মেষ রাশি–বাড়ির কাছাকাছি বিবাহ যোগ অশুভ হবে, কোন ভুল তথ্যাদি দ্বারা প্রতারিত হতে পারেন। পিতার শারীরিক অসুস্থতায় উদ্বেগ বৃদ্ধি, ,পৈত্রিক সম্পত্তি নিয়ে গুপ্ত শত্রুতার সম্মুখীন হবেন। জায়গা জমি সংক্রান্ত ব্যবসা, খাদ্যদ্রব্য, মৎস্য,তরল জাতীয় ব্যবসা বিশেষ শুভ হবে।
বৃষ রাশি– অপরকে অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকুন, আত্মীয়–স্বজন দ্বারা বিরাগভাজন হবেন।‘ বাড়ির কাছাকাছি এলাকা থেকে কর্মের জন্য যোগাযোগ বৃদ্ধি হবে। পুলিশ, প্রতিরক্ষা বিভাগ ও সাহসিকতাপূর্ণ কাজে যুক্ত ব্যক্তিরা অযথা বীরত্ব দেখাতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, সতর্ক থাকুন।
মিথুন রাশি–অর্থাগমের পথ প্রশস্ত হবে ,আর্থিক স্বাচ্ছন্দে মানসিক প্রফুল্লতা ও স্বস্তি বোধ করবেন। বাড়ি থেকে দূরে সন্তানের কর্ম লাভ হবার সম্ভাবনা। বিনোদনমূলক কর্ম, সিনেমা জগৎ ,অভিনয় সাংবাদিকতা ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে প্রসার লাভ ও মান সম্মান বৃদ্ধি।
কর্কট রাশি–শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পাবে, সাধারণ ও উচ্চ শিক্ষায় উভয় ক্ষেত্রেই সফলতা লাভের সম্ভাবনা। বাহন করার ইচ্ছা থাকলে কিনতেই পারেন। বিচারক, প্রশাসনিক কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে বিশেষ সাংগঠনিক দক্ষতার পরিচয় দেওয়া সত্বেও উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা ঝুট–ঝামেলার শিকার হতে পারেন।
সিংহ রাশি–পারিবারিক অশান্তির জেরে আত্মবিশ্বাসের অভাব ঘটবে,মনোবল হারিয়ে ফেলবেন। বিদ্যার্থীরা অত্যধিক চঞ্চল মানসিকতা, একাগ্রতা ও মনসংযোগের অভাবে বিদ্যায় বাধাবিঘ্নের সম্মুখীন হবে। ভাগ্যদেবী সহায় থাকলে হঠাৎ করে কোনো গোপন সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা রাশি–অর্থ গমের পথ প্রশস্ত হবে , অর্থ সঞ্চয় হবে,আর্থিক ব্যাপারে সার্বিক সাফল্য লাভ করবেন। নিকটবর্তী এলাকা থেকে সন্তানের বিবাহের শুভ যোগাযোগ আসার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে হঠাৎ যোগাযোগ বৃদ্ধি হবে, জ্যোতিষ পেশায় যুক্ত থাকা ব্যক্তিরা বিশেষ শুভ ফল পাবেন।
ধনু রাশি–গৃহ পরিবর্তন,গৃহভূমির ক্ষয়ক্ষতির কারণে দূরে কোথাও চলে যাবার সম্ভাবনা। লেখালেখি, বিজ্ঞাপন, সাংবাদিক এজেন্সি দালালি ইত্যাদি কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বিশেষ শুভ হবে। রাস্তাঘাটে অতি সতর্কতার সাথে আপনার বাহন টিকে সযত্নে সঠিক স্থানে রাখুন, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি–পিতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন, গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। কোন অচেনা ব্যক্তির দ্বারা আর্থিকভাবে লাভবান হতে পারেন।কর্মের জন্য যোগাযোগ হবে, প্রশাসনিক, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে অপদস্ত , সুনামহানির থেকে অবশ্যই সতর্ক থাকুন।
তুলা রাশি–অর্থের ব্যাপারে লোন পেতে বিলম্ব হবে, আপনার নিশ্চিত বকেয়া অর্থ ফেরতের আশা করে ঝামেলা ও শত্রুতার সম্মুখীন হতে পারেন, পার্টনারের অমানবিক, শত্রুবৎ আচরণে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি ও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। কর্মরতদের কর্ম ক্ষেত্রে উন্নতি ,প্রতিষ্ঠা প্রাপ্তি ও সম্মান বৃদ্ধি ।
মকর রাশি –সময় আপনার মোটেই অনুকূলে থাকবেনা, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকুন।যুদ্ধংদেহী ,হঠকারী ,বেপরোয়া মানসিকতার জন্য অযথা মাতৃ স্থানীয় কারো সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন, ক্রোধ সংবরণ করুন। বর্তমান পরিস্থিতিতে বাড়িতেই কোন ব্যাবসায়িক প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিতে পারেন।
কুম্ভ রাশি–অসাফল্য, ব্যর্থতা কিছুতেই আপনার পিছু ছাড়ছে না, ভেঙে না পড়ে মনোবল সুদৃঢ় করুন। অপরকে ধার দেয়া থেকে বিরত থাকুন, অর্থ ফেরত পাবেন না কর্মরতদের উচ্চপদস্থ ব্যক্তির সাথে মতপার্থক্য ও শত্রুতা, উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলক ভাবে পরীক্ষায় সফলতা পাবেন।
মীন রাশি–সোশ্যাল মিডিয়ার কোন গোপন প্রেমে জড়িয়ে মান সম্মান হানি ও প্রেমের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সন্তান সম্ভবা মহিলাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব ঘটবে । প্যানক্রিয়াস ,স্টমাক, লিভার সংক্রান্ত সমস্যায় বিশেষ সতর্ক থাকুন, অস্ত্রোপচার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।