মেষ রাশি–বর্তমান সামাজিক পরিস্থিতিতে বাসস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বিগ্নতা বাড়বে, চিকিৎসা বিভ্রাট ঘটতে পারে, বিশেষ সতর্ক থাকার প্রয়োজন আছে, তবে ভাগ্যের আনুকূল্য পাবেন। কর্মরতদের কর্মে একনিষ্ঠতা প্রচেষ্টা থাকা সত্ত্বেও গতানুগতিক কাজে নৈরাশ্য হতাশা বৃদ্ধি।
বৃষ রাশি– যোগাযোগের বাধা বিঘ্নর জন্য ভালো কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশা বৃদ্ধি। দায়িত্ব জ্ঞানহীন তার কারণে কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ায় বিপদে পড়ার সম্ভাবনা। হঠাৎ করে যদি কানে কম শোনার মত পরিস্থিতি তৈরি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন,।
মিথুন রাশি–নম্র ,ভদ্র আকর্ষণীয় ব্যক্তিত্ব,ও বুদ্ধির সুকৌশলে সহজেই অন্যের মন জয় করে নিয়ে কার্যসিদ্ধি। বন্ধুবান্ধব দ্বারা আর্থিকভাবে লাভবান হতে পারেন । জীবনে কিছু অপ্রাপ্তি, বঞ্চিত হওয়া, অপরিপূর্ণতার কারণে চরম হতাশা বোধ করবেন, ধৈর্য ধরুন।
কর্কট রাশি– বাড়িতে বাহন থাকলে অবশ্যই সতর্ক থাকুন, মুহূর্তের অসাবধানতায় খোয়া যেতে পারে।জীবনের কিছু আকস্মিক, অনভিপ্রেত ঘটনায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন,। কর্মসংক্রান্ত কোনো যোগাযোগ হতে পারে ,কর্মরতদের কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে।
সিংহ রাশি– আর্থিক ব্যাপারে সার্বিক শুভ, অর্থ সঞ্চয় ও আয়ের স্বাচ্ছন্দ্যবোধ করবেন।সন্তানের সহিত মতানৈক্যের কারণে মানসিক দূরত্ব সৃষ্টি হবে। গুরুজন স্থানীয় কার ও সাথে প্রেমে জড়িয়ে পড়তে পারেন, প্রেমে পবিত্রতা ও একনিষ্ঠতা থাকবে।
কন্যা রাশি–শারীরিক প্রতিবন্ধকতার কারণে সন্তান প্রাপ্তিতে বিলম্ব ঘটায় মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। দীর্ঘকালীন প্রেমজ সম্পর্কে নিরুৎসাহ জনিত কারণে অশান্তি ঝামেলা।বাড়ির কাছাকাছি এলাকায় জায়গা জমি সংক্রান্ত, বাহন সংক্রান্ত ,শিক্ষামূলক ইত্যাদি কর্ম শুভ হবে।
তুলা রাশি–অচেনা কোন মানুষের সাথে যোগাযোগের মাধ্যম লাভবান হতে পারেন।উচ্চশিক্ষায় আগ্রহ ও উচ্চশিক্ষার ব্যাপারে যোগাযোগ বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা। কর্মের জন্য প্রশিক্ষণ প্রাপ্তরা শুভ সংবাদ পেতে পারেন, এজেন্সি, বিজ্ঞাপন, সাংবাদিকতা , সাহসিকতা মূলক ইত্যাদি কর্মরতরা ইতিবাচক সাড়া পাবেন ।
বৃশ্চিক রাশি– উচ্চশিক্ষা ও কোন কিছু আবিষ্কারের মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা। মহিলারা অবশ্যই অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন, ষড়যন্ত্রে ও প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পরিস্থিতির শিকার হতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি, অংশীদারি প্রকাশ্য শত্রুতা ও অসহযোগিতায় ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি–বিবাহিত জীবনে দাম্পত্য কলহ ও নানা বিধ প্রতিবন্ধকতার সৃষ্টিতে হয়রানি,মান সম্মান হানির সম্ভাবনা। সম্পত্তিগত ঝামেলা থাকলে মীমাংসার মাধ্যমে সমাধান করুন, বেদখল হয়ে যেতে পারে। কর্মরতরা কর্মস্থলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমীহ করে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
মকর রাশি–বর্তমান অচলাবস্থার জন্য বিদ্যার্থীরা বিদ্যাশিক্ষার লাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নেবে।জমি বাড়ী গাড়ী প্রভৃতি দালালি সংক্রান্ত কর্মে যুক্ত ব্যক্তিরা বর্তমান পরিস্থিতিতে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অধিক ব্যয়ে মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা বৃদ্ধি।
কুম্ভ রাশি–ভাগ্যের আনুকূল্যে প্রভাবশালী কোন ব্যক্তির সহায়তায় মনোবাঞ্ছা পূরণ হতে পারে।অনলাইনে আর্থিক লেনদেনে সমস্ত রকম তথ্যের গোপনীয়তা বজায় রাখুন, অর্থ লোপাট হতে পারে। কর্মরতদের কর্মস্থলে আপনার সফলতাই শত্রুতা সৃষ্টির প্রধান কারণ হতে পারে।
মীন রাশি–প্রতিকূল পারিপার্শ্বিক পরিস্থিতি ও অতিরিক্ত অমনোযোগিতার কারণে বিদ্যার্থীরা প্রচন্ড বাধা বিঘ্নের সম্মুখীন হবে। আরামপ্রদ মানসিকতা , অলসতার কারণে ফাটকা মুলক আয়ে আগ্রহ বৃদ্ধি। ছোটপর্দা, মিডিয়া ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্মুখীন ও সম্মান প্রাপ্তিতে বাধা হবে।