বৃষ রাশি-জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে মাতৃ বিরোধ তুঙ্গে, গৃহ পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। কারো অনুগ্রহ ছাড়াই প্রচণ্ড আত্মবিশ্বাসী উদ্যমী মনোভাবে নিজস্ব প্রচেষ্টায় এগিয়ে যাবেন। সেবামূলক কর্মের মাধ্যমে সমাজের সর্বস্তরের লোকের সাথে মেলামেশার সুযোগ আসবে, অন্যের মন জয় করে জনপ্রিয় হতে পারেন।
মেষ রাশি-মা-বাবার সহচর্য লাভে মানসিক প্রশান্তি ,পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি হবার সম্ভাবনা।বিদ্যা শিক্ষা শুভ হবে , সময়ের অপচয় না করে ধর্ম দর্শন রাজনীতি শাসন বিভাগ ইত্যাদি নিয়ে পড়াশোনা করুন বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের সাহায্য। আপনার বন্ধুবৎসল ও অমায়িক ব্যবহারের সকলের মন জয় করে নিতে পারবেন। বন্ধুর সহচর্যে সৌভাগ্য লাভ।
মিথুন রাশি-অযাচিতভাবে উত্তরাধিকারসূত্রে কোন সম্পত্তি পেতে পারেন ,শেয়ার মার্কেট বা বিমার দ্বারা লাভবান হবেন। কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে,বর্তমান পরিস্থিতিতে কর্মের ছেদ চলে আসার সম্ভাবনা, । আর্থিক কারণে কোনো ব্যক্তির সাথে লেনদেনের সম্পর্ক তৈরি শুভ হবে।
কর্কট রাশি-আত্ম প্রচেষ্টায় উন্নতি লাভ, জীবনের সৌভাগ্য লাভের ভাই বোনের সাহায্য পাবেন। আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হোন আপনার জনমোহিনী ব্যক্তিত্ব সকলের কাছে অতি সহজেই গ্রহণযোগ্যতা লাভ করবে। পরিবর্তন প্রিয় মানসিকতার জন্য স্থিরতার অভাবে কর্ম পরিবর্তন করতে পারেন, বর্তমান পরিস্থিতিতে যা অবিবেচকের মত কাজ হবে
সিংহ রাশি-বিদ্যার্থীদের উচ্চশিক্ষা শুভ হলেও বর্তমান পরিস্থিতিতে প্রবল বাধা বিঘ্নের সম্ভাবনা , তবে সময় অপচয় না করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন। কম্পিউটার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডাক্তারিবিদ্যা টেলিকমিউনিকেশন ইত্যাদি আপনার জন্য শুভ হবে। পিতার শারীরয নিয়ে বিশেষ সতর্ক থাকুন, শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা ।অন্যের দুঃখে কাতর হওয়া আপনার বৈশিষ্ট্য, পরোপকারী মনোভাবে সেবামূলক কর্মে নিজেকে নিয়োজিত করে মানসিক প্রশান্তি লাভ।
কন্যা রাশি-স্বল্প পরিশ্রমে অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় অসৎ উপায় অবলম্বন করে মান সম্মান হানি হতে পারে সতর্ক না হলে কোন তোষামোদকারী বন্ধুর প্ররোচনায় পা দিয়ে বিপদগ্রস্থ হতে পারেন। ঐশ্বরিক চিন্তাভাবনা, ধর্মীয় চেতনার উন্মেষ ঘটবে,আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহ বাড়বে
তুলা রাশি-কর্মসূত্রে বিবাহ হতে পারে এবং বিবাহের কারণে সামাজিক মান সম্মান বৃদ্ধি। নিজেকে ও সকলকে সুস্থ রাখতে আইনি বিবাহ যুক্তিসঙ্গত ও বাঞ্ছনীয়। আপনার সন্তান বাড়ির কাছাকাছি অসবর্ণ ও নিচু জাতের কারও সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সামাজিক মান সম্মান হানি।অংশীদারি ব্যবসায় কিঞ্চিৎ মনোমালিন্য হলেও ব্যবসা শুভ হবে, বাণিজ্যিক প্রসারলাভে বাধাবিঘ্ন, তবে দুগ্ধজাত দ্রব্যের, মৎস্য বেকারি রাসায়নিক ইত্যাদি ব্যবসা শুভ হবে
বৃশ্চিক রাশি-গতানুগতিক প্রাচীনপন্থী চিন্তা ধারাকে পরিবর্তন না করলে পরিবারের লোকের সাথে মতান্তর হয়ে মানসিক দূরত্ব বাড়বে।অর্থের ব্যাপারে পরিশ্রমী হলেও আর্থিক উন্নতিতে বাধা, তবে আপনার সঞ্চয়শীল মানসিকতার জন্য চিন্তার কিছু নেই।যারা ডিজিটাল ব্যবসা, ইউটিউবার ইত্যাদি নানা ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ সময়
ধনু রাশি-অতিরিক্ত আবেগপ্রবণ ও সন্তান স্নেহে অন্ধ হয়ে সন্তানের বিপদ ডেকে আনবেন না ,সন্তান উচ্ছন্নে যেতে পারে।কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে স্বাস্থ্যহানি, কর্মের কারণে শত্রুতার সম্মুখীনে মানসিক দুশ্চিন্তা। শরীর ঘিরে নানারকম দুশ্চিন্তা, দৃষ্টি শক্তির সমস্যা, মাথার যন্ত্রনা হৃদরোগ নার্ভের সমস্যা ইত্যাদি নানা সমস্যায় কষ্ট পাবেন।
মকর রাশি-সুন্দর মানবিক মনের বিকাশ ঘটবে, সাহসী ও সেবামূলক ব্যাপারে উদ্যমী হওয়ার জন্য সকলের কাছে জনপ্রিয় হবেন। বর্তমানে অল্প সময়ে বেশি অর্থের আশায় ঝুঁকিপূর্ণ কোন কাজ করা থেকে বিরত থাকাই শ্রেয়, আর্থিক কারণে শত্রুতা হতে পারে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা ব্যক্তিরা সুচিকিৎসায় সুস্বাস্থ্য লাভ করবেন, খাদ্যে ফুড পয়জন জনিত পীড়া, লিভার ইত্যাদিতে কষ্ট পাবেন।
কুম্ভ রাশি-সন্তানের বিদ্যাশিক্ষা শুভ নয় ,বর্তমান পরিস্থিতির কারণে বিদ্যার জন্য দুর গমনে বাধাবিঘ্ন, শিক্ষায় সাময়িক ছেদে হতাশা বৃদ্ধি।আপনার বহুমুখী প্রতিভা ও উপস্থিত বুদ্ধি কে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে অসাধ্যসাধন করতে পারেন ও সম্মান বৃদ্ধি, প্রতিষ্ঠিত হবেন । চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিযোগিতা মূলক পড়াশোনা আপনার জন্য শুভ হবে।
মীন রাশি-বিপদে কোন শুভাকাঙ্ক্ষী বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন, তবে আশা-আকাঙ্ক্ষা পূরণে বিলম্ব হতে পারে। চোট আঘাত, দুর্ঘটনা, গৃহবাড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমা ইত্যাদি সমস্যায় জেরবার হয়ে জলের মতো আর্থিক অপচয় হবে। ঠান্ডা তরল জাতীয় পানীয় খেয়ে ইনফেকশন জনিত সমস্যা, কথা বলার সাবলীলতায় বাধা।