মিথুন রাশি-মহিলাদের সংস্পর্স এড়িয়ে চলুন, শত্রুতা ষড়যন্ত্রের শিকার হয়ে সর্বস্বান্ত হতে পারেন। হঠাৎ করে সন্তানের শারীরিক দুর্ভোগে বিব্রত হবেন, আঘাত লাগা, প্রদাহ জনিত দুর্ঘটনা, প্রবল জ্বর ইত্যাদি সমস্যা দেখা দেবে। বিকল্প উপার্জনের সিদ্ধান্ত নিয়ে একাধিক ব্যবসায় জড়িত ব্যক্তিরা অযথা বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন
বৃষ রাশি- কনিষ্ঠ ভ্রাতা ভগিনীর সাথে সুসম্পর্ক থাকবে , স্থাবর সম্পত্তি প্রাপ্তি। স্ত্রীলোকের সহচর্যে উন্নতি লাভ, সখ সৌখিনতার পেছনে অতিরিক্ত ব্যয় না করাই বুদ্ধিমানের কাজ হবে।বাকচাতুর্যতায় কাজ হাসিলের চেষ্টা, এক বা একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন।
সিংহ রাশি-গৃহ ভূমি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিময় পরিবেশ সৃষ্টি, নিজের সম্পত্তি প্রাপ্তিতে প্রবল বাধার সম্মুখীন হতে পারেন। সন্তানের বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা উদ্বেগ বৃদ্ধি পাবে। কর্মের কারণে দূরবর্তী এলাকায় যেতে হতে পারে, কর্মস্থলে মান-সম্মান হানির থেকে সতর্ক থাকুন।
কর্কট রাশি-অতিমাত্রায় গর্বিত, অন্যের সাহায্য না নেয়ার মনোভাব ইত্যাদি কারণে বর্তমানে সংগ্রামশীল পরিস্থিতির সম্মুখীন হবেন। নেতৃত্ব সুলভ মানসিকতা হওয়ার জন্য রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা নেতা হিসেবে প্রভাবশালী হতে পারবেন ।আপনার সন্তান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে কর্মস্থলে সফলতা পাবে।
তুলা রাশি-কর্মের জন্য যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের সফলতা মিলবে, পরীক্ষার্থীদের মনে কিছুটা আশার আলো সঞ্চার হবে।দাম্পত্য জীবনে নানা কারণে অশান্তির সৃষ্টি ও বিবাহবিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মরতরা কর্ম ক্ষেত্রে উপযুক্ত দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিলেও সুনাম পাবেন না।
কন্যা রাশি-সন্তানের শিক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকুন ,যথেষ্ট আগ্রহ ও কৌতুহলী মানসিকতার জন্য বিদ্যাশিক্ষা ভালো হবে। গবেষণা মূলক বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিরা সুকর্মের স্বীকৃতি পেতে পারেন। বর্তমান পরিস্থিতিতে কর্ম পথ পরিবর্তন করার চিন্তাভাবনা, প্রিন্টিং সাংবাদিকতা ইত্যাদি বুদ্ধিদীপ্ত পেশায় যুক্ত ব্যক্তিদের মনোসংযোগের অভাব দেখা দেবে।
বৃশ্চিক রাশি-পরিবারের সম্পত্তি জনিত কোন পুরোনো সমস্যার সমাধান হবে, পারিবারিক সুখ-সমৃদ্ধি ও সামাজিক মান-সম্মান বৃদ্ধি। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য থাকলেও বন্ধুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া থাকবে। এজেন্সি বীমা দ্বারা লাভবান হবেন, তবে ভুল পদক্ষেপে বিপর্যয় ঘটার সম্ভাবনা।
ধনু রাশি-নারী দ্বারা শত্রুতা হওয়ার প্রবল সম্ভাবনা, পরিস্থিতি মামলা আদালত পর্যন্ত গড়াতে পারে। গৃহে পোষ্য থাকলে সতর্ক হোন ,ক্ষতের সৃষ্টি হয়ে বিপদে পড়তে পারেন। ভাগ্যলক্ষীর কৃপায় অর্থোপার্জন ঠিকঠাক থাকলেও ঝোঁকের মাথায় অধিক আয়ের আশায় অসৎ পথ বেছে নিলে বিপদে পড়বেন।
মীন রাশি-অঙ্কন শিল্পী নাচ-গান প্রভৃতি শিল্পী মূলক ব্যাপারে আগ্রহ বৃদ্ধি ও মানসিক প্রফুল্লতা।বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন, কোন অকৃতজ্ঞ বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন।আপনার সন্তান রাজনৈতিক, প্রশাসনের সাথে যুক্ত কর্ম করলে পরিচালন ক্ষমতার জন্য কর্মস্থলে সুনাম পাবে।
মকর রাশি-বিদ্যাথীরা সাংবাদিকতা, গণিত, হিসাব শাস্ত্র ইলেকট্রনিক্স, আইন ইত্যাদি বিষয়ে পড়াশোনা শুভ হবে। অতিরিক্ত বীরত্ব দেখাতে গিয়ে প্রতিবেশীদের সাথে অযথা বিরোধে জড়িয়ে পড়বেন না।জমি বাড়ি-গাড়ি প্রভৃতির দালালি সাথে যুক্ত কর্ম করলে নিজ প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন
কুম্ভ রাশি-অতিরিক্ত অপ্রিয় সত্য কথায় পরিবারের সদস্যদের সাথে অশান্তি ও বিরাগভাজন হবেন।রোমান্টিক মানসিকতা থাকলেও প্রেমিক-প্রেমিকা নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভুল সম্পর্কে জড়িয়ে কেলেঙ্কারি বাধবে।।। কর্মস্থলে নিজ দক্ষতায় নাম-যশ বৃদ্ধি ও প্রতিষ্ঠিত হবেন।
মেষ রাশি-প্রচন্ড মানসিক অস্থিরতা তৈরি হবে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। নিকটবর্তী এলাকা থেকে প্রেমজ সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি পাবে ও মানসিক শান্তি বিঘ্নিত হবে। অংশীদারি ব্যবসায় অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ও সুপরামর্শ ব্যবসার পরিধি লাভ, আর্থিক উন্নতি