মেষ রাশি__ বর্তমান অচলাবস্থায় সত্বেও জীবনে শুভ কিছু ঘটতে পারে, নিজের ব্যাপারে লাভ বান হবেন,। কর্মের যোগা যোগ আসতে পারে, কর্ম লাভ, সাহসিকতা মূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের শুভ হবে। ফুসফুস,ENT সমস্যা, অহেতুক সন্দেহ বাতিকগ্রস্ত মানসিকতায় আপনি ভুগতে পারেন।
বৃষ রাশি_ আর্থিক স্বাচ্ছন্দ থাকলেও অতিরিক্ত ব্যয় জনিত সমস্যার কারণে অর্থ সঞ্চয়ে বাধা। পারিবারিক অশান্তি ঝামেলার জন্য সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়বে, বিদ্যা ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হবে, বিদ্যায় সাময়িক ছেদ। উচ্চ স্থান থেকে অথবা যানবাহন জনিত পতন থেকে বাঁচার জন্য চলাফেরায় সতর্ক থাকুন।
মিথুন রাশি_নৈতিক দায়িত্ব কর্তব্যের ব্যাপারে উদাসীনতা, বাবুয়ানির জন্যে অতিরিক্ত ব্যয়ে দুর্দশা গ্রস্ত অবস্থা।আশামত প্রতিষ্ঠা লাভে অসমর্থ হয়ে মানসিক অবসাদে ভুগবেন। বর্তমানে ব্যবসা মোটেই স্থিতিশীল নয়, অংশীদারদের অসহযোগিতায় আর্থিক ক্ষতি। অতিরিক্ত লাভের আশায় বেশি বিনিয়োগে যাবেন না।
কর্কট রাশি _পরিবারের সদস্যদের বিরূপ মনোভাবে নিজেকে আত্মীয়-স্বজনদের থেকে বিচ্ছিন্ন রাখার আপ্রাণ চেষ্টা।ভাগ্য সুপ্রসন্ন থাকলে হঠাৎ করে অন্যের সম্পত্তি লাভ বা ফাটকা জনিত লাভ হওয়ার সম্ভাবনা ।কর্মক্ষেত্রের পরিবেশ ভীষণ প্রতিকূল ময় ,উর্দ্ধতন কর্মী ও সহকর্মীদের দ্বারা নানারকম হেনস্তা ও অপবাদের শিকার হতে পারেন।
সিংহ রাশি_গৃহে ভাড়াটিয়া থাকলে দূরত্ব বজায় রেখে চলুন, বিপদ গ্রস্ত হবার প্রবল সম্ভাবনা। দূর থেকে বা স্থানীয় এলাকার থেকে বিবাহের যোগাযোগ আসবে, তবে আলাপ আলোচনা ফলপ্রসূ হবে না, আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত।ব্যাবসা মোটামুটি, তবে কোন রকম বিনিয়োগ করবেন না, বকেয়া অর্থ ফেরত পেতে নানা রকম ঝামেলা।
কন্যা রাশি_জমিজমা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য বৃদ্ধি, সম্পর্কের অবনতি। বিদ্যাথীরা উচ্চ শিক্ষায় নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন, উপযুক্ত শিক্ষা গুরুর সন্ধানে বিলম্ব ঘটবে। গবেষণামূলক কর্মে যুক্ত ব্যক্তিরা নিজস্ব মৌলিক প্রতিভার জন্য পূর্ব জন্মের সুকৃতি স্বরূপ পুরস্কৃত হতে পারেন।
তুলা রাশি_আপনার অতিরিক্ত ভালো মানুষীর সুযোগ নিয়ে মাতৃস্থানীয়া দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।ব্যাবসায় বিস্তার লাভে বাধাবিঘ্ন হলেও আপনার সাহসী পদক্ষেপে সামান্য অগ্রগতি হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি দের বিশেষ করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কর্ম শুভ হবে।
বৃশ্চিক রাশি_ স্থাবর গৃহ সম্পত্তি নিয়ে মাতৃ শত্রুতা বৃদ্ধি ও গৃহ পরিবেশে অশান্তির বাতাবরনে মানসিক অবসাদ। অস্থিরতা, আত্ম বিশ্বাসের অভাব ও নির্বুদ্ধিতার কারণে ভাগ্যের সহায়তা লাভে বাধা। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় কিছুটা হলেও শান্তি বজায় থাকবে, তবে কর্মের কারণে দূরবর্তী স্থানে যেতে হতে পারে।
ধনু রাশি-ও বাসস্থান নিয়ে ঝামেলা, আত্মসুখের জন্য আত্মীয়-স্বজন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের লেখাপড়ার বিষয়ে কিছুটা সমস্যা হলেও চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা শুভ হবে। অর্থ উপার্জনের বিকল্প যোগাযোগ আসতে পারে, সম্পত্তি সংক্রান্ত বা মাতার দ্বারা অর্থ লাভ হতে পারে।
মকর রাশি_ কর্মরত সন্তানের কর্মস্থল পরিবর্তন হতে পারে, কর্মে উন্নতিতে বাধার সম্মুখীন হয়ে মানসিক চাপে থাকবে। প্রেমেজ সম্পর্কে বাধা, প্রতারিত হতে পারেন। গোপন অবৈধ প্রনয়ের কারণে মানসিক অশান্তি। সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত থাকলে জনসাধারণের প্রিয় পাত্র ও প্রশংসিত হবেন।
কুম্ভ রাশি- বাড়ির কাছাকাছি এলাকা থেকে বিবাহের যোগাযোগ আসবে, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে গুরুজনদের পছন্দের বিবাহ মোটামুটি শুভ। কর্ম সংক্রান্ত যোগাযোগ আসতে পারে, সাহসিকতা মূলক কর্ম শুভ হবে। অনলাইনে আর্থিক লেনদেনের সময় তথ্য সতর্কতার সাথে গোপন করুন, না হলে সর্বস্বান্ত হয়ে যেতে পারেন।
মীন রাশি_ আত্মীয়স্বজন বা বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহ হলে ঝামেলা ঝঞ্ঝাট, মিথ্যা বদনামের ভাগিদার হতে পারেন।ব্যাবসা ক্ষেত্রে নতুন কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার সিদ্ধান্ত নিলে বাধার সম্মুখীন হবেন। সন্তানের কর্ম ক্ষেত্রে উধ্বর্তন কতৃপক্ষের অসহযোগী মনোভাব, কর্মস্থলে নানারকম অশান্তির পরিবেশ সৃষ্টিতে কর্ম হানির সম্ভাবনা।