বৃষ রাশি-আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে, গৃহে আত্মীয় সমাগমে খুশির মনোরম পরিবেশ। উচ্চশিক্ষায় রত সন্তান সফলতা পাবে , পিতৃতুল্য কোন ব্যক্তির আনুকূল্য লাভে সফলতা পাবেন। ব্যবসার অচলাবস্থার ধীরে ধীরে কাটবে, আগের তুলনায় ব্যবসার অগ্রগতি দেখা দেবে ,তবে অধিক বিনিয়োগে যাবেন না।
মেষ রাশি-অনেক দিনের পুরনো বন্ধুর আগমনে গৃহের পরিবেশে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করবে। সন্তানের বিদ্যাক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আরো অশুভ জটিলতার পরিমাণ বৃদ্ধি পাবে। জীবনের বিবিধ পরিবর্তন ও নানা রকম টানাপোড়েনে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখার আপ্রাণ প্রচেষ্টা।
মিথুন রাশি-অর্থকরী সাবধানে রাখুন, মুহূর্তের অসতর্কতায় হারিয়ে বা চুরি হয়ে যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে ,হঠাৎ করে উর্দ্ধতন কর্মচারী বা সহকর্মীদের সাথে বচসায় জড়িয়ে মান সম্মান হানির সম্ভাবনা। অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদের আর্থিকভাবে সাহায্য করে মানসিক প্রশান্তি লাভের প্রচেষ্টা।
কর্কট রাশি-উচ্চশিক্ষায় রত শিক্ষার্থীরা শুভ ফল পাবেন না, নানারকম বাধা বিঘ্নের সম্মুখীন ও অশুভ প্রভাব বৃদ্ধি পাবে বর্তমানে সন্তানের কর্মক্ষেত্রে অনিশ্চয়তা জনিত উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, ঝামেলা ঝঞ্ঝাট ও উন্নতিতে বাধা।ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে, পূজা-অর্চনার মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টা, দীক্ষা নেওয়ার মানসিকতা তৈরি হবে।
কন্যা রাশি-অনলাইনে যোগাযোগের মাধ্যমে শিক্ষা মূলক কোর্স করলে ভবিষ্যতে সুফল মিলবে। আপনার প্রেমজ সম্পর্কের সঠিক পরিচর্যা করুন ,উদাসীনতার কারণে ভালোবাসার মানুষটি অন্য কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। পার্টনারকে সতর্কভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে বলুন, দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা।
সিংহ রাশি-সময় উপযোগী একাধিক কর্মের সাথে নিজেকে নিয়োজিত করার প্রচেষ্টা, কর্মরতদের কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা। দাম্পত্য জীবনে হঠাৎ করে মতানৈক্য ও পার্টনারের অসহযোগিতায় জন্য মানসিক অশান্তি, উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। বাহনের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি ও বাহনের নানাবিধ সমস্যা জনিত কারণে বিপদে পড়তে পারেন।
তুলা রাশি-উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ লাভ হবে, তবে বর্তমান পরিস্থিতিতে বাধা-বিঘ্নের জন্য বিলম্ব হবে। কোন তৃতীয় ব্যক্তি প্ররোচনায় প্রেমজ সম্পর্কে নিজেদের ভুল বোঝাবুঝি ও প্রেমে বিচ্ছেদ। অংশীদারি ব্যবসায় অংশীদারদের সাথে সম্পর্কচ্ছেদ ও ব্যবসাক্ষেত্রে আপাতত সমস্ত রকম যোগাযোগ স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
ধনু রাশি-বাহন ক্রয় বা গৃহসংস্কার জনিত কারণে অর্থ ব্যয় হবে। গৃহে চাকর-বাকরদের অন্ধ বিশ্বাস করবেন না, ষড়যন্ত্রের শিকার হয়ে বিপদগ্রস্থ হতে পারেন। ভুল সিদ্ধান্তে অধিক বিনিয়োগের কারণে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা,অংশীদারদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট ও প্রতারিত হতে পারেন
বৃশ্চিক রাশি-সন্তানের কর্ম জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তিতে নানা ঝামেলার সম্মুখীন হবে, গোপন অবৈধ কোনো ক্রিয়া-কলাপ এর সাথে যুক্ত হয়ে যেতে পারে, সতর্ক হোন। একই অঞ্চলের অস্বাভাবিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে সামাজিক মান সম্মান হানি ।শারীরিক-সুস্বাস্থ্য বজায় থাকবে ।তবে নার্ভ ,লিভার সংক্রান্ত সমস্যা ,পায়ে চোট আঘাত থেকে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি-সন্তানের শিক্ষার প্রতি আগ্রহী মানসিকতা থাকলেও বর্তমানে শিক্ষা ক্ষেত্রে নানা জটিলতার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। কর্ম ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হয়ে মান সম্মান হানি, কর্মস্থলে নানাবিধ সমস্যার কারণে টিকে থাকাই দায় হয়ে যাবে। কোনরকম দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
মকর রাশি-বিদ্যার্থীদের বিদ্যায় যথেষ্ট আগ্রহী ও কৌতুহলী মানসিকতার জন্য বিদ্যা শুভ হবে , সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যান ভবিষ্যতে সুফল মিলবে। গৃহে দীর্ঘকালীন কোন আত্মীয়ের উপস্থিতিতে বিরম্বনার শেষ থাকবে না। অপেক্ষা না করে ভালোলাগার মানুষটিকে প্রেম নিবেদন করেই ফেলুন, ইতিবাচক সাড়া মিলবে।
মীন রাশি- কিছু প্রতিবন্ধকতা থাকলেও সন্তানের সাধারণ শিক্ষায শুভ হবে, ভবিষ্যতে সাফল্য পাবে। প্রেমের সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি ও প্রেমে আবদ্ধ প্রেমিক-প্রেমিকাদের মানসিক প্রফুল্লতা দেখা দেবে। মহাবিদ্যা, সম্মোহন বিদ্যা, গোয়েন্দা,গুপ্তচর সংস্থায় ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।