মেষ রাশি-উৎশৃংখল বদমেজাজির কারণে আত্মীয় প্রতিবেশী দ্বারা শত্রুতা ষড়যন্ত্র হলেও ভাগ্যের সহায়তায় তাদের উদ্দেশ্য সফল হবে না । কম পরিশ্রমে অধিক আয়,ভাগ্য সুপ্রসন্ন থাকলে থেকে ফাটকা মুলক ব্যাপার থেকে আয় হবে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি, তবে শ্রমিক-অসন্তোষ থাকলেও ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে, খাদ্যদ্রব্য, ওষুধ,মৎস্য ভোজ্য তেল, ওষুধের ইত্যাদি ব্যবসা শুভ হবে।
বৃষ রাশি-অযাচিতভাবে সাহায্য চাওয়ার নামে কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে চুরি ছিনতাই করতে পারে , সতর্ক থাকুন। গুপ্ত উপায় অর্থলাভ, অপ্রত্যাশিতভাবে উত্তরাধিকারসূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। ভাগ্য উন্নতিতে বাধা ,পিতার শারীরিক দুর্ভোগ ও বর্তমান পরিস্থিতিতে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হোন।
মিথুন রাশি-গুরুজনদের অসম্মান করা, কোন কিছুর তোয়াক্কা না করার মানসিকতার জন্য প্রভাবশালী ব্যক্তির সাথে আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে বিপদে পড়ার সম্ভাবনা। পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে সন্তানের সাথে মতানৈক্য ও মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। বন্ধুরা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে , আপনি তাদের দ্বারা উপকৃত হবেন।
কর্কট রাশি-আপনার সন্তান নেশাসক্ত হয়ে বিপদে চালিত হবে, সন্তানের উচ্ছৃংখলতার কারণে পরিবারে অশান্তির বাতাবরণ। পরিবর্তন প্রিয় মানসিকতার জন্য কর্মে স্থিরতা থাকবেনা , বিতর্ক মূলক মন্তব্য না করে সহকর্মীদের এড়িয়ে চলুন ,নানা সমস্যা থেকে রক্ষা পাবেন। সন্তানসম্ভবা মহিলাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হবে ,, বা সন্তানের শারীরিক ত্রুটিগত কারণে মানসিক দুশ্চিন্তা।
সিংহ রাশি-অত্যন্ত কলহ পরায়ন মানসিকতার জন্য মাতুল বংশের সাথে মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়ে আর্থিক ক্ষতি। গুপ্ত ও অবৈধ প্রেম হওয়া থেকে সতর্ক থাকুন, অযোগ্য কোন পাত্র-পাত্রীকে প্রেম নিবেদন করে প্রতারিত হবেন। ব্যবসা শুভাশুভ ফল দেবে ,ঝামেলা ঝঞ্ঝাট, কর্মী অসন্তোষ, ইত্যাদি কে সামলে আত্মপ্রচেষ্টায় ব্যবসা চালিয়ে যাবেন, ধীরগতিতে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা রাশি-গৃহ জমি সংক্রান্ত বিষয় নিয়ে সন্তানের সহিত বিরোধ ও শত্রুতা বৃদ্ধি, সম্পর্কের অবনতিতে মানসিক যন্ত্রণা।ব্যবসাক্ষেত্রে গতানুগতিক ঢিমেতালে চলবে, আর্থিক দুশ্চিন্তা, ঋণ পাবেন না , যোগাযোগ বাধা বিঘ্নের কারণে ব্যবসা ক্ষেত্রে নানা ঝামেলা। সতর্ক থাকুন, অতিরক্ত সরলতার সুযোগ নিয়ে আপনার থেকে সাহায্য নিয়ে আপনাকেই বিপদে ফেলতে পারে।
তুলা রাশি-সময়ের অপচয় না করে বিদ্যার্থীরা নেট ব্যবস্থার মাধ্যমে ক্যারিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা চালু রাখুন, ভবিষ্যতে কাজে আসবে। যেনতেন প্রকারে প্রেমে জয়লাভ করার মানসিকতা ত্যাগ না করলে প্রেমে বিচ্ছেদ ঘটবে, আপনার প্রেম অপাত্রে অর্পিত হবে। ব্যবসা মোটের উপর শুভ, অংশীদারি ব্যবসায় ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, বেকারি ব্যবসা, জলজ দ্রব্য ও দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি ব্যাবসা শুভ হবে
বৃশ্চিক রাশি- পারিবারিক সদস্যদের মধ্যে সুসম্পর্ক থাকবে না ,গৃহ পরিবেশ ঝামেলা কলহ মতবিরোধ অশান্তির বাতাবরণ। বাক সংযম থাকা ভালো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার না হলে আপনার শত্রুরা মাথাচাড়া দেবে, সকলের কাছে হেনস্তা অপদস্থ করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে থাকবে না , কর্ম উন্নতিতে বাধা ,অন্যায় ভাবে সহকর্মীরা আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে।
ধনু রাশি-আপনার প্রতিবাদী সৃজনশীল মনোভাবকে সুপথে চালিত করুন, লেখনি শক্তির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সংগ্রামশীল জীবনধারাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বাহবা পেতে পারেন। অত্যন্ত শারীরিক জটিলতার কারণে সন্তান প্রাপ্তিতে বিলম্ব। কোন কারন ছাড়াই ভীষণরকম মানসিকভাবে দুশ্চিন্তা গ্রস্ত হবেন না, স্পেকুলেশন এর জন্য দিনটি অত্যন্ত শুভ।
মকর রাশি-পার্টনারের শারীরিক ত্রুটি জনিত কারণে বিবাহিত জীবনে অতৃপ্তি ও দাম্পত্য জীবনে অশান্তি।কর্মক্ষেত্র মোটামুটি ,বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের বর্তমান অচলাবস্থায় যোগাযোগের বাধা জনিত সমস্যায় বিঘ্ন ঘটবে, তবে ফিজিওথেরাপি সাংবাদিকতা ইত্যাদি কর্ম শুভ হবে। রহস্যময় কারণে ক্ষতি, ভোগে অনীহা ও মোক্ষলাভে আগ্রহ বৃদ্ধি, নিঃসঙ্গ একাকীত্বে থাকা পছন্দ করবেন।
কুম্ভ রাশি- মানসিক উদ্দামতার জন্য সব ব্যাপারে অন্যের বিপদে ভাবনা চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ে সাহায্যের প্রতিদান না পাওয়ায় মানসিক যন্ত্রনা। কর্মস্থলে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রের প্রচেষ্টাকে ব্যর্থ করে আপনার সম্মান প্রাপ্তি আটকাতে পারবেনা, তবে বিলম্ব হবে। ।চলাফেরার অতি সতর্কতা অবলম্বন করুন , উচ্চ স্থান থেকে পতন বা যানবাহ জনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা।
মীন রাশি-অর্থ রোজগারের প্রচেষ্টায় ও পরিশ্রমী মনোভাব সত্ত্বেও সুফল পাবেন না,তবে লেখালেখি সাংবাদিকতায় এজেন্সি ইত্যাদি শুভ হবে। ব্যবসা ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার বাধা বিঘ্নের কারণে শুভ হবে না, অনলাইন ব্যবসাতে তবুও আশার আলো দেখতে পাবেন। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র সযত্নে না রাখার কারণে বিপদে পড়তে পারেন