বৃষ রাশি-বিবাহিতদের শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসাক্ষেত্রে বেকারি ব্যবসা, জমিজমা সংক্রান্ত ব্যবসা কীটনাশক দব্য ,ও খাদ্যদ্রব্যের সাথে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। সন্তানের কর্মক্ষেত্র শুভ নয়, সহকর্মীদের সাথে নানা ঝামেলা অশান্তি শত্রুতা হতে পারে, উপযুক্ত কর্ম লাভে বাধাবিঘ্নের সম্মুখীন হবেন।
মিথুন রাশি-সন্তানের বুদ্ধির স্থিরতা থাকবেনা, নির্বুদ্ধিতার কারণে উন্নতির বহু সুযোগ নষ্ট করবে।জায়গা জমি, বাড়ি বাহন, গৃহপালিত পশুপাখি, মজুদ শস্য, সম্পত্তি সংক্রান্ত উপার্জন হবে। কর্মরতদের কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তিতে বাধা, পুলিশ, প্রতিরক্ষা বিভাগ ,আইন প্রশাসনের সাথে যুক্ত কর্মশুভ হবে।
সিংহ রাশি-বর্তমান পরিস্থিতিতে শিল্পকলা মূলক বিষয় যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে, নানা ঝামেলার সম্মুখীন হবেন। আইন ব্যবসা , সংবাদপত্রের কর্ম, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রভূত অর্থ উপার্জন হবে। শুভাকাঙ্ক্ষী কোন বন্ধু বিয়োগে আপনি মানসিক শক্তি হারিয়ে ফেলতে পারেন।
কর্কট রাশি-পারিবারিক সুখে বাধা ,সম্পত্তিগত কারণে পিতার সাথে মতানৈক্যের ফলে সম্পর্কের অবনতি। আইনি ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন । আপনার সন্তান উচ্চশিক্ষা বা গবেষণার মুলক ব্যাপারে যুক্ত থাকলে সফলতা পাবে। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাথে শত্রুতা তৈরি হবে, তবে কোন অপরিচিত ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন।
তুলা রাশি-সন্তানের শিক্ষা ক্ষেত্রে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে ,উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির সুযোগ মিলতে পারে। মহিলা ঘটিত কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে সামাজিক মান সম্মান হানি থেকে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসা শুভ হবে না, আর্থিকভাবে প্রতারণা হওয়ার সম্ভাবনা, অতিরিক্ত ঋণগ্রস্থ হতে পারেন।
কন্যা রাশি-রোমান্টিক, শিল্পকলার প্রতি আগ্রহ বৃদ্ধি, আনন্দ ফুর্তির আরাম করে জীবন কাটানোর মানসিকতা তৈরি হবে। সন্তানের শারীরিক অসুস্থতা ও চিকিৎসায় বিভ্রান্তিকর পরিস্থিতির তৈরি হতে পারে, সতর্ক থাকুন। বিবাহিত জীবনের পার্টনারের সাথে মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি ।পার্টনারের শারিরিক আঘাত প্রাপ্তির সম্ভাবনা।
ধনু রাশি-শিক্ষায় নানা বাধার সম্মুখীন হবে, তবে বিনোদন মূলক শিক্ষা, আইন, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ভূগোল প্রভৃতির ওপর পড়াশোনা শুভ হবে। রাজনৈতিক ,প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে সজাগ ও সচেতন না থাকলে মান সম্মান ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা। ব্যবসায় দূর থেকে যোগাযোগ বৃদ্ধি হবে, তবে কোন ব্যক্তির সাথে প্রকাশ্য সংঘাতে যাবেন না।
বৃশ্চিক রাশি-হঠকারিতার বসে জোরজবস্তি প্রেম ও সামান্য ব্যাপারে মাথা গরম করে প্রেমে অশান্তির সৃষ্টি।। খেলাধুলা ও শরীরচর্চা, মার্শালা আর্টের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের মনের আশার সঞ্চার হবে। মানসিক রোগ,পেটের সমস্যা ,পাকস্থলী, লিভার ইত্যাদি নানা রোগের প্রকোপ বৃদ্ধি।
মকর রাশি- আর্থিক ব্যাপারে স্বচ্ছন্দ থাকলেও বর্তমান পরিস্থিতি আমোদপ্রিয়, বিলাসিতার পেছনে অর্থ ব্যয়ে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। সন্তানের উচ্চশিক্ষায় সফলতা অর্জনে বাধা বিঘ্নের সম্মুখীন হবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জনসংযোগ বৃদ্ধি হলেও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতানৈক্য হতে পারে।
কুম্ভ রাশি-সম্পত্তি জনিত বিষয় নিয়ে মাতৃ শত্রুতা ও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা তৈরি হবে। সন্তানের বিবাহের যোগাযোগ আসবে, তবে পাত্র-পাত্রী সম্বন্ধীয় সমস্ত তথ্যের সত্যতা সম্পর্কে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। ব্যবসা ক্ষেত্রে কোন ব্যক্তির শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন, ভুল বিনিয়োগে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
মীন রাশি-সুসৌভাগ্যের আনুকূল্য লাভে জীবনের কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবার পথ খুঁজে পাবেন।ধার্মিক, উদার ন্যায়নীতি পরায়ন মানসিকতা, আধ্যাত্মিক চেতনার বিকাশ ও মোক্ষলাভে শান্তি খোঁজার চেষ্টা। উচ্চ শিক্ষা ,গবেষণা মূলক ব্যাপারে উন্নতি, মৌলিক আবিষ্কারের মাধ্যমে স্বীকৃতি মিলতে পারে।