কারণে কোন কিছু মনঃপুত না হলে আশা ভঙ্গের বেদনায় হতাশা বাড়বে।সন্তানের কর্মক্ষেত্রে বিলম্ব ঘটবে, হওয়া কাজ না হওয়ার কারণে হতাশা নৈরাশ্য আসতে পারে। প্রচন্ড আভ্যন্তরীণ অনুভূতি শক্তি ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হওয়ার জন্য মোক্ষলাভে শান্তি খোঁজার প্রচেষ্টা।
মকর রাশি-বিদ্যার্থীদের শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ ও কৌতূহলমানসিকতা থাকলেও বিদ্যাশিক্ষায় লাইন পরিবর্তন হওয়ার সম্ভাবনা ।বিবাহিত জীবনে সফলতা ও সৌভাগ্য লাভ। বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণে মধুর দাম্পত্য জীবন। রাজনীতি ও সরকারি কর্মচারীরা উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা অপদস্থ হতে পারেন, সতর্ক থাকুন।
কুম্ভ রাশি-প্রিয়নিকটজনকারোরমর্মান্তিক বিচ্ছেদে আপনার জীবনে অস্তিত্ব সংকট দেখা দিতে পারে।ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন দেউলিয়া হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হবে ।তবে মনোবিজ্ঞানী, জল জাত দ্রব্য সংক্রান্ত কর্ম , জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্ম শুভ হবে।
মীন রাশি-সন্তানের বিদ্যা ক্ষেত্রে শুভ ,বিদ্যার্জনেকোনরকম বাধা বিঘ্ন হবে না ।সহজে অন্যের প্ররোচনায় পা দেবেন না,হঠকারিতার বসে ভুলভাল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন।অধ্যাপনা,আইন, ব্যাংকে কর্মরত ব্যক্তিরা কর্মস্থলে সতর্ক থাকুন ,সহকর্মী বা উর্দ্ধতন কর্মচারীদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।