বৃষ রাশি-নিজের ও পরিবারের শারীরিক অসুস্থতা বা অন্য কোন কারণে ব্যয়াধিক্য দেখা দেবে। বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা দীর্ঘ অচলাবস্থার নিরসন হবে , পট পরিবর্তনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা। তবে সন্তানের কর্মক্ষেত্র নিয়ে মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি, কৌশলে পরিস্থিতি সামাল দিতে বলুন।
মেষ রাশি-ছোট ভাই বোনদের সাথে মতবিরোধ ও মতানৈক্যে প্রবল সম্পর্ক হানি ,প্রয়োজনীয় অর্থ প্রাপ্তিতে বাধা, আর্থিক স্বাচ্ছন্দে ঘাটতি দেখা দেবে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে ও মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা।
মিথুন রাশি-অপ্রিয় সত্যি কথনে পরিবারের সদস্যদের থেকে মানসিক দূরত্ব তৈরি হবে। ভুল করেও কাউকে অর্থ ধার দেবেন না ,অন্যের প্ররোচনায় অর্থনাশ।স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স, চিকিৎসার সাথে জড়িত ব্যক্তিদের অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্র শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা।
কর্কট রাশি-প্রবল ব্যয় হলেও সেটা সুসংগত হওয়ার কারণে সুদূরপ্রসারি ফল পাবেন। ভাগ্যের আনুকূল্য লাভে মনের মত ভাগ্য উন্নতি ঘটবে, বিবাহ যোগ শুভ হবে। বর্ষীয়ান ব্যক্তিরা উচ্চরক্তচাপ, আর্থাইটিস ইত্যাদি শারীরিক অসুস্থতার বিব্রত থাকবেন।
সিংহ রাশি-উত্তেজনা অস্থিরতার কারণে বন্ধুবান্ধব বা নিকটজনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হবে। সন্তান সম্পর্কে নেতিবাচক মনোভাব দেখা দেবে ,সন্তানের শিক্ষাক্ষেত্রে মনোযোগের অভাব ঘটবে ও শিক্ষায় সাময়িক ছেদ। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা সতর্ক ভাবে সিদ্ধান্ত নিন, বিতর্কমূলক বক্তব্য পেশ করে অপদস্ত হতে পারেন।
কন্যা রাশি-উচ্চশিক্ষা ক্ষেত্রে মেধা,গুন ,যোগ্যতা, প্রতিভার জোরে ভালো সুযোগ ও সাফল্য পেতে পারেন। ভাগ্যের আনুকূল্যে ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে , উন্নতির পথ প্রশস্ত হবে। হঠাৎ করে চাকরির পাওয়ার সুখবর পেতে পারেন।
তুলা রাশি-স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ব্যাপারে আপাতত স্থগিত রাখুন, হঠকারিতার বশে কোন ভুল সিদ্ধান্ত নেবেন না। কর্মস্থলে ধৈর্য বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা সাথে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করুন, অপদস্থ হতে পারেন । অংশীদারি ব্যবসা শুভ হবে না,ব্যবসা স্থলে কর্মী অসন্তোষ দেখা দিলেও আপনার আগ্রাসী প্রচেষ্টায় প্রতিকূল পরিস্থিতির সামাল দিতে পারবেন।
ধনু রাশি-আত্মীয় কুটুম্ব পরিজনদের সাথে তিক্ততা বাড়বে, স্বার্থের টানাপোড়েনে সম্পর্কের অবনতি।আর্থিক ক্ষেত্রে শুভ, আকস্মিক ভাবে বকেয়া টাকা পেয়ে যেতে পারেন, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি। বাস্তববোধের অভাবে বোকামি করে বসবেন না, অতিরিক্ত সরলতার জন্য বিপদে পড়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি-প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের সম্ভাবনা,।কোন প্রকার দুর্নীতি ও প্রতারণার ব্যাপারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন, তবে ফটকা মূলক বিষয় থেকে হঠাৎ করে প্রভূত অর্থ পেতে পারেন। ব্যবসা শুভ, বুদ্ধি বিচক্ষনতার জন্য ব্যবসা ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারবেন। খাদ্যদ্রব্য, চা কফি তরল জাতীয় দ্রব্যের ইত্যাদি ব্যবসা শুভ হবে
মকর রাশি-পরিবারে সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে ভুল বোঝাবুঝির জন্য সদ্ভাব থাকবেনা, হতাশায় ভুগবেন। ব্যয়ের অধিক প্রাবল্যে আর্থিক দুশ্চিন্তা পারিবারিক কারণে অর্থ দিলে অর্থ ফেরত পাবেন না। বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের অত্যন্ত শুভ , দীর্ঘদিন পর নতুন যোগাযোগ ও কর্মের নতুন পথ তৈরি হবে।
কুম্ভ রাশি-অর্থের অপচয় ও অপব্যবহারে আর্থিক দুশ্চিন্তায় ভুগবেন। প্রেমে সম্মান গুন,বংশ মর্যাদা ,ব্যক্তিত্ব দেখে প্রেম করার মানসিকতা থাকবে। নিজস্ব সঠিক সিদ্ধান্তের অভাবে ব্যবসাক্ষেত্রে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে, এই মুহূর্তে কোনরূপ বিনিয়োগ না করাই মঙ্গল জনক
মীন রাশি-পারিবারিক শান্তিপূর্ণ না হলেও সহোদর ভাই বোনের দ্বারা প্রবল সহযোগিতা লাভ করবেন। ভাগ্যের আনুকূল্য লাভের জন্য আর্থিক ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না। সরকারি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা স্বীকৃতি পাবেন, আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে, কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি হবে।