মেষ রাশি-মাতৃ সহচর্য লাভ,পারিবারিক সকলের সাথে সুসম্পর্ক, পূজা পাঠ আনন্দ উৎসবের মনোরম পরিবেশ থাকবে।এই মুহূর্তে কোন রকম বিতর্ক মূলক মন্তব্য করে ঝামেলায় জড়াবেন না,সমাজের প্রভাবশালী উচ্চ মহল থেকে আপনার গুপ্তভাবে ক্ষতি করতে পারে। কর্মে একনিষ্ঠ হবেন, রাজনীতি, শাসন বিভাগ শল্যচিকিৎসক ইত্যাদি সম্মানজনক কাজের সাথে যুক্ত থাকতে পারেন
বৃষ রাশি- বিদ্যাশিক্ষায় বাধা বিঘ্নের সৃষ্টি হবে ,তবে প্রতিযোগিতামূলক বিষয় বা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সুফল পাবেন।অল্প পরিশ্রমে যেকোনো উপায়ে অর্থ উপার্জনের মানসিকতায় নিজেকে অন্য কারোর সাথে জড়িয়ে ফেলবেন না। অতিরিক্ত প্রতিবাদী ও ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে নানারকম শত্রুতা,অশান্তি সৃষ্টি ,বদনামের ভাগিদার হতে পারেন
মিথুন রাশি- গৃহ বাড়ি সংস্কার জনিত বিষয় নিয়ে পরিবারের সাথে মতান্তর ঝামেলা, বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা মোটেই স্থিতিশীল নয় , অংশীদারের ষড়যন্ত্রের দ্বারা ব্যবসায়ে বিপুল ক্ষতি, আত্ম প্রচেষ্টায় যুগোপযোগী ব্যবসার চেষ্টা।অস্থির পরিস্থিতিতে কোন সহৃদয় বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াতে সাময়িক স্বস্তি বোধ
কর্কট রাশি -দীর্ঘদিনের কোন আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, শুভ কিছু আপনার জন্য অপেক্ষা করছে।গৃহে অগ্নি জনিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন, চলাফেরা সতর্ক না হলে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা। তীক্ষ্ণ বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতার জন্য ভালো পরামর্শ দাতা হতে পারবেন, সাংবাদিকতার কাজে যুক্ত থাকলে প্রশংসা ও মর্যাদা প্রাপ্তি ঘটবে।
সিংহ রাশি-আপনার জীবনে শুভ কিছু যোগাযোগ আসবে, ভ্রাতা ভগিনীর দ্বারা জীবনে উন্নতি লাভ করতে পারবেন। স্বাধীনতা প্রিয় ,হঠকারী, স্পষ্টবাদী প্রবনতার, কারণে দাম্পত্য জীবনে কলহ, প্রবল অশান্তিময়, ।কর্ম ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আইন ও রাজনীতি , আয়কর দপ্তর এর সাথে যুক্ত কাজকর্ম শুভ হবে।
তুলা রাশি-পারিবারিক সদস্যদের মধ্যে সদ্ভাব থাকবে না,জমি-বাড়ি সংক্রান্ত ব্যাপারে গুরুজনদের সাথে ঝামেলা ঝঞ্ঝাটে সম্পর্কের শীতলতা। ইন্টারনেটের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে ঘরে বসে কর্মরতদের জন্য শুভ সময়। নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, লিভার,মানসিক রোগ পেটের সমস্যায় বিরম্বনার শেষ থাকবে না।
কন্যা রাশি-ভুয়া পরিচয় দিয়ে গৃহে কোন অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ থেকে সতর্ক থাকুন, চুরি হবার সম্ভাবনা। সোশ্যাল মিডিয়ায় মায়াবী প্রেমজ সম্পর্কের প্রস্তাব থেকে শতহস্ত দূরে থাকুন, মহিলা দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে অস্থিরময় পরিবেশ সহকর্মীদের দ্বারা অযথা শত্রুতা সৃষ্টি, বসের সাথে সম্পর্ক নষ্ট, দূরত্ব বজায় রেখে চলুন।
বৃশ্চিক রাশি-বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় বাধার সম্মুখীন হবেন, তবে গবেষণামূলক ক্ষেত্রে আপনার নিরলস পরিশ্রম বর্তমানে সঠিক মূল্যায়নের নিরূপণ হবে না।উচ্চ পদে আসীন হওয়ার জন্য যারা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করতে চান তারা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান, ভবিষ্যতে কাজে লাগবে। ব্যবসা বাণিজ্যে প্রসার লাভে হবে না।অংশীদারদের সাথে সম্পর্ক ছেদ ও প্রবল আর্থিক ক্ষতির জন্য আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত
ধনু রাশি-কথাবার্তায় সংযমী হোন, অপ্রিয় সত্যকথনে সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের শত্রুতার সম্মুখীন হতে পারেন। নিন্দিত ধরনের বিবাহ নিয়ে সামাজিকভাবে হেনস্থা ও অপবাদের শিকার হতে পারেন। উদার ও মহানুভব মানসিকতার জন্য সেবামূলক কাজে দানধ্যান পূণ্যকর্মে অর্থ ব্যয় করবেন।
মকর রাশি-পুত্রের উচ্চশিক্ষায় বাধা বিলম্বের কারণে মানসিক হতাশা বৃদ্ধি, ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের সাথে যোগাযোগ করে পড়াশোনা চালিয়ে যান। অপ্রিয় কথা বার্তায় আত্মীয়-স্বজন প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়িয়ে তাদের দ্বারা ক্ষতির আশঙ্কা ।ব্যবসায় অবনতি, শ্রমিক অসন্তোষ, আর্থিক ক্ষতি লেগেই থাকবে।, তবে জমিসংক্রান্ত ব্যবসা করলে কিছুটা শুভফল পাবেন।
কুম্ভ রাশি-উদ্যমী হওয়া সত্ত্বেও আত্মপ্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জনের বাধা, তবে স্থাবর সম্পত্তি থেকে অর্থ পেতে পারেন। অনলাইনে আর্থিক লেনদেনের সময় সমস্ত তথ্য গোপন রেখে অত্যন্ত সতর্কতামূলক সাথে করুন, দেউলিয়া হয়ে সর্বশান্ত হতে পারেন। ত্যাগ মূলক মানসিকতার জন্য সৎ পথে অর্থ ব্যয় করবেন। গরিব দুঃখীদের আর্থিকভাবে সাহায্য করে সমাজর কাছ সমাদর পাবেন।
মীন রাশি-বর্তমান পরিস্থিতিতে বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন সম্মুখীন হওয়ার কারণে পড়াশোনার লাইন চেঞ্জ করার পারেন, বিদ্যার কারণে দূর গমনের সিদ্ধান্ত।কর্মক্ষেত্রে গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারে তবে গোয়েন্দা দপ্তর এর সাথে যুক্ত কাজকর্ম শুভ হবে। ধৈর্য, অধ্যবসায় ও আত্মত্যাগের মাধ্যমে বিলম্বে সাফল্য পেলেও মানসিক তৃপ্তি পাবেন না ।