মেষ রাশি-সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি ও গতিবিধির উপরবিশেষ সতর্ক থাকুন, সন্তান কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট অপ্রীতিকর পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। বুদ্ধিমত্তা ও বাকচাতুর্যতার মাধ্যমে এক বা একাধিক উপায়ে অর্থ উপার্জন করবেন। সাংবাদিকতা, ঘোষক সংগীত,অভিনয় ইত্যাদি শুভ হবে। ফাটকা মূলক বিষয় থেকে অর্থলাভ হবার সম্ভাবনা।
বৃষ রাশি-কথায় ও কাজে সামঞ্জস্য থাকবে না, আপনার অসংলগ্ন কথাবার্তা থেকে বিরত থাকুন। প্রেমে যোগাযোগ বৃদ্ধি, প্রেমজ প্রস্তাব নিবেদন ওগ্রহণে মানসিক প্রশান্তি ও প্রফুল্লতা বিদ্যমান থাকলেও সতর্ক থাকবেন। পুজো অর্চনা ও ঐশ্বরিক চিন্তাভাবনা,আধ্যাত্মিক চর্চা ও গুপ্তবিদ্যায় পারদর্শিতা লাভ করবেন।
মিথুন রাশি-স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় সিদ্ধান্ত নিতে পারেন, উত্তরাধিকারসূত্রে মাতৃ কুলের সম্পত্তি পেতে পারেন। সন্তান উচ্চশিক্ষায় সফলতা পাবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ এলেও প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। আত্মবিশ্বাসে ভরপুর হলেও এই মুহূর্তে অত্যধিক মানসিক অস্থিরতা বৃদ্ধির জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়বেন।
কর্কট রাশি-সন্তান কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্মচারীর সাথে শত্রুতা ও উন্নতি লাভে নানা বাধার সম্মুখীন হতে পারে। গবেষণামূলক কর্মে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবে ,তবে যথাযথ স্বীকৃতি পেতে বিলম্ব ঘটবে। আর্থিক লেনদেন করুন অত্যন্ত সতর্কভাবে, সঞ্চিত অর্থ লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি-স্থাবর বিষয়সম্পত্তি নিয়ে মাতৃ শত্রুতা বৃদ্ধি পাবে, প্রাপ্য সম্পত্তি প্রাপ্তিতে প্রবল বাধা। বাহনের ক্ষয়ক্ষতি , যন্ত্র বিকল হয়ে যাওয়া বা দুর্ঘটনা জনিত নানা সমস্যায় বিব্রত হতে হবে। ব্যবসা ক্ষেত্রে নানা ঝামেলা কর্মী অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাবে, ব্যবসায় প্রচুর আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা।
কন্যা রাশি-ভাগ্যের আনুকূল্য লাভ,অনেক দিনের পুরনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। গুরুজন স্থানীয় কারো সাথে প্রেমে আবদ্ধ হতে পারেন। এজেন্সি ,দালালি ,শেয়ার বিদ্যুৎ সংস্থায় কর্মরত ব্যক্তিরা শুভফল পাবেন।
তুলা রাশি-নিকট আত্মীয় স্বজনের সাথে ঝামেলা ও গুপ্ত শত্রুতার কারণে ক্ষতি হবার সম্ভাবনা। ঋণ নিতে ইচ্ছুক ব্যক্তিরা ঋন পাবেন।।কর্মস্থল পরিবর্তন হতে পারে, কর্মচ্ছেদ অথবা হঠাৎ করে দূরবর্তী এলাকায় বদলি হবার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি-পরীক্ষার্থীরা উচ্চশিক্ষায় সফলতা পাবে, সরকারে কর্তৃক সাহায্য লাভে মানসিক স্বস্তি বোধ। ভাগ্য সুপ্রসন্ন থাকলে ফাটকা মুলক ব্যাপার থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্র শুভ নয়, গুপ্ত শত্রুতা ও বেআইনি কর্মে নিজেকে জড়িয়ে পড়ার কারণে মান সম্মান হানি হবার সম্ভাবনা।
ধনু রাশি -আপনার সন্তান প্রতিযোগিতা মূলক বিষয়ে পড়াশোনা করলে সুফল মিলতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত অশুভ প্রভাব বৃদ্ধি পাবে, অকারণে ঝামেলায় জড়িয়ে পড়ে কর্ম হানি অথবা উর্দ্ধতন কর্মচারীর হস্তক্ষেপে প্রমোশনে বাধা। পূজা অর্চনা ধর্মীয় ক্রিয়া-কলাপ এর মধ্য মানসিক শান্তির প্রচেষ্টা।
মকর রাশি-শিক্ষার্থীদরা উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন না, নিরলস পরিশ্রমের যোগ্য সন্মান নাও পেতে পারেন। সন্তানের শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি। কর্ম ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রতিযোগিতা মূলক ভাবে অংশগ্রহণ আপনার পক্ষে যাবে,।
কুম্ভ রাশি-সিদ্ধান্তহীনতায় ভুগবেন,বুদ্ধিভ্রষ্ট হয় কোন প্রকার অনৈতিক কর্মের যুক্ত হয়ে বিপদগ্রস্থ হতে পারেন। প্রবীণ ব্যক্তিরা দীর্ঘমেয়াদী জটিল রোগের কারণে অস্ত্রোপচার হতে পারে বা নানা সমস্যায় বিব্রত থাকবেন। আত্ম প্রচেষ্টা অর্থ উপার্জন ও অসহায়, দুস্থ মানুষদের আর্থিক দান করে মানসিক তৃপ্তি লাভ।
মীন রাশি-পরিবারের সদস্যদের থেকে পূর্ণ সহযোগিতা না পেলেও নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন করবেন। র্স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা বৃদ্ধি পাবে, তবে বুদ্ধিকে শুভ ভাবে কাজে লাগালে সুনাম পেতে পারেন। ধার্মিক, সৎ মানসিকতা,ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসে ভাগ্যের আনুকূল্য পাবেন।