মেষ রাশি–গৃহে কোন আত্মিয়ের আগমনে বাড়ির শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা।নিকটবর্তী এলাকা থেকে প্রেমের সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি পাবে, ইন্টারনেটের মাধ্যমে কোন ব্যক্তিগত তথ্য আদান–প্রদানে প্রতারণার শিকার হতে পারেন, সতর্ক থাকুন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ , কোন ব্যক্তির সাথে ব্যবসায়িক লেনদেন হবে।
বৃষ রাশি–আপনার শান্ত ভদ্র বিনয়ী ব্যবহার ও উপকারী মানসিকতায় সহজেই অন্যের মন জয় করে নিতে পারবেন। সন্তান দ্বারা আর্থিক ভাবে সাহায্য পাবেন। বিনোদনমূলক বিষয়, খেলাধুলা, সাংবাদিকতা, শিল্পজগতের ইত্যাদি কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক স্বাচ্ছন্দ থাকবে।
মিথুন রাশি –মহিলাদের থেকে সতর্ক থাকুন অবশ্যই, প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হতে পারেন। জমি বাড়ি গাড়ি প্রভৃতি ভাড়া বা দালালি সংক্রান্ত কাজ কর্ম মোটামুটি শুভ হবে। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে।
কর্কট রাশি–সামান্য ব্যাপারে পারিবারিক সদস্যদের মধ্যে মতবিরোধে হঠাৎ করে গৃহ পরিবেশ উত্তপ্ত হয়ে মানসিক হতাশা বৃদ্ধি। কৃষিজ পণ্যের ব্যবসা বিশেষ শুভ হলেও বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনার সন্তান রাজনৈতিক, প্রশাসনের সাথে যুক্ত থাকলে কর্ম ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি–জমিজমা ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখুন, প্রতারণার শিকার হতে পারেন। আইন ও পরামর্শদাতা কর্মের সাথে যুক্ত থাকলে বুদ্ধি প্রয়োগে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। কর্মরত সন্তান কর্ম ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপের সাথে নিজেকে জড়িয়ে প্রবল সম্মান হানির সম্ভাবনা।
তুলা রাশি–মহিলাঘটিত কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে ব্লাকমেইলের শিকার হতে পারেন ও সামাজিকভাবে অপদস্থ হতে পারেন। প্রতিটি আর্থিক লেনদেন অত্যন্ত সতর্কভাবে করুন, অর্থ চোট হয়ে যাবার প্রবল সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতেও কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে,ও কর্মে দক্ষ পরিচালনার জন্য উচ্চপদে আসীন হওয়ার সম্ভাবনা।
কন্যা রাশি– সোশ্যাল মিডিয়ায় প্রেমজ প্রস্তাব উপেক্ষা না করলে প্রতারণার শিকার হতে পারেন, সতর্ক থাকুন। সাংবাদিকতা, প্রেস পৃন্টিং,ডাকতার বুদ্ধি দীপ্ত পেশায় থাকা ব্যক্তিদের কর্মে মনঃসংযোগে অভাবে সম্মান প্রাপ্তিতে বাধা হতে পারে। সন্তানের শরীর–স্বাস্থের প্রতি বিশেষ যত্নবান হন, অসুস্থতার কারণে উদ্বিগ্ন বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি–উদার ও মহানুভবতার মানসিকতার জন্য দান ধ্যান পুণ্য কর্মে ব্যয় করে প্রশান্তি লাভের চেষ্টা। খেলাধুলা শরীরচর্চা মার্শালাট এর সাথে যুক্ত ব্যক্তিদের মনে আশার আলো ও ইতিবাচক প্রচার পাবেন। গবেষণা মূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে সফলতা লাভ।
ধনু রাশি– প্রতিকুল জীবন সংগ্রামের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন,। জল সরবরাহের কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা নানারকম অবাঞ্ছিত গন্ডগোলের সম্মুখীন হোওয়া থেকে সতর্ক থাকুন । আপনার সন্তান বিনোদন ও সৃজনশীলতা মূলক পড়াশোনার করলে ভবিষ্যতে বিশেষ শুভফল প্রদান করবে।
মকর রাশি– দূর থেকে সন্তানের বিবাহের জন্য যোগাযোগ আসবে তবে ফলপ্রসূ হতে নানা বিড়ম্বনার সম্মুখীন হবেন।আত্মীয় ,প্রতিবেশীদের এড়িয়ে চলাই মঙ্গল জনক, ঝামেলায় জড়িয়ে একাধিক শত্রুতা সম্মুখীন হবেন। মানসিক কারণে স্বাস্থ্যহানি ও রোগ চিকিৎসায় বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হবে প্রয়োজনে দ্বিতীয় ডাক্তারের পরামর্শ নেবেন।
কুম্ভ রাশি–সন্তানের উৎশৃংখল, বেপরোয়া মানসিকতায় দুশ্চিন্তা বৃদ্ধি ও মতানৈক্যে সম্পর্কের অবনতি। পারেব্যবসা ক্ষেত্রে প্রবল প্রতিদ্বন্দ্বীতা বৃদ্ধি ও ভুল বিনিয়োগে বিপুল আর্থিক ক্ষতির সম্ভাবনা।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কর্ম ক্ষেত্রে নানান জটিল পরিস্থিতির জন্য অনিশ্চয়তা দেখা দেবে।
মীন রাশি– স্থাবর সম্পত্তি ঋণ ক্রয়–বিক্রয়ের সিদ্ধান্ত নিলে প্রতারণার শিকার হতে পারেন। হঠাৎ করেই পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি ও মাতৃস্নেহে বঞ্চিত হওয়ায় মানসিক হতাশা বৃদ্ধি। কর্ম ক্ষেত্রে কোন রকম অনৈতিক কার্যকলাপে লিপ্ত হোওয়া থেকে অবশ্যই সতর্ক থাকুন,।