মেষ রাশি-বিলাসিতা সখ সৌখিনতার পিছনে অযথা অপচয়ে লাগাম না দিলে অর্থ সংকটে পড়তে পারেন। মাতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক ঝামেলা ও অসন্তোষ দেখা দেবে। কর্মরতদের কর্ম জীবনে অমানুষিক পরিশ্রমের কারনে ও গতানুগতিক ধারায় হতাশা নৈরাশ্য বৃদ্ধি পাবে।
মিথুন রাশি-জীবন যুদ্ধে প্রবল বাধা বিঘ্নের কারণে চরম হতাশা বৃদ্ধি,অসহায় অবস্থার সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের চঞ্চলতা বৃদ্ধি পাবে,তবে বহুমুখী প্রতিভা ও বিশ্লেষণী ক্ষমতার জন্য বিদ্যা শিক্ষা শুভ হবে, হিসাব শাস্ত্র, সাংবাদিকতা অর্থনীতি ইত্যাদি। কর্মরত সন্তানের কর্ম ক্ষেত্রে বদলির সম্ভাবনা,তবে নানা রকম ঝুট ঝামেলা থেকে সতর্ক থাকতে বলুন,মান সম্মান ক্ষুন্ন হতে পারে।
বৃষ রাশি -ধর্মীয় বিষয়ের অনুরাগ বৃদ্ধি,রোগ ধ্যান প্রভৃতি বিষয়গুলোকে জীবনের সাথে যোগসূত্র তৈরি করার আপ্রাণ প্রচেষ্টা। গুপ্ত প্রনয়ের কারণে স্বাস্থ্য হানি ও স্ত্রী লোকের দ্বারা গুপ্ত ষড়যন্ত্রের শিকার হয়ে আইনি ঝামেলায় জড়িয়ে বিপদে পড়বেন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে হঠাৎ অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি-পরিবারে সদস্যদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক থাকবে, পুরনো কোন সমস্যা সমাধানের জন্য মানসিক স্বস্তি বোধ করবেন। নিকটবর্তী এলাকা থেকে প্রতিবেশীদের মাধ্যমে বিবাহের যোগাযোগ শুভ হলেও সত্যতা যাচাই করে নেওয়াই ভালো। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগে বৃদ্ধিতে ও ব্যবসা বিস্তার লাভে মানসিক শান্তি, অংশিদার ও শ্রমিক কর্মচারীদের মধ্যে সুসমন্বয় থাকবে।
কর্কট রাশি-বিবাহিত জীবনে একনিষ্ঠতা থাকবে, তবে শারীরিক অসুস্থতার কারণে মনোমালিন্যের জেরে দাম্পত্য জীবন অসুখী। ভুল চিকিৎসার শিকার হয়ে শারীরিক জটিলতা সৃষ্টি হবে, প্রয়োজনে দ্বিতীয় ডাক্তারের পরামর্শ নিন। কর্মরতরা ঊর্দ্ধতন কর্ম চারী দ্বারা হেনস্থার শিকার ও মিথ্যা অপবাদে জন্য মান মর্যাদা হবার সম্ভাবনা,
কন্যা রাশি -বিদ্যার্থীদের পড়াশোনায় নানা বাধা বিঘ্ন হবে,তবে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারে। সন্তানের কর্ম ক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা বিশ্বাস ঘাতকতা ও চক্রান্তের শিকার হয়ে কর্ম হানির সম্ভাবনা আছে। স্নায়ু, ফুসফুস,নাক,কান সংক্রমণ জনিত নানা সমস্যায় দুর্ভোগের সম্ভাবনা আছে।
তূলা রাশি-নিকট আত্মীয়-স্বজন সাথে গুপ্ত শত্রুতা জন্য পারিবারিক ক্ষতি ও পরিবারের অশান্তিময় পরিবেশ সৃষ্টি। বিদ্যারথীরা সতর্ক থাকুন, কোন ব্যক্তির বা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা আর্থিক প্রতারণার হওয়ার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে সামান্য উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে, তবে ভুল সিদ্ধান্ত নিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হোওয়া থেকে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি -বিবাহের শুভ যোগাযোগ আসবে, মর্যাদা পূর্ণ অভিজাত বনেদি পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন,ঘাড়ে, কাঁধে এবং মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে অধিক বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ হবে, ধীরে ধীরে ব্যবসার উন্নতির যোগে স্বস্তি বোধ।
ধনু রাশি -পিতা মাতার শারীরিক সুস্থতা থাকবে, এবং পারিবারিক সদস্যদের মধ্যে প্রীতির বন্ধন থাকবে। উচ্চ শিক্ষায় সফলতা নেই, তবে কর্ম লাভের জন্য যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের বিলম্বে সাফল্য পাবেন,। সন্তানের কর্ম ক্ষেত্র শুভ হবে, কর্ম স্থল পরিবর্তন হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সুন্দর সম্পর্ক থাকবে।
কুম্ভ রাশি- সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে, মাতার শারীরিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় রাখবে। বিদ্যা শিক্ষায় বাধা বিঘ্নের মধ্য সফলতা হবে, তবে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন কার্যকরীতে প্রবল বাধা।যারা কর্ম সংক্রান্ত ব্যাপারে অনলাইনে যোগাযোগ করছেন, তাদের সাফল্য পাওয়ার কোনো আশার আলো নেই।
মকর রাশি-বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রাতা ভগিনী দের সাথে অশান্তি হবে, ক্রয় বিক্রয় নিয়ে প্রতারিত হতে পারেন। দেনা পাওনা জনিত কারণে বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে পারেন, দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ। সন্তানের কর্ম লাভের কোন যোগাযোগের সম্ভাবনা নেই, কর্মরতদের কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ সৃষ্টিতে হয়রানি,মান সম্মান ক্ষুন্ন।
মীন রাশি -গৃহ সম্পত্তি ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিন, প্রতারিত হতে পারেন। রুচিশীল মানসিকতা, সততা ও গভীর অনুরাগ বৃদ্ধির জন্যে,প্রেমজ সম্পর্ক সফল হবে। বর্তমান পরিস্থিতিতেও আপনার স্থায়ী কর্ম লাভের সুযোগ আছে, কর্মরতরা কর্মক্ষেত্রে দূরদর্শিতা ও দক্ষতার জন্য সুনাম অর্জন করতে সক্ষম হবেন।