মেষ রাশি-গৃহে সুখ-শান্তি ও সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে , মাতার আনুকূল্য লাভ,বা মাতৃকুলের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ। আর্থিক স্বচ্ছলতা থাকবে, তবে বিলাসিতা ও সখ শৌখিনতাতার পিছনে অর্থের অপচয় না করাই ভালো। রাজনীতি, ব্যাংক ইত্যাদিতে কর্মরত ব্যক্তিরা কর্মস্থলে নিজস্ব দক্ষতা দ্বারা সম্মানিত হবেন ,মর্যাদা পূর্ণ পদে আসীন হবেন।
বৃষ রাশি-প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার জন্য পরিশ্রমী হবেন ,আপনার উদ্যমতা ও সক্রিয়শীলতায় শত্রুরাও পিছু হটতে বাধ্য হবে।রোমান্টিক ও সুন্দরের পূজারী হলেও প্রেমের ব্যাপারে সতর্ক না হলে মহিলার দ্বারা শত্রুতা ,ঝামেলা হবে।ধর্মীয় ব্যাপারে অনুরাগ বৃদ্ধি হবে, যোগ ধ্যান সংযম প্রভৃতি বিষয়ের সাথে নিজেকে যুক্ত রেখে আত্মিক উন্নতি সাধন।
মিথুন রাশি পরিবারে নানা ঝামেলা ও রোগ ভোগের পেছনে অযথা অর্থের অপচয়ে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে ।কর্মক্ষেত্রে কর্মরত যারা সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রাখুন, একমাত্র গবেষণামূলক কর্মে নিজস্ব মৌলিক আবিষ্কারের মাধ্যমে সফলতা পেতে পারেন ।অতি সাহসিকতার জন্য সমাজের প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলার সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি- পারিবারিক ঝামেলা ও অশান্তির জন্য সন্তান বিদ্যা লাভে বাধার সম্মুখীন হবে। ভূগোল ইঞ্জিনিয়ারিং প্রত্নতত্ত্ব ইতিহাস ইত্যাদি শুভ হবে।বিবাহিত জীবন মোটামুটি পার্টনারের শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনাজনিত সমস্যায় দাম্পত্য শান্তি নষ্ট হতে পারে। অংশীদারি ব্যবসায় ষড়যন্ত্র শত্রুতা হলেও ব্যবসায় কিছুটা আশার আলো। খাদ্যদ্রব্যের ব্যবসা কৃষিজাত পণ্যের ব্যবসা মোটামুটি শুভ।
সিংহ রাশি_সন্তানের বিদ্যায় যথেষ্ট আগ্রহ ও কৌতুহলী মানসিকতা থাকবে। চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে শুভ ফল পাবে। শত্রুরা আপনার ক্ষতি সাধনের তৎপরতা দেখালেও আপনার প্রবল শক্তির কাছে পরাভূত হবে।কর্মক্ষেত্র শুভ, কর্মসংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি হবে তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা শুভফল পাবেন,।
কন্যা রাশি-নিজেই গৃহে থেকেও পরগৃহের মত আচরণে মন সর্বদা উদ্বিগ্ন ও বিক্ষিপ্ত থাকবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে না।মাতুল বংশের সাথে সম্পর্ক খারাপ হতে পারে ,ষড়যন্ত্র ও চক্রান্তের দ্বারা আইনি ঝামেলার সম্মুখীন হতে পারেন। ব্যবসা ক্ষেত্র মোটেই শুভ নয়,কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্থ বা বদনামের ভাগিদার হতে পারেন, ব্যবসায় কোনরকম লগ্নি করবেন না।
তুলা রাশি-বিবেচনা শক্তির অভাব ও নির্বুদ্ধিতার কারণে ভাগ্যের হানি হবে।প্রেমের ছোটখাটো বিষয়ে মাথা গরম করে ঝামেলা অশান্তি, সোশ্যাল সাইটে অপাত্রে প্রেম নিবেদন করে কোন য়মহিলারা দ্বারা প্রতারণার শিকার হবেন।কর্মক্ষেত্রে ওপর মহলের সাথে সুসম্পর্ক ও কর্মক্ষেত্রের প্রশংসিত হবেন, মান মর্যাদা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি-পারিবারিক সদস্যদের মধ্যে মনোমালিন্যের জেরে শান্তি বিঘ্নিত, গৃহসুখ থাকবেনা। অগ্নিজনিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন।সাইকোলজি ,সাহিত্য ,মন নিয়ে গবেষণা ইত্যাদি উচ্চশিক্ষা আপনার জন্য শুভ হবে , বসে না থেকে সোশ্যাল সাইটে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন। ভাগ্য সহায় থাকলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে।
ধনু রাশি-ভাই বোন, আত্মীয়-স্বজনদের সাথে বিরোধে সম্পর্কের অবনতি। তাদের অমানবিক ব্যবহারে আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। কর্মসূত্রে বিবাহ হবে ও বিবাহে নানা রকম ঝামেলা হবে, পার্টনারের দ্বারা প্রতারিত হতে পারেন।আপনার সন্তান কর্মরত হলে মৌলিক গবেষণামূলক কর্মের স্বীকৃতি পেতে পারে ও নিজের কর্মের দ্বারা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে।
মকর রাশি-শুভ দাম্পত্য জীবন, নিজের থেকেও অধিক যোগ্যতা ও ক্ষমতা সম্পন্ন শারীরিক সুস্থতা যুক্ত পার্টনার লাভ হবে।কর্মক্ষেত্র মোটামুটি, কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে, তবে খাদ্যদ্রব্য সংস্থায় কর্ম, ওষুধ সংক্রান্ত কর্ম শুভ হবে।
মকর রাশি-শরীর ঘিরে নানা রকম দুশ্চিন্তা ও উদ্ভট ভাবনা, চিকিৎসায় বিভ্রান্তি ঘটার সম্ভাবনা, ইএনটি সমস্যা, নার্ভ সংক্রান্ত রোগের আশঙ্কা ।
কুম্ভ রাশি-বাড়ির কাছাকাছি গুরুজনদের পছন্দে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ যোগ মোটামুটি শুভ হবে। মাতৃস্থানীয়া কারো সাথে অযথা শত্রুতা সৃষ্টিতে মানসিক অবসাদ, জলাশয় থেকে দূরে থাকাই নিরাপদ। কর্মরত যারা,কর্মক্ষেত্রে সহকর্মী বা আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কোনরকম বাকবিতণ্ডায় নিজেকে জড়াবেন না,কর্ম হানির সম্ভাবনা।