মেষ রাশি-সন্তানের বিদ্যাশিক্ষায় নানা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন,তবে চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা শুভ হবে। পরিবারের মাতৃস্থানীয়া তৃতীয় ব্যক্তির প্ররোচনায় দাম্পত্য জীবনে ঝুট-ঝামেলা, নানা রকম অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। সমস্ত তথ্যের সত্যতা যাচাই করে তবেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে লেনদেনের সম্পর্ক তৈরি করুন।
মিথুন রাশি-হঠাৎ যে কোন উপায় অধিক উপার্জনের নেশায় ফাটকা মুলক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। মাতার শারীরিক অসুস্থতায় উদ্বেগ বৃদ্ধি ও পারিবারিক সদস্যদের মধ্যে প্রীতির বন্ধন আলগা হয়ে যাবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের সাংগঠনিক দক্ষতা ও কর্মক্ষমতা জন্য জনপ্রিয়তা লাভ করবেন।
বৃষ রাশি –পরিবারে পিতৃস্থানীয় কোন বয়োজ্যেষ্ঠ ব্যকতির ব্যক্তির ব্যক্তির সাথে মতবিরোধে সম্পর্কের অবনতি।প্রচন্ড চঞ্চল মানসিকতার কারণে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পারিবারিক মান সম্মান হানি ঝামেলা। সন্তানের বিবাহিত জীবনে কোন রকম প্রতিবন্ধকতা আপনার মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি-আপনার সন্তান লটারি , শেয়ার বা ফাটকা মূলক বিষয় লাভবান হতে পারেন। অতি সাহস বিপত্তি ডেকে আনবে, কোন প্রভাবশালী ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। শরীর ও চলাফেরায় যথেষ্ট সতর্ক থাকুন ,পায়ে চোট আঘাতের সম্ভাবনা।
কন্যা রাশি-ইন্টারনেট, বিজ্ঞাপন বা আত্মীয়-স্বজন এর মাধ্যমে বিবাহের যোগাযোগ আসলেও বর্তমানে স্থগিত রাখার সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে আপনি কোন অন্যায় কাজের সাথে যুক্ত হওয়া থেকে সতর্ক থাকুন, ঝামেলা ঝঞ্ঝাট হয়ে কর্ম ছেদের সম্ভাবনা। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানসিকতা হলেও পার্থিব জগতের কামনা-বাসনাকে অস্বীকার করতে চাইবেন না।
সিংহ রাশি-আপনার সন্তান খেলাধুলা বা যে কোন প্রতিযোগিতামূলক ব্যাপারে যুক্ত থাকলে সফলতা পাবে। আপনার উদাসীন ও অতীগোপন মানসিকতার জন্য প্রেমে প্রতারিত হতে পারেন, প্রেমজ সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা। পূজা-অর্চনা ,ধর্মচর্চায় আগ্রহ বৃদ্ধি ,আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভ করতে পারেন।
বৃশ্চিক রাশি-কোন অচেনা আগন্তুক এর থেকে সতর্ক থাকুন, তাদের কোনরকম সাহায্যের নিতে গিয়ে নিজেই দুরবস্থার মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে যোগ্যতা থাকলেও সঠিক মূল্যায়ন পাবেন না, উর্দ্ধতন কর্তৃপক্ষের শত্রুতার কারণে অপদস্থ হতে পারেন। সন্দেহ বাতিকগ্রস্ত মানসিকতা, নার্ভ সংক্রান্ত সমস্যা, ইএনটি ও হূদরোগের সমস্যা দেখা দিতে পারে।
তুলা রাশি-তৃতীয় ব্যক্তির প্ররোচনায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে প্রেমজ সম্পর্কে অশান্তি ও বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা।ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা বৃদ্ধি ও ভুল সিদ্ধান্তের জন্য ঋণগ্রস্থ হতে পারেন, অংশীদারি ব্যবসা প্রতারিত হবেন।অতিরিক্ত আমোদপ্রিয় বিলাসিতা কারণে স্বাস্থ্য সুখে বাধা ,মহিলাদের গাইনি সমস্যা, ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত সমস্যা ইত্যাদি রোগের আশঙ্কা।
ধনু রাশি-বর্তমান পরিস্থিতিতে বিদ্যার্থীদের বিদ্যায় নানা ঝামেলা ও সাময়িক ছেদ, বিদ্যার কারণে অন্যত্র গমন। কোন প্রকার কেলেঙ্কারির কারণে বিবাহে সামাজিক মান সম্মান হানি, বিবাহিত জীবনে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হবার সম্ভাবনা। জীবনের কিছু মর্মস্পর্শী পটপরিবর্তনে বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন।
মকর রাশি-সন্তানের বিদ্যাশিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহী হলেও বর্তমানে প্রচন্ড অস্থিরতা ও মন সংযোগের অভাবে বিদ্যায় নানা বাধা। হঠকারী, স্বেচ্ছাচারী মনোভাবের জন্য মনে কুবুদ্ধিকে প্রশ্রয় দেবেন না, নিজের ক্ষতিসাধন করতেও পিছপা হবেন না। প্রভাবশালী ,ছোট-বড় একাধিক নানারকম শত্রুতার সম্মুখীন হওয়া থেকে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি-অযথা সময় নষ্ট না করে বিদ্যার্থীরা পড়াশোনা চালিয়ে যান ,ট্রাভেল ট্যুরিজম, রসায়নবিদ্যা, ফিল্ম সংক্রান্ত , ইঞ্জিনিয়ার ইত্যাদি বিষয়ে পড়াশোনা শুভ হবে। আরামপ্রিয়,বিলাস ব্যসনে মানসিকতা থাকবে, বাহন ক্রয় করার ইচ্ছা থাকলে কিনতে পারেন,। দুস্থ ও অসহায় মানুষকে আর্থিকভাবে সাহায্য করে মানসিক শান্তি লাভের প্রচেষ্টা।
মীন রাশি-পারিবারিক ক্ষেত্রে খুবই অশুভ, মাতৃস্থানীয়া কারোর সাথে সম্পর্কের অবনতি,বা মাতার শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ বৃদ্ধি।আপনার সন্তান গবেষণামূলক কোন কর্মের সাথে যুক্ত থাকলে সফলতা পাবে ও সুনাম বৃদ্ধি। ।প্রভাবশালী কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব লাভ ও তার আনুকূল্যে বড় সুযোগ উপস্থিত হতে পারে।