মেষ রাশি-বাক্য প্রয়োগে সতর্ক হোন, পার্টনারের সাথে মতভেদ মতানৈক্যে জটিলতা বৃদ্ধি, দাম্পত্য জীবনে মানসিক দূরত্বের সৃষ্টি ।ব্যবসাক্ষেত্রে কোন দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে ক্রয়বিক্রয়ের ধীরে ধীরে প্রশস্ত হবে ও সন্তোষজনক জায়গা তৈরি হবে।শারীরিক দিক থেকে চলাফেরায় বিশেষ সর্তকতা অবলম্বন করুন, সার্জারি রক্তপাত দুর্ঘটনায় স্বাস্থ্যের নানা প্রতিবন্ধকতা দেখা যাবে।
বৃষ রাশি-সব ব্যাপারে উদ্যোগী হলেও অগ্রগতিতে নানা বাধা বিড়ম্বনার সম্মুখীন হবেন ,তবে বুদ্ধি প্রয়োগে কিছুটা আর্থিক সূরাহা হবে ।মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।কিডনি, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে ভোগের আশঙ্কা । চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত দ্রব্য ,বেকারি,পরিষেবা, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ব্যবসাক্ষেত্রে পরিধি বৃদ্ধি।
মিথুন রাশি-বিদ্যার্থীদের চঞ্চল অস্থির মানসিকতা হলেও বিশেষ সুযোগ-সুবিধা পাবেন, ইঞ্জিনিয়ার আইন হিসাবরক্ষক মেডিকেল সংক্রান্ত পড়াশোনা শুভ হবে। ব্যবসাক্ষেত্রেকিছু সমস্যা হলেও আপনার তীক্ষ্ণ বুদ্ধি ও সহজাত ক্ষমতায় কিছুটা সাফল্যের মুখ দেখতে পাবেন, যদিও অংশীদারি ব্যবসায় শুভ হবে না। অত্যধিক মানসিক চাপের ফলে নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
কর্কট রাশি-স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত নিলে সফল হবেন। অত্যধিক মানসিক অস্থিরতার জন্য মন সংযোগের অভাবে বিদ্যার্জনে বাধা।সরকারি বেসরকারি পদে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে ভুল কোন পদক্ষেপ নিতে পারেন, দায়িত্ব-কর্তব্যের ব্যাপারে উদাসীন হতে পারেন।
সিংহ রাশি-বিদ্যার্থীরা উত্তেজনা,উগ্রতা পরিহার করুন, বিদ্যার্জনের নানা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর্থিক ব্যাপারে শুভ হলেও অত্যধিক খরচে অর্থ সঞ্চয়ে বাধা ।অধ্যাপনা ,শিক্ষক ইত্যাদি কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মস্থলে দক্ষতা ও দূরদর্শিতার কারণে পরিচিতি অর্জন করতে পারেন।
কন্যা রাশি-স্থাবর বিষয় সম্পত্তির কারণে চিন্তিত ও বিব্রত থাকবেন মাতার শারীরিক অসুস্থতা বিশেষ দুশ্চিন্তার কারণ হবে। সৃষ্টিশীল কাজ নাচ গান অভিনয় ইত্যাদি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা সৌভাগ্যের আনুকূল্য পাবেন। বর্তমান যোগাযোগের ব্যবস্থার প্রতিবন্ধকতার জন্য ব্যবসাক্ষেত্র নানা বাধার সম্মুখীন হবেন, আপাতত স্থগিত রাখুন কোন।,
তুলা রাশি-বিদ্যার্থীরা যথাযথ ভাবে বিদ্যার্জনে সাফল্য পাবেন, নতুন কর্মে নিযুক্ত হওয়ার পথ খুলে যাবে। হোটেল-রেস্তোরাঁ বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান ইত্যাদি সাময়িক প্রতিবন্ধকতা থাকলেও ধীরে ধীরে আশার আলোর সঞ্চার ঘটবে। চলাফেরা ও শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, অপ্রত্যাশিতভাবে শারীরিক দুর্ভোগ দেখা দেবে।
বৃশ্চিক রাশি-পার্টনারের অতিরিক্ত আত্মবোধের কারণে বিবাহিত জীবনে মানসিক দূরত্বের সৃষ্টি, মাধুর্যহানি ঘটবে। সৃষ্টিশীল কর্মের যুক্ত ব্যক্তিরা নতুন ছন্দের ফিরে আসবে, যোগাযোগের নতুন পথ খুলে যাবে।স্বীকৃতি প্রাপ্তি হবে। আধ্যাত্মিক মননশীলতা বৃদ্ধি,যা আপনাকে যেকোনো প্রতিকূল পরিস্থিতি থেকে পুনরায় উজ্জীবিত করতে সাহায্য করবে।
ধনু রাশি-বুদ্ধি বলে নতুন নতুন সুযোগ তৈরি হবে,যা আর্থিকভাবে উন্নতির সহায়ক ভূমিকা নেবে।।রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা বাকসংযমী না দুর্ভোগের শেষ থাকবেনা, আপনার অতিকথন মান সম্মান হানির কারণ ঘটবে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি ও মানসিক শান্তি লাভের প্রচেষ্টা
মকর রাশি–গৃহে দীর্ঘকালীন আত্মীয়-স্বজনের উপস্থিতি বিব্রতবোধ করবেন ।সরকারি কর্মে গুরুত্বপূর্ণ পদে লিপ্ত থাকা ব্যক্তিরা মানহানি অপদস্থ থেকে সতর্ক থাকুন ।মানসিক হতাশা, একঘেয়েমি থেকে দূরে থাকুন, হঠকারিতার বশে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করে বসবেন না।
কুম্ভ রাশি-নিকটজন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সকলের সাথে সুসম্পর্ক ও সহযোগিতা পাবেন। বৈদেশিক যোগাযোগ এলেও বর্তমান প্রতিকূল পরিস্থিতির জন্য আপনার স্বপ্ন পূরণে বাধা হবে। ব্যবসার কোন ভুল সিদ্ধান্ত নিয়ে আর্থিক সঙ্কটে পড়তে পারেন, কর্মচারীদের সহযোগিতা পাবেন না,মানসিক চাপ বৃদ্ধি।
মীন রাশি-দাম্পত্য জীবনে অস্থিরতা ও মতানৈক্য দেখা দিলেও দীর্ঘমেয়াদী কোন অশুভ প্রভাব পড়বে না। ক্রিয়েটিভ নিউজ মিডিয়া ইত্যাদি কাজকর্মে প্রসার লাভ হবে নতুন যোগাযোগ বৃদ্ধিতে মানসিক স্বস্তি।আকস্মিক দুর্ঘটনা জনিত ঘটনা থেকে রক্ষা পেতে চলাফেরায় সতর্ক থাকুন।