মেষ রাশি –ছলচাতুরীর আশ্রয় নিয়ে অচেনা কোন ব্যক্তিকে গৃহে প্রবেশ করতে দিলে বিপদে পড়বেন, দিনে দুপুরে ডাকাতি হতে পারে। প্রেমজ সম্পর্কের বিবাহে পারিবারিক মতামত থাকবে ও বিবাহ সূত্রে লাভবান। কর্ম পরিবর্তন বা কর্মস্থল পরিবর্তন হতে পারে ,কর্মের ব্যাপারে উন্নতিতে বাধা বিলম্বের সম্মুখীন হবেন।
বৃষ রাশি-বাকসংযমী হোন, আপনার অপ্রিয় সত্য কথনে পরিবারের লোকের দ্বারা বিরাগভাজন হবেন’।অর্থ উপার্জনের যোগাযোগ বৃদ্ধি পাবে ,বুদ্ধিমত্তা ও বাকচাতুর্য তার মাধ্যমে একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারেন।সন্তানের লেখাপড়ায় নানা বাধা বিপত্তির কারণে দুঃশ্চিন্তা বাড়বে ও উচ্চশিক্ষায় বিদেশ ভ্রমণের সুযোগ বর্তমান পরিস্থিতিতে কার্যকরী হবে না।
মিথুন রাশি-অতি সাহস দেখাতে গিয়ে বিপদে পড়তে পারেন, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তির সহিত মতানৈক্য ও শত্রুতা হয়ে আইনি ঝামেলা। অযাচিতভাবে উত্তরাধিকার সূত্রে কোন ব্যক্তির সম্পত্তি পেতে পারেন ।পিতার সাথে মতপার্থক্যের জেরে বাড়ি থেকে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলে ভাগ্য উন্নতির সহায়ক হতে পারে।
কর্কট রাশি-জীবনের রূঢ় বাস্তবের ঘাত-প্রতিঘাতে ঈশ্বর মুখী হবার মানসিকতা তৈরি হবে, মোক্ষ লাভে আগ্রহ বৃদ্ধি। উচ্চবংশ আভিজাত্যপূর্ণ শিক্ষিত পরিবারের সাথে বিবাহের যোগাযোগ মোটামুটি শুভ হবে ,তবে বর্তমান পরিস্থিতিতে বিবাহ বিলম্ব হতে পারে। সন্তানসম্ভবা মহিলাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব বা সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তিত থাকবেন।
সিংহ রাশি-আপনার সন্তান চাকরি সংক্রান্ত বিষয় বা প্রতিযোগিতামূলক বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সুফল পাবে।কর্মক্ষেত্রে মোটামুটি শুভ, আপনার নেতৃত্বেসুলভ মানসিকতার জন্য কর্মক্ষেত্রের উচ্চ মহলে প্রশংসিত হবে, মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুচিকিৎসায় আরোগ্য লাভ ও গৃহে প্রত্যাবর্তনের মানসিক শান্তি পাবেন।
কন্যা রাশি-উচ্চশিক্ষায় বাধাবিপত্তি এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ বর্তমান অচলাবস্থার কারণে স্থগিত থাকবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা ঝামেলা ও অপদস্ত হতে পারেন। তবে ডাক্তার, সাংবাদিকতা, আইন, ইঞ্জিনিয়ার ইত্যাদি কর্ম শুভ হবে। ধর্মীয় ব্যাপারে উদার হবেন, আধ্যাত্বিক চেতনার বিকাশ, গুরুজনের আশীর্বাদ লাভ।
তুলা রাশি-আপনার সন্তানের বিদ্যলাভ বাধা বিঘ্নের মধ্য দিয়ে হবে,, শাসন বিভাগ আইন ইত্যাদি পড়াশোনা , প্রতিযোগিতামূলক বিষয়ে পরীক্ষা দিল শুভ ফল পাবে। প্রতিকূল থেকে কোন প্রকার দুঃখ প্রাপ্তিতে মনোবল ভেঙে চুরমার হয়ে যেতে পারে। উন্নতির বহু সুযোগ নষ্ট হবে, যোগ্যতা থাকলেও আপনার সঠিক মূল্যায়ন না হবার কারণে মানসিক হতাশা বৃদ্ধি
বৃশ্চিক রাশি-গৃহ জমিজমা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হলে শত বাঁধার মধ্যেও আপনার জয়লাভ নিশ্চিত । বিদ্যার্থীরা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সাফল্য পাবেন। সন্তানের কর্মক্ষেত্র শুভ নয়,কর্মস্থল পরিবর্তন হতে পারে, বাধা-বিপত্তি গুপ্ত শত্রুতার কারণে নাম যশ কর্ম উন্নতিতে বাধা।
ধনু রাশি-সৎ পথে অর্থ উপার্জন ও সঞ্চয় শীল মানসিকতার জন্য জীবনে সৌভাগ্য লক্ষী সাথে থাকবে, ধন কষ্টে পরতে হবেনা। জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা, আত্মীয়দের সাথে সম্পর্ক হানি ইত্যাদি কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন ,মনোবল ভেঙে যাবে ।সন্তানের কর্মক্ষেত্রে নৈরাশ্য হতাশা বৃদ্ধি ,কর্মস্থল পরিবর্তন হওয়ার কারণে দূরবর্তী অঞ্চলে নিঃসঙ্গ থাকার সম্ভাবনা।
মকর রাশি-উদার ও মহানুভব মানসিকতার জন্য জ্ঞাতি আত্মীয়দের প্রতিপালন করা সত্ত্বেও তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার আশা ভঙ্গের বেদনা। শারীরিক ত্রুটিজনিত কারণে সন্তান প্রাপ্তিতে বিলম্ব, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান লাভ। লিভার স্টমাক গলব্লাডার প্যানক্রিয়াস ইত্যাদি শারীরিক সমস্যা রোগ ভোগ হওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি-বিদ্যার্থীদের বিদ্যালাভের জন্য শুভ হলেও উচ্চশিক্ষা লাভে বাঁধাবিঘ্ন। শাসন বিভাগ ,চিকিৎসাশাস্ত্র, আইন ওষুধ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা শুভ হবে। প্রতিরক্ষা বিভাগ, প্রশাসনিক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা পরাক্রম, সাহস ও বীরত্বের জন্য কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি।ব্যবসাক্ষেত্রে কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন তবে যাই করুন ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। জমি ও ওষুধ সংক্রান্ত , ব্যবসা লেনদেন করতে পারেন
মীন রাশি- পারিবারিক নানা অশান্তির কারণে অমনোযোগিতা বৃদ্ধি ও বিদ্যায লাভে বাধা।মেডিকেল ইঞ্জিনিয়ার সাংবাদিক ইলেকট্রিক ইত্যাদি বিষয়ে শিক্ষা শুভ। বাড়ির কাছাকাছি বিবাহের যোগাযোগ হলেও পাত্র-পাত্রী নির্বাচনে সমস্ত তথ্যের সত্যতা যাচাই করে তবে সিদ্ধান্ত নিন। ফাটকার মাধ্যমে গৃহ সম্পত্তি ও জায়গা জমি প্রাপ্তির যোগ, জায়গা জমি বিষয়ে কোন আইনি গোলযোগ ও প্রতারণা জড়িত থাকতে পারে।