মেষ রাশি_বিদ্যার্থীদের বিদ্যায় আগ্রহ বৃদ্ধি , ওয়েবসাইটে মনের মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, কলা বিভাগ সাইকোলজি নিয়ে পড়াশোনা শুভ হবে। ক্রোধি মনোভাবের জন্যে ভাতৃস্থানীয়া প্রতিবেশীদের সাথে বিরোধে জড়িয়ে শত্রুতা সৃষ্টি হতে পারে। আপনার সন্তান কর্মরত থাকলে জীবনে উচ্চমহলে সুকর্মের দ্বারা মান মর্যাদা লাভ করতে পারে, বিনোদনমূলক কর্মের সৃজনশীল প্রতিভায় জনপ্রিয়তা লাভ করবে
বৃষ রাশি_অসাধু প্রবৃত্তির তাড়নার কারণে অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন, নিজেকে আদর্শচ্যুত করবেন না। ব্যবসা মোটামুটি, ব্যবসার নানা কারণে ঝামেলা হলে ওষুধ ও হসপিটালের সরঞ্জাম সংক্রান্ত ব্যবসা, কৃষিজ পণ্যের ব্যবসা কিছুটা ভালো হবে।শরীর নিয়ে সতর্ক হোন, অবহেলার কারণে থাইরয়েড ডায়াবেটিস কিডনি সংক্রান্ত ইত্যাদি রোগে ভুগতে পারেন
মিথুন রাশি_অতি চালাকি দেখাতে গিয়ে নিজের দোষে বোকামো করে ফেলতে পারেন, কুচক্রে অন্যের প্রস্তাবনায় অর্থনাশ। পিতার শারীরিক অসুস্থতা, পিতার সাথে মতপার্থক্যের জন্য শত্রুতা হয়ে সম্পর্কের অবনতি। প্রেমে ব্যর্থতা ও বিচ্ছেদ হতে পারে, সোশ্যাল সাইটে সতর্ক না হলে স্ত্রীলোকের প্ররোচনার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হতে পারেন।
কর্কট রাশি_মাতৃকুল থেকে কোনো অপমান জনক ঘটনা আপনার মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে। বর্তমানে কর্মরতদের কর্ম ক্ষেত্রে উন্নতিতে বাধা, কর্মস্থলে নানা ঝামেলা ঝঞ্ঝাট হবে। এছাড়া অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক অবসাদ বাড়বে। দেবদ্বিজে ভক্তি থাকলেও জীবনের কিছু অপ্রীতিকর পরিস্থিতি আপনাকে নাস্তিক করে তুলতে পারে।
সিংহ রাশি_সন্তানের লেখাপড়ায় বর্তমান অচলাবস্থার জন্য বাধা বিঘ্নের মধ্য দিয়ে অগ্রগতি ও বিলম্বে সাফল্য লাভ করবে। পার্টনারের অতিরিক্ত ক্রোধের কারণে বিবাহিত জীবনে মনোমালিন্য ও কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট এর সম্মুখীন হবেন, তবে ভয়ের কিছু নেই। বর্তমানে কর্মরতদের শুভ সময়, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তার হস্তক্ষেপে বদলি স্থগিত হতে পারে।
কন্যা রাশি_বন্ধু নির্বাচনে সতর্ক না থাকলে তাদের দ্বারা কোনরূপ ক্ষতি সাধন হতে পারে। কোন দূরারোগ্য জটিল ব্যাধিতে ভুগতে পারেন , চলাফেরায় সতর্ক থাকুন, দুর্ঘটনা অপারেশন হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীদের যারা নানারকম হেনস্থা, ও উচ্চপদস্থ কর্তারা চক্রান্তে চাকরি ছেদ হওয়ার সম্ভাবনা।
তুলা রাশি-বেপরোয়া মনোভাব, আইন-শৃঙ্খলা কে তোয়াক্কা না করার কারণে আইনি ঝামেলায় জড়িয়ে বিপদে পড়তে পারেন। গর্ভবতী মহিলাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, চলাফেরায় সতর্ক হন ।এছাড়া সন্তানকে নিয়ে নানারকম ঝুট-ঝামেলা, অশান্তি হতে পারে। ব্যবসাক্ষেত্রে নানা মতানৈক্যের ফলে অংশীদারি ব্যবসা শুভ হবে না, ব্যবসায় আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা।
বৃশ্চিক রাশি-লটারি শেয়ার বা ফাটকা থেকে অর্থলাভ,অতি উপার্জনের আশায় অবৈধ ক্রিয়া-কলাপে জড়িয়ে অন্যায় পথে অর্থ আসবে। ব্যবসাক্ষেত্রে কিছুটা হলেও আশার আলো দেখতে পাবেন , সামান্য হলেও ব্যবসার প্রসার লাভে সাময়িক স্বস্তি বোধ ।সন্তানের কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের চক্রান্তে কর্মস্থলে বাধাবিপত্তি ও উন্নতিতে বাধা। কর্মস্থল পরিবর্তন হতে পারে।
ধনু রাশি_বর্তমান অচলাবস্থার কারণে সন্তানের উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুযোগ কার্যকরী হবেনা, নানা বাধা-বিপত্তি জন্য উচ্চশিক্ষায় ছেদ হতে পারে। বহু শ্রমে অর্থ উপার্জন করলেও অর্থ সঞ্চয়ে বাধা । সাংবাদিক বিজ্ঞাপন লেখালেখি ইত্যাদি থেকে আয় হতে পারে। সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেমজ যোগাযোগ শুভ হবে না, সম্পর্কে ঝামেলা ও মানসিক শান্তি পাবেন না।
মকর রাশি_প্রতিবাদী ও স্পষ্টবাদী হবার কারণে বন্ধু বিচ্ছেদ হতে পারে, পরিবারের কাছে অপ্রিয় হবেন. অর্থ রোজগারের উদ্যমশীলতার জন্য আত্ম প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন করবেন, দুমদাম খরচ করার জন্য অর্থকষ্টে পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ হলেও বর্তমানে যোগাযোগ ব্যবস্থার নানা বাধাবিঘ্নের কারনে ঢিমেতালে চলবে।
কুম্ভ রাশি_গৃহে মনোরম পরিবেশ ,আর্থিকসুখ স্বাচ্ছন্দ ও পারিবারিক সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও নিয়ম-শৃঙ্খলা থাকবে। শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা ভালো হবে, মনের মতো শিক্ষাকেন্দ্রে পড়াশোনার সুযোগ আসবে, বিজ্ঞান ,চিকিৎসাশাস্ত্র, ঔষধ সংক্রান্ত ,ইঞ্জিনিয়ার ইত্যাদি শিক্ষা শুভ হবে । সন্তানের পিতৃতুল্য কোন ব্যক্তি অথবা সরকার দ্বারা সাহায্য প্রাপ্তির সম্ভাবনা।
মীন রাশি-অধ্যবসায় ও আত্মত্যাগের মাধ্যমে বিলম্বে সাফল্য পেলেও মানসিক শান্তি পাবেন না। ব্যবসাক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্থলগ্নি করার সময় অত্যন্ত সতর্ক না হলে হ্যাকার দ্বারা অর্থ চোট হবার সম্ভাবনা। সন্তানের কর্ম ক্ষেত্রে নানা রকম অস্থিরতা তৈরি হবে ,মিথ্যা বদনাম ঝামেলার শিকার হয়ে কর্ম হানি হতে পারে।