মেষ রাশি–আপনার সুব্যবহারে পার্টনারের মন জয় করতে পারবেন,দাম্পত্য জীবন বন্ধুত্বপূর্ণ ও মধুর সম্পর্ক বজায় থাকবে । স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে বিশেষ শুভ।কর্মরতদের কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপে মানসিক হতাশা বৃদ্ধি,ও নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি তৈরি হবে।
বৃষ রাশি–মাথা ঠান্ডা রেখে চলুন সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে ও সফলতা পাবেন। হঠকারিতার বশবর্তি হয়ে দুমদাম সিদ্ধান্ত নিয়ে অর্থব্যয় হবার সম্ভাবনা। অভিনয় জগৎ, শিল্পী মূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সুযোগ–সুবিধা ও সাফল্য লাভ।
মিথুন রাশি–প্রত্যুৎপন্নতা ও বুদ্ধিমত্তার কারণে নতুনভাবে অর্থাগমের পথ প্রশস্ত হবে। পুরনো বকেয়া ফেরত পাবেন।রাজনীতির কর্মের যুক্ত থাকলে আপনার দৃঢ় মানসিকতা ও সাংগঠনিক দক্ষতার জন্য কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। বিবাহের যোগাযোগ বৃদ্ধি ও বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন।
কর্কট রাশি–গৃহে পোষ্য থাকলে অতি অবশ্যই সতর্ক থাকুন, দংশিত হবার সম্ভাবনা।ব্যবসা ক্ষেত্রে নানা উত্থান–পতন জনিত কারণে মানসিক টানাপোড়েন ও হতাশা নৈরাশ্য বৃদ্ধি। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন, নীজপ্রচেষ্টায় কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি ও জনগণের মনে সাহসিকতার ছাপ ফেলতে পারবেন।
সিংহ রাশি–পারিবারিক নানা অশান্তি ও প্রতিবন্ধকতার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগবেন, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সামাল দিন। শিক্ষকতা ও অধ্যাপনার সাথে যুক্ত ব্যক্তিরা অতি সচেতন ভাবে সিদ্ধান্ত নিন বা বক্তব্য রাখুন,পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। পথ চলতি হঠাৎ দুর্ঘটনা বা হজম সংক্রান্ত সমস্যা যথেষ্ট উদ্বেগের কারণ হবে, সতর্ক থাকুন।
কন্যা রাশি–দাম্পত্য জীবনের নানা মতানৈক্যে মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হতে পারেন,। একাধিক কর্মের সুযোগ সুবিধা ও যোগাযোগ বৃদ্ধি হবে, সাংবাদিকতা ,হিসাব রক্ষক, প্রকাশনা ও আইনি কাজকর্মের সাথে যুক্ত থাকলে কূটবুদ্ধির পরিচয় দেবেন। প্রেমজ সম্পর্ক শুভ হবে না , মানসিক টানাপোড়েনে দূরত্বের সৃষ্টি ও প্রেমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশি– বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে ও নানা সুযোগ সুবিধা, সফলতা পাবে।কর্মের জন্য বিভিন্ন উপায়ে যোগাযোগ বৃদ্ধি পাবে ও অর্থাগমের পথ প্রশস্ত হবে। সরকারি উচ্চপদস্থ পদে লিপ্ত থাকা ব্যক্তিদের অতিব শুভ, মান সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি।
বৃশ্চিক রাশি – হঠকারী মানসিকতা ও ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করে প্রেমে অশান্তির সৃষ্টি। সন্তানের উৎশৃংখল বেপোরোয়া অবভ্য আচরণে মানসিক দুশ্চিন্তা, উদ্বিগ্নতা বৃদ্ধি । –অতিরিক্ত মর্যাদাবোধ ও ব্যক্তিত্ব প্রবন মানসিকতা, আপনার সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার জন্য রাজনীতি ও প্রশাসনিক কর্মে সম্মানীয় পদে লিপ্ত থাকবেন।
ধনু রাশি–বিদ্যার্থীরা আরামপ্রিয় ও অলসতা ত্যাগ করলে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকবে তবে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য উদ্বিগ্ন থাকবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকুন ,মাতৃস্থানীয়া বা পিতৃস্থানীয় ব্যক্তির গুরুতর স্বাস্থ্যহানির সম্ভাবনা।
মকর রাশি–গৃহে মূল্যবান অলঙ্কার ,ব্যবহার্য সামগ্রী সযত্নে রাখুন ,চুরি হয়ে যাবার সম্ভাবনা।অপরাধমূলক কাজকর্মের সাথে নিজেকে জড়ালে মামলা–মোকদ্দমা পর্যন্ত হতে পারে, সতর্ক থাকুন। সন্তানের নিকটবর্তী স্থান থেকে কর্মসংক্রান্ত যোগাযোগ আসতে পারে, কর্মের জন্য প্রশিক্ষণ কারীরা অগ্রাধিকার পাবে ।
কুম্ভ রাশি–বর্তমানে জীবনের কিছু সত্য উদঘাটনে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে,মানসিক অস্থিরতা তৈরি হবে।অনলাইনে সমস্ত রকম আর্থিক লেনদেন অতি সতর্কতা মূলক ভাবে তথ্য গোপন রেখে করুন, দেউলিয়া হয়ে যেতে পারেন। সরকারি কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী দ্বারা হেনস্তা হতে পারেন, প্রতিষ্ঠা ও সম্মান অর্জন করার জন্য অতিরিক্ত শ্রম দিতে হবে।
মীন রাশি–গৃহ পরিবেশে শান্তি–শৃঙ্খলার অভাবে বিদ্যার্থীদের শিক্ষায় অমনোযোগিতা বৃদ্ধি পাবে, ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশোনা শুভ হবে। হঠাৎ করে ফাটকার মাধ্যমে গৃহ সম্পত্তি জায়গা–জমি প্রাপ্তির সম্ভাবনা। অলসতার কারনে কর্মে উৎসাহের অভাব, মহাবিদ্যা ,সম্মোহন বিদ্যা, তন্ত্র সাধনা, গোয়েন্দা বিভাগ ইত্যাদি কর্ম শুভ হবে