মেষ রাশি-পরিবারে পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকলেও প্রতিবেশীদের গুপ্ত শত্রুতার কারণে ঝামেলা অশান্তি ও মানসিক হতাশায় ভুগবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ হবে না, অংশীদারের সাথে মনোমালিন্য ও আর্থিক ক্ষতি, নতুন করে কোনো রকম বিনিয়োগে আগ্রহী হবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ক্রনিক কোন রোগে আক্রান্ত ও যথেষ্ট উদ্বেগ বৃদ্ধি ।
বৃষ রাশি-জমি জায়গা থেকে আর্থিক লাভবান হবেন, কেনাবেচা সংক্রান্ত বিষয়ে শুভ। পরিশ্রমী ও প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার জন্য শত্রুরা পরাজিত হবে, বশীভূত হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি শুভ হবে,অধিক বিনিময়ে ব্যবসার প্রসার ও লাভবান হবেন
কর্কট রাশি-সুন্দর মানবিক মনের বিকাশ ঘটবে ও আত্মীয়-স্বজনের সাথে সুমধুর সম্পর্ক বজায় থাকবে। বন্ধু বান্ধবরা জীবনে বিশেষ ভূমিকা পালন করবে ও তাদের দ্বারা লাভবান হবেন। ব্যবসা সূত্রে আর্থিক শ্রীবৃদ্ধি ও অংশীদারদের সাথে সুসম্পর্কে ব্যবসার পরিমাণ বৃদ্ধি ও লাভবান হবেন।
মিথুন রাশি-মাতার দ্বারা আর্থিকভাবে লাভবান ,গৃহ, জমি, বাহন ইত্যাদি ভাড়া সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ হবে। বিবাহিত জীবন শুভ হবেনা, গুরুজন স্থানীয় তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় দাম্পত্য জীবনে অশান্তি ও মনোমালিন্য বৃদ্ধি। রাজনীতি, অধ্যাপনা, প্রশাসনিক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির ও গ্রহণযোগ্যতা বাড়বে।
সিংহ রাশি- আপনার ভালো মানুষীর সুযোগ নিয়ে অর্থ ধার চাইলে ভুল করেও দেবেন না, সমস্ত আর্থিক লেনদেন অত্যন্ত সতর্কভাবে করুন। বিনোদন জগৎ ,যানবাহন , খাদ্যদ্রব্য,পোল্ট্রি সংক্রান্ত মুলক সমস্ত কর্মক্ষেত্রে বিশেষ শুভ হবে না, অপমান, অপদস্থ, ঝামেলা অশান্তিতে ভুগবেন। চোখের কোন সমস্যা হলে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
কন্যা রাশি-উচ্চ আভিজাত্যপূর্ণ কোন শুভাকাঙ্ক্ষীর অনুগ্রহে জীবন পথে অগ্রসর হতে পারেন। পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য নানা প্রতিবন্ধকতা দেখা দেবে,অতৃপ্ততা জনিত কারণে বিবাহিত জীবনে সুখের অভাব ঘটবে। উচ্চশিক্ষা ও কোন কিছু গবেষণা মূলক কর্মের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবার সম্ভাবনা।
তুলা রাশি-বিদ্যার্থীজদের কঠোর অধ্যবসায় ,ধৈর্যশীল মনোভাবের জন্য বিদ্যাশিক্ষা শুভ হবে ও সফলতা পাবে। অত্যন্ত কুড়েমি, নিরুৎসাহ, অলসতার জন্য ভাগ্যের সহায়তা পাবে না, শুভ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। বাহন সংক্রান্ত কর্ম,গৃহ শিক্ষক মূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ শুভ ফল পাবেন।
বৃশ্চিক রাশি-প্রেমজ সম্পর্কে বাস্তবের মাটিতে পা রেখে চলুন, হঠকারী সিদ্ধান্তে প্রেমে শত্রুতা, বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।সৃষ্টিশীল কর্মে যুক্ত ব্যক্তিদের পুনরায় যোগাযোগ বৃদ্ধি হবে, স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা। ভাগ্য সুপ্রসন্ন থাকলে ফাটকা মূলক ব্যাপারে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন।
ধনু রাশি-মাতা শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন, চোট-আঘাত লাগার সম্ভাবনা। রাজনীতি কর্মে যুক্ত ব্যক্তিদের বাকসংযমী না হলে দুর্ভোগের শেষ থাকবে না, অতিকথনে হাস্যস্পদের পাত্র হবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসাক্ষেত্রে বুদ্ধি বলে সুযোগ তৈরি হলেও স্থিরতা থাকবে না।
মকর রাশি-সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে অর্থ উপার্জন হবে, গৃহ সম্পত্তির উন্নতিতে মানসিক প্রফুল্লতা। যেকোনো রকম যোগাযোগের মাধ্যমে শিক্ষা মূলক কোর্স করলে ভবিষ্যতে ইতিবাচক সুফল পাবেন। নাচ গান অভিনয় অঙ্কন শিল্পী ইত্যাদিতে নতুন সুযোগ ও নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি হবে।
মীন রাশি-দাম্পত্য জীবনে অস্থিরতা মনোমালিন্য থাকলেও পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হবে না।বেসরকারী প্রতিষ্ঠান কর্মরত থাকলে সফলতা পাবেন,। ব্যবসা ক্ষেত্রে শুভ প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি ও প্রসার লাভ হবে,তবে বর্তমান পরিস্থিতিতে চিন্তাভাবনা করে বিনিয়োগ করুন। দাম্পত্য জীবনে অস্থিরতা মতানৈক্য থাকলেও পারস্পরিক
কুম্ভ রাশি-প্রেমে ঝোঁকের মাথায় অবৈধ সম্পর্কে জড়িয়ে মহিলা দ্বারা শত্রুতার সম্মুখীন হতে পারেন।সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ফলে বুদ্ধিভ্রষ্ট হয়ে চটজলদি কোন সিদ্ধান্ত নিলে বিপদগ্রস্থ হতে পারেন, অবশ্যই সতর্ক থাকুন।।সরকারি দায়িত্বশীল পদে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে প্রভাবশালী উর্দ্ধতন ব্যক্তির শত্রুতার সম্মুখীন হতে পারেন।