বৃষ রাশি–পারিবারিক সদস্যদের মধ্যে প্রীতি ও সুসম্পর্ক বজায় থাকবে, আত্মীয়–স্বজনের সমাগমে হবে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ, বেকারি, মেডিকেল সরঞ্জাম সংক্রান্ত ব্যবসা শুভ হলেও অর্থ বিনিয়োগে সর্তক থাকাই শ্রেয়। কর্ম ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতা প্রদর্শনের মাধ্যমে পদোন্নতির সম্ভাবনা।
মেষ রাশি–পরিবারের কোনো পুরোনো সম্পত্তি কেনা বেচায় অর্থলাভের সম্ভাবনা ও পারিবারিক মান–সম্মান বৃদ্ধি। নানা বাধা বিঘ্নের পর সন্তানের কর্মপ্রাপ্তির চেষ্টায় সফলতা লাভ।কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে না, সহকর্মীদের সমস্ত ষড়যন্ত্রের চেষ্টা ব্যর্থ করে কর্মক্ষেত্রের প্রভাব–প্রতিপত্তি বৃদ্ধি।
মিথুন রাশি–আত্মীয় জ্ঞাতিদের মধ্যে সম্পত্তির দাবি–দাওয়া নিয়ে মনোমালিন্য ও বিরোধের সৃষ্টি। প্রেমজ প্রস্তাব এড়িয়ে চলুন ,প্রেমপ্রীতি মূলক ব্যাপারে জড়িয়ে ঝামেলা ,অশান্তি, মানসিক হতাশায় ভুগবেন। কোনো ব্যক্তির প্ররোচনায় বা নতুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে ভুল চুক্তির জন্য প্রবল আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা।
কর্কট রাশি–মায়ের সাথে মতানৈক্যের ফলে সম্পর্কের তিক্ততা বাড়বে ও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৃদ্ধি।শিক্ষাক্ষেত্র থেকে প্রেমজ যোগাযোগে বৃদ্ধি হলেও আশাব্যঞ্জক হবে না।ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ, কেমিক্যাল, কৃষিজপণ্য ও খনিজ ধাতু সংক্রান্ত ব্যবসায় বিশেষ শুভ হবে।
কন্যা রাশি– গুরুস্থানীয় ব্যক্তিকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট ও মান সম্মান হানি হতে পারে। সন্তানের কর্ম্ম বিষয়ক কোন সুসংবাদ প্রাপ্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। ব্যবসা ক্ষেত্রে নিজের অজান্তে কোন বেআইনি চুক্তিপত্রে স্বাক্ষর করে আইনি সমস্যায় পড়তে পারেন, অবশ্যই সতর্ক থাকুন।
সিংহ রাশি–পরিবারে গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হয়ে সামাজিক হয়রানি ও হেনস্থার শিকার হবেন। সন্তানের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ঝামেলা দেখা দেবে। সুকৌশলে ও নিজ প্রচেষ্টায় কর্মক্ষেত্রের প্রতিকুল পরিবেশ কে অনুকূলে আনতে সক্ষম হবেন।
তুলা রাশি–আপনার নিশ্চিত প্রাপ্য বকেয়া ফেরৎ পাওয়াকে কেন্দ্র করে অশান্তি ও শত্রুতার সৃষ্টি। কর্মরতরা কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুগ্রহ পাবেন,, নিজের প্রচেষ্টায় উন্নতি ও প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। রাস্তাঘাটে অবশ্যই চলাফেরায় সতর্ক থাকুন, যানবাহন জনিত পথ দুর্ঘটনার শিকার হতে পারেন
ধনু রাশি–মাতৃস্থানীয়া কারোর মধ্যস্থতা অথবা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে দাম্পত্য জীবনে অশান্তি ও ঝামেলা সৃষ্টি। রাজনীতি ও প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিরা সহজেই জনসাধারণের মন জয় করতে পারবেন। প্রচন্ড অভ্যন্তরীণ অনুভূতি শক্তি সম্পন্ন হওয়ায় আধ্যাত্মিক সাধনায় মানসিক শান্তির প্রচেষ্টা।
বৃশ্চিক রাশি–গৃহে দামি ,মূল্যবান দ্রব্যাদি ব্যাপারে সতর্ক হোন, সযত্নে রাখুন, চুরি বা হারিয়ে যাবার সম্ভাবনা। অভিনয় মূলক প্রেমে প্রতারিত হতে পারেন, একতরফা প্রেমে জড়িয়ে মানসিক যন্ত্রণা। অতিরিক্ত ক্রোধী মনোভাব, চঞ্চল মানসিকতার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, অভিষ্ট লক্ষ্য পূরণ হাতে বাধায় মানসিক হতাশা বৃদ্ধি।
মকর রাশি– পরিবারের অশান্তিময় প্রতিকূল পরিস্থিতি, অবহেলার কারণে গৃহে থেকেও গৃহত্যাগের মানসিকতা। সেবামূলক মনোভাব,দুঃস্থ নিপীড়িত অসহায় মানুষদের সাহায্য করে মানসিক শান্তির চেষ্টা। অত্যন্ত পরিবর্তনশীল মানসিকতার জন্য কর্মে স্থিরতা থাকবে না। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের সামাজিক পরিচিতি বৃদ্ধি
কুম্ভ রাশি–জীবন সংগ্রামের প্রতি পদে হোঁচট খেতে খেতে ক্লান্ত হয়ে পড়বেন।অযথা কোনো ব্যক্তির সাথে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ে বিপাকে পড়তে পারেন, সতর্ক থাকুন। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে মনোমালিন্য বৃদ্ধি ও দাম্পত্য জীবনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে অশান্তিতে ভুগবেন।।
মীন রাশি– মাতৃসুখলাভে বঞ্চিত হতে পারেন, মানসিক দিক থেকে সারাদিন দুশ্চিন্তা গ্রস্ত থাকবেন। অতিরিক্ত সরলতা ও বাস্তববোধের অভাবে বোকামি করে ঝামেলা ও নিজের বিপদ ডেকে আনতে পারেন। অতিরিক্ত অলসতার কারণে কর্মে বেকারত্ব চলে আসবে, গোয়েন্দা সংস্থায় কর্মরত ব্যক্তিরা কর্মে বিশেষ সফলতা অর্জন করতে সক্ষম হবেন।