মেষ রাশি-গৃহে অতিথি আগমনের কারণে আপনার আনন্দমুখর গৃহ পরিবেশে সুখ শান্তির ছন্দ পতন ঘটবে। সন্তানের সাথে মতবিরোধ ও মতানৈক্যে সম্পর্কের অবনতি ঘটবে। কর্মরতদের কর্ম ক্ষেত্রে বিভাগীয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা,যা আপনার মনমত নাও হতে পারে।
বৃষ রাশি-সম্পত্তিগত ব্যাপার নিয়ে ভাই বোনের সাথে ঝামেলা ঝঞ্ঝাট ও সম্পর্কের প্রবল অবনতি। নার্স ,সেবা মূলক কর্ম, স্বাস্থ্যকর্মী ইত্যাদি কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা অধিক পরিশ্রম জনিত কারণে মানসিক অবসাদে ভুগতে পারেন। রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন,হাতে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা।
মিথুন রাশি-পরিবারের নিকটজনের থেকে বঞ্চিত হওয়ার বেদনার আশাহত হয়ে ভুলভাল সিদ্ধান্ত থেকে সতর্ক থাকুন। খেলাধুলা ,প্রতিরক্ষা বিভাগ বা আইনের সাথে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে নানা শত্রুতা, ঝামেলা ঝঞ্জাটের সম্মুখীন হতে পারেন।রাস্তাঘাটে বাহন জনিত দুর্ঘটনা থেকে অস্থিভঙ্গের প্রবল সম্ভাবনা, সতর্ক থাকুন।
কর্কট রাশি-বিদ্যার্থীদের বিদ্যাশিক্ষায় সফলতা ও গবেষণায় রত ব্যক্তিরা নিজস্ব মৌলিক আবিষ্কারের জন্য স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য প্রতিযোগিতামূলক ভাবে অংশগ্রহণ করলে সফলতা পেতে পারেন।শারীরিক অসুস্থতার জন্য ভুল চিকিৎসায় নাজেহাল হতে পারেন, প্রয়োজনে দ্বিতীয় ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি-আর্থিক স্বাচ্ছন্দ থাকলেও বন্ধুর উপকার করতে গিয়ে আর্থিকভাবে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়ার জন্য হওয়া কাজে বাধা হবে। এজেন্সি ,লেখালেখির বিজ্ঞাপন, সাংবাদিকতা সাহসিকতা মূলক কোন কর্ম আপনার জন্য শুভ হবে
কন্যা রাশি- দূরবর্তী এলাকায় সন্তানের কর্ম লাভ হওয়ার সম্ভাবনা, তবে কর্ম স্থায়ী হবে না।নতুন ব্যবসা করার সিদ্ধান্ত নিলে লাভ দায়ক হবে। শত্রুপক্ষ প্রচণ্ড প্রভাবশালী ও শক্তিশালী হবার জন্য ধীরে চলো নীতি অবলম্বন করুন, প্রকাশ্য সংঘাত এড়িয়ে চলুন
তুলা রাশি-সন্তানের শিক্ষায় সফলতা হলেও নানা জটিলতার ও বাধার মধ্যে উচ্চশিক্ষায় সফলতা পাবে। প্রতিবেশীদের সাথে বাকবিতন্ডা এড়িয়ে চলবেন, যোগাযোগের ব্যাপারে নানা বাধার ফলে মানসিক হতাশা বৃদ্ধি। ব্যবসায়ে আর্থিক ক্ষতির জন্য ঋণগ্রস্ততা দেখা দেবে ,আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
বৃশ্চিক রাশি-গুপ্ত পথে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন, তবে রাস্তাঘাটে চলার সময় পকেটমার থেকে সতর্ক থাকুন।বিবাহিত জীবন মোটামুটি, কর্মের কারণে পার্টনারের দূরবর্তী স্থানে অবস্থিতির জন্য একাকিত্ব, ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। খাওয়া-দাওয়ার ব্যাপারে অবশ্য ই দেখেশুনে করুন, বিষক্রিয়া জনিত সমস্যায় উদ্বেগ ও হয়রানি হবেন।
ধনু রাশি-প্রয়োজনমতো অর্থোপার্জনে বাধা অধিক ব্যয়বহুল অর্থ সঞ্চয় বাধা। আপনি যদি বিচারক, রাজনৈতিক ব্যক্তিত্ব হন ,আপনার সাহসী সিদ্ধান্তের জন্য অবশ্যই কীর্তিমান ও সম্মানীয় হতে পারবেন ,জনসাধারণের মন জয় করতে সক্ষম হবেন। দাঁতের বা চোখের সমস্যা হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন।
মকর রাশি-জীবনে কিছু অপ্রীতিকর রহস্যময়’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, গোপনীয় কারণে ক্ষতি হবার সম্ভাবনা ।খেলাধুলা, ওষুধ সংক্রান্ত কাজ কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা আশাব্যঞ্জক সাফল্য পাবেন। শারীরিক অসুস্থতা দেখা দেবে, মাথার যন্ত্রণা ,শ্বাসকষ্ট, ইএনটি সমস্যা, ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত হতে পারেন
কুম্ভ রাশি-পারিবারিক সদস্যদের মধ্যে সুসম্পর্কে আবদ্ধ হবেন ও গৃহ সম্পত্তির লাভের সম্ভাবনা। আভিজাত্য, ব্যক্তিত্ব ,গুণ ইত্যাদি দেখে প্রেম করার মানসিকতা ত্যাগ করুন, মোহভঙ্গ ও ভুল সিদ্ধান্তে বদনামের শিকার হতে পারেন। সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা বাক্য প্রয়োগে সতর্ক থাকুন, বিতর্কমূলক কোন বক্তব্য করে বিব্রত হবেন।
মীন রাশি-গৃহ পরিবেশের জাঁকজমক, সুচারুভাবের অভাব পরিলক্ষিত হবে, গৃহ পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য জীবনে পার্টনারের শারীরিক অসুস্থতা ও তৃতীয় ব্যক্তিকে ঘিরে দাম্পত্য চরম অশান্তি দেখা দেবে। সন্তানের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বা দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা ।