মেষ রাশি_আত্মীয়স্বজন প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিপদে পড়বেন, তাদের দ্বারা প্রতারিত হতে পারেন।জীবনে কিছু শুভ পরিস্থিতির সম্মুখীন হবেন ,তবে অতিরিক্ত বদমেজাজী ও দূরদর্শিতার অভাবে উন্নতি ও সৌভাগ্য প্রাপ্তিতে বাধা। বর্তমানে কর্মরত তারা, কর্মক্ষেত্রে আদর্শ ও একনিষ্ঠতাকে সম্বল করে ধীরে চলো নীতি গ্রহণ করে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হবেন
বৃষ রাশি –উল্টোপাল্টা অর্থের অপচয় করে বহু ব্যয়ে আর্থিক দুশ্চিন্তার পড়বেন। পুলিশ মিলিটারি আইন প্রশাসন প্রতিরক্ষা বিভাগ প্রভৃতি সাহসিকতা মূলক কর্মে যুক্ত থাকলে কর্ম পরিবর্তন হতে পারে, কর্মস্থলে অযথা শত্রুতা ও যশহানি হতে পারে। আধ্যাত্মিক চেতনার বিকাশ,সদ গুরু লাভ,ও গুরুজনদের আশীর্বাদ পাবেন।
মিথুন রাশি- অতিরিক্ত চিত্তচাঞ্চল্য ও বালকসুলভ মনোভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদগ্রস্ত হবেন ।সন্তানের শারীরিক অসুস্থতা, চোট-আঘাত জনিত সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। ব্যবসাক্ষেত্রে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে।তবে দূরবর্তী স্থানে অনলাইনে ব্যবসা কিছুটা শুভ ফল পেতে পারেন । এছাড়া বকেয়া অর্থ ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে।
কর্কট রাশি-পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যের জেরে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাবে, গৃহসম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপাতত স্থগিত রাখাই সঠিক সিদ্ধান্ত হবে ।সন্তানের কর্মক্ষেত্র শুভ হবে না, কর্ম পরিবর্তন হতে পারে এবং কর্মস্থলে গুপ্ত শত্রুতা, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট। ব্যবসাক্ষেত্রে দিন দিন অশুভ মাত্রা বৃদ্ধি পাবে ,ব্যবসা বন্ধ হয়ে যাবে ,অংশীদার দ্বারা প্রতারিত হতে পারেন।
সিংহ রাশি-সোশ্যাল মিডিয়ায় কোন প্রেমজ প্রস্তাব গ্রহণ করে প্রতারিত হতে পারেন, প্রেমে ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদ হবার সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে মোটামুটি ,অংশীদারি ব্যবসা আশাপ্রদ শুভ সম্পর্ক থাকবে, আর্থিক উন্নতির ব্যবসার প্রসার, চিকিৎসার সরঞ্জাম ,বেকারি ব্যবসা শুভ হবে। বন্ধুবান্ধব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে , অসময়ে তাদের আনুকূল্য লাভ করবেন
কন্যা রাশি-বন্ধু নির্বাচনে সতর্ক ও সজাগ থাকুন ,কোন অচেনা আগন্তুক এর পাল্লায় পড়ে তাদের দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা। কর্মক্ষেত্র থেকে বিবাহের যোগাযোগ আসবে, তবে কথাবার্তা ফলপ্রসূ হবে না, বিবাহ মোটেই শুভ হবে না। সন্তানের কর্ম লাভের সম্ভাবনা, কর্মরতদের কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ, ঝামেলায় জড়িয়ে কর্মে সম্মানহানি ও কর্ম হানি হবার সম্ভাবনা।
তুলা রাশি-একই সাথে বিপরীত ও পরস্পর বিরোধী মতামত পোষণ করবেন, আত্মবিশ্বাসের অভাবে ভাগ্যের উত্থান পতন ঘটবে। দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাটের অবসান ঘটবে, স্বামী স্ত্রীর শারীরিক সুস্থতা ও শান্তি বজায় থাকবে। ব্যবসা ধীরে ধীরে উন্নতি হবে, ব্যবসার পরিমাণ বৃদ্ধি পাবে, অংশীদারদের সাথে ব্যবসায়িক সম্পর্কের উন্নতি ঘটবে।
বৃশ্চিক রাশি_সন্তানের শিক্ষা ক্ষেত্রে নানা বাধা বিপত্তি ঘটবে, ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সাথে যোগাযোগের সমস্ত চেষ্টা ব্যর্থ হবে ।এমনকি শিক্ষায় ছেদ চলে আসবে।বর্তমানে ব্যবসা ক্ষেত্রে বিপুল আর্থিক সংকট দেখা দেবে , কোন ব্যবসায়িক সংস্থা ভুল তথ্য দিয়ে আর্থিকভাবে প্রতারিত করতে পারে ।বর্তমানে কর্মরত আছেন যারা কর্মক্ষেত্রে সতর্ক থাকুন, কোন গোপন ষড়যন্ত্রকারী সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাবে।
ধনু রাশি-আপনার সন্তানের বিদ্যায় একাগ্রতা কম , মানসিক দ্বন্দ্বের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারব না। সাংবাদিকতা ইলেকট্রিসিটি ,হিসাব শাস্ত্র, অর্থ শাস্ত্র ইত্যাদি পড়াশোনা করলে শুভ ফল পাবে। কর্মক্ষেত্রে সন্তানের প্রতিষ্ঠা ও উন্নতি পেতে বিলম্ব হবে, সম্মান অর্জন করার জন্য যথেষ্ট শ্রম দিতে হবে। সম্মান ও মহানুভবতার কারণে আপনার ব্যয়ের হাত বড় হবে, দান ধ্যান পূর্ণ কর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি।
মকর রাশি-নিজের বুদ্ধিকে কাজে লাগান, অন্যের পরামর্শে অপরাধমূলক কর্মের জড়িয়ে নানারকম শত্রুতা, আইনি ঝামেলা হতে পারে। বর্তমানের অস্থির পরিস্থিতিতে ও আপনার সন্তানের কর্ম লাভের সুসংবাদ পেতে পারেন। জীবন যাত্রায় নানারকম পরিবর্তনের সম্মুখীন হবেন, আপনার ভাবনাকে ঈশ্বর মুখী করে তুলবে, পরমাত্মার সাথে মিলিত হবার আপ্রাণ চেষ্টায় মানসিক শান্তি খুঁজবেন ।
কুম্ভ রাশি_গৃহে সুখ শান্তি ও আনন্দ উৎসবের মনোরম পরিবেশ থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে শুভ হবে , বিশেষ করে তথ্যপ্রযুক্তিতে কর্মরতরা আশাপ্রদ ফল পাবেন। আধ্যাত্বিক অনুভূতি সম্পন্ন,ত্যাগ মূলক মানসিকতা ও মোক্ষ লাভের দিকে ঝোঁক থাকব।,সেবামূলক কাজে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ।
মীন রাশি-আপনার ধৈর্য ও অধ্যবসায়ী মনোভাবের জন্য জীবনে বিলম্ব হলেও সফলতা পাবেন।উচ্চবংশজাত প্রতিষ্ঠিত ব্যক্তির সহচর্য ও তাদের আনুকূল্য লাভের শুভ সুযোগ আসতে পারে । ভুল করে কোন সংস্থায় অর্থলগ্নি করে প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন পড়তে পারেন। অর্থ চুরি যাওয়াও অসম্ভব নয়।