মেষ রাশি–বিদ্যার্থীরা চাকরী সংক্রান্ত প্রতিযোগিতামূলক বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে শুভ ফল পাবে।প্রেমে একনিষ্ঠতা থাকলেও অত্যধিক গাম্ভীর্য ব্যক্তিত্বপূর্ণ মনভাবে অশান্তি ঝামেলা হয়ে সম্পর্কের অবনতি। হাড় ও দাঁতের ডাক্তার, কেমিক্যাল ,ইঞ্জিনিয়ার , কৃষিকাজ সংক্রান্ত কর্ম বিশেষ শুভ।
বৃষ রাশি–সন্তানের উচ্চশিক্ষায় বাধাবিঘ্ন জনিত কারণে সাফল্য লাভে বিলম্ব ঘটবে। উচ্চ অভিজাত পরিবারের কারো প্রেমজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হবে ও সম্পর্কের উন্নতিতে মানসিক প্রশান্তি লাভ। কর্মের যোগাযোগ আসবে, কর্মরতরা কর্ম ক্ষেত্রে উন্নতি সংক্রান্ত শুভ সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি–গৃহে আর্থিক উন্নতি ও মায়ের থেকে অর্থ লাভ হবে পারিবারিক মান–সম্মান বৃদ্ধি। ব্যবসায় প্রসার লাভ ও আর্থিক শ্রী বৃদ্ধিতে মানসিক স্বস্তি বোধ, ওষুধ ও ফল,মিষ্টান্ন দ্রব্য সংক্রান্ত ব্যবসা বিশেষ শুভ হবে। ব্যাংক, আইন, শাসন বিভাগে কর্মরতদের কর্ম দক্ষতার ও একনিষ্ঠতার জন্য সম্মানের পাত্র হবে
কর্কট রাশি–সন্তানের উচ্চশিক্ষায় সফলতার লাভে আপনি গর্বিত বোধ করবেন। বর্তমানে ব্যাবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি হবে, কৃষিজাত পণ্য, মেডিক্যাল সংক্রান্ত যাবতীয় ব্যবসায় প্রসার লাভ হবে। রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সতর্ক থাকুন, পায়ের চোট আঘাত জনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা।
কন্যা রাশি– আপনার শান্ত স্নিগ্ধ মাতৃসুলভ ও বন্ধু বৎসল ব্যাবহারে পরিবারের সদস্যদের মন জয় করে নিতে পারবেন।প্রচন্ড অস্থিরতার মধ্যেও সৌভাগ্য লাভ ও অনেক দিনের পুরনো ইচ্ছে পূরণ হতে পারে। প্রবীণ ব্যক্তিদের দীর্ঘ দিনের পর সুচিকিৎসায় রোগ ভোগের মুক্তি ঘটবে ও আরোগ্য লাভ।
সিংহ রাশি–পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের সাথে প্রবল শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বাহন সুখে বাধা ,বাহন সংক্রান্ত যাবতীয় ক্ষয়ক্ষতি, বিপদে বিরম্বনার শেষ থাকবে না। ব্যবসা ক্ষেত্রে অশুভ, কর্মচারীদের অসহযোগিতা শত্রুতা ও কর্মী অসন্তোষের কারণে ব্যবসায় আর্থিক মন্দা।
বৃশ্চিক রাশি–বিদ্যার্থীরা উচ্চশিক্ষায় মনোমত সফলতা লাভে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।পিতা বা পিতৃতুল্য কোন ব্যক্তির সাহায্য ভাগ্যের উন্নতি লাভে জীবনের অগ্রগতির পথ প্রশস্ত হবে। নিজস্ব পছন্দের বিবাহ শুভ হবে না, বিবাহিত জীবনে পার্টনারের সাথে মানসিক টানাপোড়েন দ্বিধা–দ্বন্দ্বে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে।
তুলা রাশি–জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আত্মীয়–স্বজনের মধ্যে শত্রুতা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা , এমন কি কর্ম পরিবর্তনও হতে পারে।অতিরিক্ত অনিয়ম ও শারিরীক অত্যাচারের ফলে স্বাস্থ্য হানি, প্রদাহ মূলক ব্যধি, রক্তক্ষরন জনিত সমস্যা হতে পারে।
মকর রাশি–দূর থেকে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা, তবে পাত্র পাত্রীর সমস্ত তথ্যের সত্যতা যাচাই করে নেবেন। ব্যবসাক্ষেত্রে অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, বাণিজ্যিক ব্যাপারে আন্তর্জাতিকরন হওয়ার সম্ভাবনা। ধর্মের ব্যাপারে স্থিরতার অভাব ,যুক্তির চেয়ে ভাবপ্রবণতাকেই বেশি গুরুত্ব দেবেন ।অবচেতন মনের বিকাশ ঘটবে।
ধনু রাশি–অনলাইনে লেনদেনে অতি সতর্ক থাকুন, আর্থিক প্রতারণার শিকার হতে পারে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডা এড়িয়ে চলুন, নানা প্রতিবন্ধকতা সৃষ্টি, যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবেন না। পিতৃকূল থেকে কোন প্রকার দুঃখ প্রাপ্তি মনোকষ্টের কারণ হবে
কুম্ভ রাশি – উগ্র মেজাজ ও অপ্রিয় সত্যকথনের প্রবণতা ত্যাগ করুন, আত্মীয়–স্বজনের বিরাগভাজন হবেন। ভাড়া সংক্রান্ত ব্যাপারে মাতৃস্থানীয়া কোন মহিলার দ্বারা ষড় যন্ত্রের শিকার ও বিপদগ্রস্ত হতে পারেন, সতর্ক থাকুন। জলাশয় থেকে শত যোজন দূরে থাকুন, বিপদের সম্ভাবনা
মীন রাশি–আধুনিক বিষয়ের প্রতি আগ্রহ,সৌন্দর্য ও সৃজন ধর্মী মানসিকতা থাকবে, সৃষ্টি শীল কাজের মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধির প্রচেষ্টা।।অনেক দিনের প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণত হোওয়ার সম্ভাবনা। কর্ম ক্ষেত্রে নিজের অজান্তে কোন বেআইনি গোপনীয় কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না।